শেষ পর্যন্ত বিপাশা বসু স্বীকার করলেন, জন আব্রাহামের সঙ্গে তার সম্পর্ক আর নেই।
বলিউডের এই তারকাকে নিয়ে ভারতের গণমাধ্যমগুলোতে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল। কিন্তু বিপাশা এই বিষয়টিতে এতদিন মুখ খোলেননি। স্বীকার করছিলেন না আব্রাহামের সঙ্গে তার সম্পর্কচ্ছেদের কথা। তবে তার মোবাইল ফোনটি প্রকাশ করে দিল বিপাশার মনের কথা। 'হ্যাঁ, একা থাকাই সবচেয়ে ভালো...' এই বার্তাটি ছড়িয়েছে তার মুঠোফোন থেকে। একবার নয়, ছয়বার তার মোবাইল নম্বর থেকে এসেছে এই বার্তাটি।
এই কথাটি অন্য যে কেউ তার মোবাইল থেকে পাঠাতে পারেন। মোবাইল ফোন সার্ভিসের মাধ্যমে আপত্তিকর এরকম অনেক কিছুই ঘটতে পারে। এখন এই কথাগুলো বলছেন বিপাশা বসু, যখন বুঝতে পেরেছেন এই বার্তাটি আদৌ তার পাঠানো ঠিক হয়নি।
বলিউডের এই তারকাকে নিয়ে ভারতের গণমাধ্যমগুলোতে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল। কিন্তু বিপাশা এই বিষয়টিতে এতদিন মুখ খোলেননি। স্বীকার করছিলেন না আব্রাহামের সঙ্গে তার সম্পর্কচ্ছেদের কথা। তবে তার মোবাইল ফোনটি প্রকাশ করে দিল বিপাশার মনের কথা। 'হ্যাঁ, একা থাকাই সবচেয়ে ভালো...' এই বার্তাটি ছড়িয়েছে তার মুঠোফোন থেকে। একবার নয়, ছয়বার তার মোবাইল নম্বর থেকে এসেছে এই বার্তাটি।
এই কথাটি অন্য যে কেউ তার মোবাইল থেকে পাঠাতে পারেন। মোবাইল ফোন সার্ভিসের মাধ্যমে আপত্তিকর এরকম অনেক কিছুই ঘটতে পারে। এখন এই কথাগুলো বলছেন বিপাশা বসু, যখন বুঝতে পেরেছেন এই বার্তাটি আদৌ তার পাঠানো ঠিক হয়নি।