Tuesday, April 12, 2011

সিলেটে লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে গিয়ে পুলিশ লাঞ্ছিত

সিলেটে ডাকাতদের লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করতে গিয়ে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল লাঞ্ছিত হয়েছেন। সিলেট নগরীর বন্দরবাজার রহমান ম্যানসনের স্বর্ণ ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত পুলিশ সদস্যরা হলেন, ছাতক থানার এসআই হারুন-উর-রশিদ, কনস্টেবল তৌহিদ ও সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির এসআই সোহেল রানা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
ছাতক থানার এসআই হারম্নন উর রশীদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত ১১ মার্চ ছাতক শহরের লাকি কমিউনিটি সেন্টারের মালিক শাহনেওয়াজের বাসায় ডাকাতি হয়। এ ঘটনায় রায়হান ও দুলাল নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জানায়, ডাকাতিকালে লুণ্ঠিত স্বর্ণালঙ্কারগুলো তারা সিলেট নগরীর বন্দরবাজারের রহমান ম্যানসনের শাপলা জুয়েলার্সে বিক্রি করেছে। গতকাল দুপুরে রায়হান ও দুলালকে সঙ্গে নিয়ে তিনি ঘটনা তদন্তে শাপলা জুয়েলার্সে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির এসআই সোহেল রানা। ডাকাতদের লুণ্ঠিত স্বর্ণ ক্রয়ের ব্যাপারে জুয়েলার্সের কর্মচারী তারেককে জিজ্ঞাসা করলে তিনি দোকান থেকে বের হয়ে মার্কেটের সব স্বর্ণ ব্যবসায়ীকে জড়ো করে। একপর্যায়ে ব্যবসায়ীরা তাদের ধাক্কাধাক্কি করে মার্কেট থেকে বের করে দেন। পরে তারা বন্দরবাজার হকার পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এসে ব্যবসায়ীদের বুঝিয়ে অবরোধ তুলেন।
তিনি পুলিশ ও ব্যবসায়ীদের নিয়ে বন্দরবাজার মায়া হোটেলে বৈঠক করেন। মেয়র মার্কেটের ব্যবসায়ীদের স্বর্ণ ক্রয়ের আগে যাচাই-বাছাই এবং লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেন।
এ ব্যাপারে রহমান ম্যানসন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। ডাকাতদের লুণ্ঠিত স্বর্ণ তাদের মার্কেটের কোনো দোকানে বিক্রি হলে তা উদ্ধারে ব্যবসায়ী সমিতি পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, শাপলা জুয়েলার্সের স্বত্বাধিকারী মিজান অসুস্থ হওয়ায় তার গ্রামের বাড়ি কুমিল্লায় অবস্থান করছেন। তিনি সুস্থ হয়ে ফিরলে তাকে পুলিশের কাছে পাঠানো হবে।

