Monday, April 18, 2011

সিডিউল ফাঁসালেন অ্যাশ

সঞ্জয় দত্তের হোম প্রোডাকশনের পরবর্তী ছবি 'সাত্তে পে সাত্তা'তে অভিনয়ের বিষয়টি নাকি ঝুলিয়ে রেখেছেন অ্যাশ। আর সে কারণে ছবিটির কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধও হয়ে গেছে। এ ছবিতে অভিনয়ের জন্য অ্যাশ ছাড়া আর কাউকেই এখন পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়নি। তিনি সিডিউল না দেওয়া পর্যন্ত ছবিটির কাজ শুরু করবেন না সঞ্জয়। তবে এর মাঝে সঞ্জয় দত্ত প্রোডাকশন (এসডিপি) অন্যান্য প্রজেক্টের কাজ শুরু করবে।

মিসেস ওবামার আমন্ত্রণে জেসিকা

Jassica Simpson
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার আমন্ত্রণে পপতারকা জেসিকা সিম্পসন ১৩ এপ্রিল ডেনভারে সেনাসদস্যদের পরিবারের সামনে সংগীত পরিবেশন করেন। আমন্ত্রণ পেয়ে খুবই উচ্ছ্বসিত জেসিকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ফার্স্ট লেডি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেনাসদস্যদের জন্য গান গাইতে। এটা আমার জন্য বিরাট সম্মানের। ওখানে গিয়ে সেনাসদস্যদের জন্য গান গেয়ে তাদের প্রতি আমার সমর্থন জানানো এক অসাধারণ ব্যাপার।
জানা গেছে, মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের উদ্যোগে মার্কিন সেনাদের সম্মানে ২ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনে তারা সফর করেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা, টেক্সাস, কলোরাডো এবং ওহাইও অঙ্গরাজ্য। সফরের সময়টুকু সবাই বেশ উপভোগ করেছেন।

ধ্যানেই সাফল্য!

Kangana Ranaut
কিছুদিন আগেও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত নিজের ক্যারিয়ার নিয়ে ছিলেন হতাশাগ্রস্ত। ভালো অভিনয় করেও সাফল্যের কূল-কিনারা পাচ্ছিলেন না। খুশির খবর হচ্ছে, কঙ্গনার ভাগ্যাকাশে জমে থাকা মেঘ কাটতে শুরু করেছে। তিনি আবার নিজের উপর আস্থা ফিরে পেয়েছেন। হাতে রয়েছে ৪টি ছবি। প্রতিটি ছবিতেই রয়েছে তার বৈচিত্র্যধর্মী চরিত্র। যা দর্শকনন্দিত হবে বলে তার বিশ্বাস। সবচেয়ে বড় কথা, কঙ্গনা গুরু ধরেছেন। গুরুর কাছ থেকে তিনি ধ্যান শিখছেন এবং নিয়মিত তা চর্চা করছেন। কঙ্গনার বক্তব্য, 'ধ্যান করে নিজের উপর মনোবল বাড়ছে। যা আমার ক্যারিয়ার এবং অভিনয়ে সুফল বয়ে আনবে।'

ইঁদুরকাণ্ডে শুটিং পণ্ড

Lea Michele
ইঁদুর দেখলে হাতি নাকি ভয় পায়! কিন্তু 'হে ঈশ্বর, বাঁচাও... ওটা একটা ইঁদুর'_এই বিকট চিৎকার কোনো হাতির ছিল না, ছিল ২৪ বছর বয়সী এক প্রাণবন্ত তরুণী গায়িকা অভিনেত্রী লিয়া মিশেলের। মিউজিক্যাল টিভি সিরিজ 'গি্ল'র তৃতীয় সিজনের শুটিং চলছিল। বেশ বড়সর একটি দৃশ্যের টানা শুটিং করছিলেন লিয়াসহ সাত-আটজন অভিনেতা। গানের সময় হঠাৎই ছোট একটি ইঁদুর নজরে আসে লিয়ার। ব্যস, আর যায় কোথায়! শুরু হয় তাঁর প্রাণপণ চিৎকার। মুহূর্তে শুটিং পণ্ড। কিন্তু কোথায় ইঁদুর, সেই বেচারা তো চেহারা দেখিয়েই উধাও। তবে ইঁদুর খুঁজে বের না করা পর্যন্ত শুটিং করবেন না_বেঁকে বসেন লিয়া ও তাঁর দুই সহকর্মী হিদার মরিস ও ক্রিস কলফার। অনেক বুঝিয়ে-শুনিয়ে রাজি করাতে না পেরে অসহায় প্রযোজক শেষ পর্যন্ত শুটিংই পণ্ড করে দিয়েছেন