বিস্ময়কর রেড উড ফরেস্ট

এ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন রহস্যময় স্থান, গুহা, বাড়ি, দালালকোঠা ও বন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে প্রায় ২০০ কি.মি. দূরে অবস্থিত বিস্ময়কর রেড উড ফরেস্ট ট্রি মানুষের কাছে শত শত বছর ধরে আজও রহস্যময়তার বার্তা বহন করে চলছে। বনটি দেখতে অতি চমৎকার ও মনোমুঙ্কর। ভ্রমণকারীদের অতি সহজেই বনটি তার সৌন্দর্যময়তা দিয়ে আকৃষ্ট করতে পারে। বনটি শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এর মাঝে রয়েছে প্রায় ১ থেকে দেড় হাজার ফুটউচ্চতার গাছ-গাছালি। বিস্ময়কর রেড উড ফরেস্টে রয়েছে হাজার বছরের পুরনো বৃক্ষ। যে বৃক্ষগুলো দেখতে একটু লালচে ধরনের, শুধু লাল তা নয়, এ বনের মধ্যে রয়েছে সবুজ, বাদামি, আকাশী রংয়ের বৃক্ষ। গহীন লাল কাঠের বনে প্রবেশ করার জন্য রয়েছে শত শত পথ, তবে আশ্চর্য ব্যাপার হলো প্রতিটি পথই লালগালিচা দিয়ে ঢাকা। আসলে পথগুলো লালগালিচা দিয়ে ঢাকা মনে হলেও মূলত তা লালগালিচা নয়। এ বনের মাটিকেই লালগালিচা মনে হয়। বিস্ময়কর রেড উড ফরেস্টের আয়তন প্রায় ১০০ বর্গ কি.মি.। এর পাশ দিয়ে বয়ে গেছে ছোট ছোট নদনদী। নদীগুলোর উৎপত্তি সাগর, মহাসাগর থেকে। লাল বনের পাশেই রয়েছে বিখ্যাত রেড উড ন্যাশনাল পার্ক। দর্শনার্থীরা বনে প্রবেশ করার আগে ন্যাশনাল পার্ক থেকে লাল কাঠের বন সম্পর্কে তথ্য নেয়। লাল কাঠের বনের মাঝে রয়েছে অসংখ্য ছোট ছাউনির ঘর, যে ঘরে কাঠুরীরা বসবাস করে। তবে বিস্ময়কর ব্যাপার হলো_ বনের ঠিক মাঝখানে রয়েছে হামবোল্ট পয়েন্ট, যে পয়েন্টকে ঘিরে যুগ যুগ ধরে মানুষের মনে বয়ে বেড়াচ্ছে নানা জল্পনা-কল্পনা। কথিত আছে হামবোল্ট পয়েন্ট থেকে ৫০ গজ দূরে গেলে কোনো মানুষ আর বন থেকে বেরিয়ে আসতে পারে না। এ পর্যন্ত প্রায় ২০ জন লোক নিজেদের যোগ্য প্রমাণার্থে হামবোল্ট পয়েন্ট গিয়ে আর ফিরে আসেনি। অনেকে মনে করেন, যারা ফিরে আসেনি তারা ছোট ছোট রেড উড ট্রি হয়ে গেছে। তবে স্থানীয় বন কর্মকর্তারা মনে করেন হামবোল্ট পয়েন্ট থেকে ৫০ গজ পরেই রয়েছে চোরাগলি, যে গলিতে একবার পা পড়লে ফিরে আসা সম্ভব নয়। বিভিন্ন সময়ে লাল কাঠের বনটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেকে ঘূর্ণিঝড়, টর্নেডোসহ নানা বিপর্যয় থেকে রক্ষা করে আসছে। রেড উড ফরেস্ট কাঠের বনের হামবোল্ট পয়েন্ট ছাড়া বনটির বাকি স্থানগুলো বেশ নিরাপদ।

অধিনায়কত্ব হারাচ্ছেন সাকিব!

বিশ্বকাপে ব্যর্থতার পর বেশ ক'জন ক্রিকেটার অধিনায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। বিশেষ করে রানার্সআপ হওয়ার পর শ্রীলঙ্কার সাঙ্গাকারার দায়িত্ব ছাড়াটা ক্রিকেট দুনিয়াকে বেশ নাড়া দিয়েছে। গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাকিব আল হাসানও অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। এ ব্যাপারে সাকিব কোনো মন্তব্য না করলেও বোর্ডের এক পরিচালক বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব নয়। গতকাল মিরপুর ক্রিকেট বোর্ড অফিসে আবারও শোনা গেল সাকিব নাকি অধিনায়কের দায়িত্ব পালন করতে চাচ্ছেন না। আইপিএল খেলে ফেরত আসার পর সাকিব চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা বলেন, সাকিব কী চিন্তা করছেন তা আমি জানি না। তবে বোর্ডই অধিনায়ক বদলের চিন্তাভাবনা করছে। সামনের বোর্ডে যে সভা অনুষ্ঠিত হবে তাতে এটাই এজেন্ডা হিসেবে রাখা হবে।
কথা হচ্ছে, অধিনায়ক যদি বদল হন তাহলে বাংলাদেশের নেতৃত্ব কার হাতে আসবে। এক্ষেত্রে অনেকে মাশরাফির সম্ভাবনার কথা বলছেন। কিছুদিন আগেও নীতিনির্ধারকরা মাশরাফিকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা করেছেন। অস্ট্রেলিয়া সিরিজে মাশরাফি কতটুকু জ্বলে উঠতে পারেন সেটার ওপর নির্ভর করেছিল তার অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার। সেই বিচারে তাকে ফ্লপই বলা যায়। প্রথম ম্যাচে ২ উইকেট পেলেও রানও দিয়েছেন অনেক। দ্বিতীয় ম্যাচে তিনি দলেই ছিলেন না। সত্যি কথা বলতে কি, বিশ্বকাপে মাশরাফির বাদপড়াকে কেন্দ্র করে অনেক সমালোচনার ঝড় বয়ে গেছে। অস্ট্রেলিয়া সিরিজে মনে হয়েছে বাদ দেওয়াটা যুক্তিসঙ্গই ছিল। কেননা এখনো তিনি ইনজুরি-মুক্ত নন। এ অবস্থায় তাকে অধিনায়কের পদে বসানো সম্ভব নয়। সাকিব না থাকলে একজনকে তো দায়িত্ব দিতেই হবে। কে এ দায়িত্ব পাবেন তা-ই এখন দেখার বিষয়।