উদিতার হলিউড প্রীতি

বলিউডে তেমন একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেননি পাপ চলচ্চিত্রখ্যাত অভিনেত্রী উদিতা গোস্বামী। যথেষ্ট আবেদনময়ী হওয়া সত্ত্বেও ক্যারিয়ার দৌড়ে পিছিয়ে তিনি। শেষ পর্যন্ত হলিউডে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খোলামেলা দৃশ্যে অভিনয় করতে উদিতার অনীহা নেই। এ কারণেই হলিউড প্রযোজকরা তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এ বিষয়ে উদিতাও তার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন।

উইলিয়াম-কেটের বিয়েতে মি. বিন

বিশ্বের সাড়াজাগানো কৌতুকাভিনেতা ৫৬ বছর বযসী ইংল্যান্ডের রোয়ান অ্যাটকিসন (মি. বিন) ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেটের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।
ফিনল্যান্ডের জনপ্রিয় পত্রিকা ইভিনিং পোস্টের মতে, প্রিন্স উইলিয়ামের পিতা প্রিন্স চার্লসের ঘনিষ্ঠদের মধ্যে মি. বিন একজন। ২০০৫ সালে প্রিন্স চার্লস ও ক্যামিলা পারকারের রাজকীয় বিয়েতেও মি. বিন আমন্ত্রিত হয়েছিলেন। তা ছাড়া রোয়ান অ্যাটকিসন প্রিন্স চার্লস ও ক্যামিলা পারকার উভয়ের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের ঐতিহাসিক গির্জায় এ রাজকীয় বিয়ে সম্পন্ন হবে। বিশ্বের এক হাজার ৯০০ অতিথি এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।

আবারও ভাইবোন

নিজের প্রথম অ্যালবাম শ্রোতাপ্রিয় হওয়ার পর বোন জুলির প্রথম অ্যালবাম করেন বালাম। 'বালাম ফিচারিং জুলি' নামের সেই অ্যালবামে বোনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন দুটি গানে। এরপর জুলির 'স্বপ্নের পৃথিবী' অ্যালবামেও চারটি গান দ্বৈত গেয়েছিলেন বালাম। এবার বালামের অ্যালবামে একটি দ্বৈত গানে কণ্ঠ দিতে যাচ্ছেন জুলি। আসছে রোজার ঈদে বাজারে আসবে বালামের অ্যালবামটি। সেই অ্যালবামে থাকছে গানটি। 'জুলির সঙ্গে গান গাওয়াটা আমি সব সময়ই উপভোগ করি। এবার ভিন্ন আঙ্গিকের একটি গান করছি দুজনের কথা মাথায় রেখে', বললেন বালাম। জুলি বলেন, 'নানা ব্যস্ততার কারণে গত দুই বছর নতুন কোনো গান প্রকাশিত হয়নি। ভাইয়াকে বলেছি মিষ্টি একটি গান তৈরি করতে।' অ্যালবামে এ গানটি ছাড়াও আরো দু-একজন শিল্পীর সঙ্গে দ্বৈত গাইবেন বালাম।
পহেলা বৈশাখে বাজারে আসার কথা ছিল বালামের নতুন অ্যালবাম। বউয়ের অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সময় পিছিয়ে দেন বালাম।
উল্লেখ্য, গত বছর মা হন জুলি। আর এ বছর বাবা হয়েছেন বালাম। দুই শিশুকে নিয়ে ভাইবোনের মধ্যে আজকাল খুনসুটিও হচ্ছে বেশ

হট গার্ল ইয়ানা ( Hot Girl Yana Gupta)

মুনি্ন ও শিলাদের ভিত কাঁপাতে আবারও বলিউডের গানে অভিনয় করতে যাচ্ছেন ইয়ানা গুপ্তা। 'বাবুজি... জারা ধীরে চলো' খ্যাত ভারতীয় বংশোদ্ভূত চেকপ্রজাতন্ত্রের এই অভিনেত্রী নিজেকে শীর্ষ আইটেম গার্ল বলে দাবি করেন। তার মতে, ফিল্মপাড়ার সবচেয়ে আবেদনময়ী আইটেম গার্ল তিনি। অভিনয়ে উত্তাপ ছড়ানোর ক্ষেত্রে যে কোনো অভিনেত্রীর চেয়ে তিনি এগিয়ে। এরকম চরিত্রে তার সামনে আর কেউ নেই

দুই পকেটমার

মফস্বলের এক বৈশাখী মেলা থেকে পকেট মারে তাজিন আহমেদ আর হুমায়রা হিমু। যে লোকের পকেট তারা মারে তার পকেট থেকে পাওয়া যায় একটি মানিব্যাগ আর একটি মোবাইল। মানিব্যাগে ছিল ওই লোকের একটি বাচ্চার ছবি। সে ছবি দেখে তাজিনের অতীতের কিছু ইতিহাস মনে পড়ে এবং তারা সিদ্ধান্ত নেয়, জিনিসপত্রগুলো ওই লোকের কাছে ফিরিয়ে দেবে। এমনি করে চলে নাটকের গল্প। সাইফুল বারীর গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ওমর ফারুক এবং পরিচালনা করেছেন শাহাদত আলম ভুবন। 'এক মেলা দুই পকেট' শিরোনামের নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত। নাটক প্রসঙ্গে হিমু জানান, জামিলা আর কামিলা গ্রাম থেকে শহরে এসেছে। ভাগ্যের পরিহাসে আজ তারা পকেটমার। তবে অন্য পকেটমারের চেয়ে তারা কিছুটা ব্যতিক্রম। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।