অবশেষে বিবসনা

ভারত বিশ্বকাপ জিতলে বিবসনা হওয়ার ঘোষণা দিয়ে হৈচৈ ফেলে দেওয়া ভারতীয় মডেল পুনম পাণ্ডে শেষ পর্যন্ত তার ইচ্ছা পূরণ করেছেন। সম্প্রতি তিনি বিবসনা হয়ে ছবি তুলেছেন। তবে ভারতীয় ক্রিকেট দলের জন্য তিনি এই ছবি তোলেননি। তিনি ছবি তুলেছেন একটি এন্টারটেইনমেন্ট চ্যানেলের জন্য। সম্প্রতি বিখ্যাত ওই চ্যানেলটির জন্য এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেন পুনম। ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে বিবসনা হওয়ার ঘোষণাটি বাস্তবে রূপ দেওয়ার জন্য এখনো দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

প্রেমে মজেছেন অপি

অভিনেত্রী অপি করিম প্রেমে মজেছেন। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে তার প্রেম বলে খবর ছড়িয়েছে। অপি এখন জার্মানিতে। সেখানে পড়াশোনা করছেন। উজ্জ্বল ঢাকায়। ই-মেইল, ফেসবুক এবং মোবাইলে নিয়মিত যোগাযোগ। এভাবেই চলছে তাদের প্রেম। অপির পড়াশোনা শেষ হলেই তারা বসবেন বিয়ের পিঁড়িতে। তবে মিডিয়ার অনেকে জানিয়েছেন, অপি-উজ্জ্বলের প্রেম পুরনো। সম্প্রতি তারা বিয়েও করেছেন।

Monday, April 11, 2011

ওয়াটসনের ‘ছক্কা’ রেকর্ড

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার আজকের ম্যাচটি শেষে শচীন টেন্ডুলকার হয়তো মনে মনে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের। অন্তত দলীয় স্কোরটাকে ২৪০-২৫০ না হওয়াকে। কারণ আর ২০-৩০টা রান বেশি করলেই হয়তো শেন ওয়াটসন ছুঁয়ে ফেলতেন লিটল মাস্টারের বিস্ময়কর ২০০ রানের ইনিংসটাকে। তবে সেটা শেষ পর্যন্ত না হলেও ১৮৫ রানের অতিমানবীয় ইনিংসটি খেলার পথে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছেন এই অসি ওপেনার। এক ইনিংসে সর্বোচ্চ ১৫টি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ১২টি ছয় মেরে এই রেকর্ডটির মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জাভিয়ের মার্শাল।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়াটসনের ৯৬ বলে ১৮৫ রানের দানবীয় ইনিংসে ভর করে মাত্র ২৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলারদের অসহায় বানিয়ে ১৫টি ছয় ও ১৫টি চার মারেন ওয়াটসন। ডান হাতি এই ওপেনারের হার না-মানা ১৮৫ রানের ইনিংসটিই এখন এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যানের পক্ষে করা সর্বোচ্চ ইনিংস। এর আগে এই রেকর্ডটি ছিল ম্যাথু হেইডেনের দখলে। ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮১ রান করেছিলেন হেইডেন।

থাকে শুধু গলার হার

চমকে ওঠার দিন শেষ। খোলামেলা হয়ে ক্যামেরার সামনে হাজির হতে বুঝি কোনো আপত্তি নেই মলি্লকার। আজ ওই ম্যাগাজিনের প্রচ্ছদে তো, কাল নতুন ছবির শুটিংয়ে-নিয়মিতই পাওয়া যায় মলি্লকার খোলামেলা হওয়ার খবর। বাজারে এখন পাওয়া যাচ্ছে 'এফএইচএম'-এর নতুন সংখ্যা। এ সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন মলি্লকা। সে জন্য আরো একবার টপলেস হয়েছেন এই তারকা। জামা নেই গায়ে, গলায় বিরাট এক হার, সেই হার দিয়ে আড়াল করা হয়েছে বুক, এলানো পিঠে খোলা চুল আর কপালে শোভা পাচ্ছে বড় লাল টিপ-এমন রূপেই পুরুষদের এই আন্তর্জাতিক লাইফস্টাইল ম্যাগাজিনের প্রচ্ছদে এসেছেন মলি্লকা শেরাওয়াত!

লাইভ স্ট্রিমিং চালু করল ইউটিউব

ইউটিউবে চালু হলো 'লাইভ স্ট্রিমিং পেইজ'। গত শুক্রবার থেকে নতুন এ সেবা চালু হয়েছে। নতুন এ পেইজের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি সম্প্রচারিত হওয়া বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। ইউটিউব ব্লগে জানানো হয়েছে, বর্তমানে ইউটিউবে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যক্তি বিভিন্ন ভিডিও দেখে। আর তাই এখনই সময় ইউটিউবে কনসার্ট, খেলা এবং সাক্ষাৎকারসহ বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করার। ইউটিউবের সঙ্গে জড়িত পার্টনার চ্যানেলগুলো তাদের জনপ্রিয় সব অনুষ্ঠান ইউটিউবে সরাসরি সমপ্রচারের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিদিন অনেক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারও করে যাচ্ছে পার্টনাররা। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানগুলো দেখা যাবে www.youtube.com/live-এ। শুধু তা-ই নয়, এখান থেকে একই সঙ্গে 'আপকামিং' বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কেও জানা যাবে।

ইটিএলে এসারের 'এস্পায়ার ওয়ান' নেটবুক

এসারের জনপ্রিয় নেটবুক এস্পায়ার ওয়ানের নতুন মডেল 'এস্পায়ার ওয়ান ডি২৫৫' বাজারে এনেছে ইটিএল। নেটবুকটিতে রয়েছে ইনটেল অ্যাটম এন ৫৫০ প্রসেসর, ১০.১ ইঞ্চি পর্দা, ১ জিবি র‌্যাম, ২৫০ জিবি হার্ডডিস্ক এবং ইনটেল গ্রাফিকস মিডিয়া এক্সলেটর ৩১৫০ গ্রাফিকস কার্ড। আরো রয়েছে ১.৩ মেগাপিঙ্লে ওয়েবক্যাম, বিল্ট ইন স্পিকার। দাম ২৫ হাজার ৮০০ টাকা। ইটিএলের 'হিট ফর দ্য ম্যাক্সিমাম অফার চলাকালে এ নেটবুক কিনলেই ক্রেতারা পাবেন বিনা মূল্যে এক মাসের ইন্টারনেট সংযোগসহ বাংলালায়নের ওয়াইম্যাঙ্ মডেম।
যোগাযোগ : ০১৯১৯২২২২২২।

ফেইসবুকে ভুয়া 'ইভেন্ট'

ফেইসবুকে ছড়িয়ে পড়ছে ভুয়া 'ইভেন্ট'। আর সাইবার অপরাধীরা ফেইসবুক ব্যবহারকারীদের কাছে মিথ্যা অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়ে হাতিয়ে নিচ্ছে প্রচুর অর্থ_জানিয়েছে তথ্যপ্রযুক্তিভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোস। এরই মধ্যে এক কোটি ফেইসবুক ব্যবহারকারীর কাছে এসব ভুয়া অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পাঠিয়েছে সাইবার অপরাধীরা। এ বিষয়ে ফেইসবুক ব্যবহারকারীদের সতর্ক করে সোফোস জানিয়েছে, সাইবার অপরাধীরা ভুয়া ইভেন্ট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য যে লিংক দেয়, সেখানে ব্যবহারকারীরা ক্লিক করলেই স্প্যামারদের অ্যাকাউন্টে অর্থ চলে যায়। শুধু ফেইসবুকই নয়, অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইটের ব্যবহারকারীদের সঙ্গেও এ ধরনের প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে সোফোস।