দুধের ইউনিয়ন কানিহারি

চরবাঘাদারিয়া গ্রামের গোলাম মোস্তফা (৩৫)। ছয়-সাত বছর আগে মোস্তফার সংসারের অবস্থা তেমন ভালো ছিল না। কৃষিকাজের পাশাপাশি মহিষ ও গাভী পালন শুরু করেন তিনি। মহিষ আর গাভীর দুধ বিক্রি করে গোলাম মোস্তফার এখন হয়েছে পাকা বাড়ি। অর্থনৈতিকভাবে তিনি এখন স্বাবলম্বী। বর্তমানে গোলাম মোস্তফার দুধেল ৬টি মহিষ রয়েছে। শুধু গোলাম মোস্তফা নয়, গফরগাঁও-ময়মনসিংহ খানবাহাদুর ইসমাইল রোডের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের প্রায় ১৪টি গ্রামকে বলা চলে দুধের গ্রাম। চরবাঘাদারিয়া, ডাকবাঘাদারিয়া, বাঘাদারিয়া, থাপনহালা, গোবিন্দপুর, দেওপাড়া, কুষ্টিয়া, সুলতানপুর, বেরতা, তালতলা, কানিহারি, বরকান্দা ও বহুলিয়াকান্দা গ্রামসহ পুরো ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবার মহিষ ও গাভীর দুধ বিক্রি করে সংসার চালায়। তবে একটু সম্পদশালী মানুষ কৃষি কাজও করে। এ ইউনিয়নের নতুনবাজার ও আহম্মদাবাদ বাজারে প্রতিদিন বসে দুধের হাট। বেপারিরা দুধ কিনে নিয়ে যায় ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে। প্রতিদিন ভোর থেকেই দুধওয়ালা বেপারিরা কাঁধে বার নিয়ে ছুটে চলে দুধ ক্রয় করতে। গত মঙ্গলবার কথা হয় দুধ বেপারি রমজান মিয়ার (৪৫) সঙ্গে। তিনি জানান, প্রতিদিন নতুন বাজার ও আহম্মদাবাদ বাজার থেকে প্রায় দুই আড়াইশ মণ দুধ বিক্রি হয়। কানিহারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রতন বলেন, দুধ ব্যবসায়ী সমিতির রেজিস্ট্রিভুক্ত সদস্য সংখ্যা শতাধিক। গাভী ও মহিষ পালন করতে খরচের তুলনায় দুধের দাম কম পায় পালনকারীরা। এছাড়া দুধের দাম প্রায় সময় উঠানামা করে। এখন অবশ্য দুধের দাম একটু ভালো বলে তিনি জানান। আহম্মদাবাদ বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, আগে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আহম্মদাবাদ রেলস্টেশনে কয়েকটি ট্রেন থামত। বর্তমানে একটি ট্রেনের স্টপেজ রয়েছে। তাও এই ট্রেন কখন আসে তার কোনো নিশ্চয়তা নেই। তাই বিভিন্ন স্থানে দুধ পরিবহনে সমস্যা হয় তাদের। চরবাঘাদারিয়া গ্রামে মহিষ ও গাভী পালন করেন মফিজ উদ্দিন। বর্তমানে তার ৩৫টি মহিষ রয়েছে বলে জানান। তিনি বলেন, প্রতিদিন এসব মহিষ ও গাভী ব্রহ্মপুত্র নদের পাড়ে চরে দলবেঁধে নিয়ে যেতে হয়। নাজনীন (২৫) নামে এক গৃহবধূ। তার স্বামী ছাদিকুর রহমানকে দুধেল গাভী পালনে সহায়তা করেন। এমনকি দুধ দোহানোর কাজ করেন গ্রামের অনেক গৃহবধূ। গত মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ব্রহ্মপুত্র নদের ওপাড়ে শত শত মহিষের বাতান। গাভী ও মহিষ পালনে ব্যস্ত রাখালরাও। হতদরিদ্র আ. জব্বারের বাড়িভিটা ও একটি দুধেল মহিষ সম্বল। এ মহিষের দুধ বিক্রি করে চলে সংসার। নতুন বাজারের ব্যবসায়ী হারুন বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এ ইউনিয়নের দুধ বিক্রির সঙ্গে জড়িতদের সমস্যার সমাধান হতো।