Saturday, September 18, 2010

ভাবুকদের মস্তিষ্কে কোষ বেশি


মানুষের চিন্তাশক্তি তার মস্তিষ্কের আকার-প্রকৃতির ওপর নির্ভরশীল। মানুষ প্রায়ই চিন্তা করে, সে সঠিক কাজ করছে না ভুল করছে। যারা বেশি ভাবে বা এক সঙ্গে অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে, তাদের মস্তিষ্কের কোষের পরিমাণও বেশি। তবে মস্তিষ্কের নির্দিষ্ট একটি এলাকায় এর কার্যক্রম সীমাবদ্ধ। এলাকাটির নাম ফ্রন্টাল লোব। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, যাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোবের আকার বড় বা কোষের সংখ্যা বেশি তারা অনেক বেশি চিন্তাভাবনা করতে পারে। অর্থাত্ তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটাও জোরালো। তবে বেশি চিন্তাভাবনা করলে ক্ষতিও হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন চিকিত্সাবিজ্ঞানীরা। যেমন অনেকে আছে আজেবাজে চিন্তাভাবনা করতে করতে কোনো সঠিক সিদ্ধান্তই নিতে পারে না। ফলে একসময় সে বিষণ্নতা বা অবসাদে আক্রান্ত হয়ে পড়ে। তাদের স্মৃতিশক্তিও ক্ষীণ হয়ে যায়। বিজ্ঞানীরা একদল স্বেচ্ছাসেবককে কালো এবং ধূসর রঙের ছবি দেখিয়ে ত্রুটি-বিচ্যুতি আছে কিনা পরীক্ষা করে উত্তর দিতে বলে। দেখা গেছে, যাদের চিন্তাশক্তি বেশি ক্ষুরধার এবং ব্যাপক তারা ছবির পার্থক্য নিখুঁতভাবে শনাক্ত করতে পেরেছে এবং তাদের সিদ্ধান্তের ব্যাপারে অটল থেকেছে। অনেকে উত্তর দেয়ার সিদ্ধান্তে দোদুল্যমান থেকেছে। গবেষকরা তাদের মস্তিষ্ক পরীক্ষা করে দেখেন, যাদের ফ্রন্টাল লোবে অনেক বেশি ব্রেন সেল রয়েছে, আকারেও যাদের মস্তিষ্কের সেই এলাকাটি অন্যদের চেয়ে কিছুটা বড়, তারাই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে এবং তাদের সিদ্ধান্তে অটল থেকেছে। আর অটিজমসহ অনেক মানসিক ও মস্তিষ্কের রোগের সঙ্গে ফ্রন্টাল লোবের সম্পর্ক রয়েছে। তাই বিজ্ঞানীরা আশা করছেন, মস্তিষ্কের ফ্রন্টাল লোবের আকার-প্রকৃতি নিয়ে গবেষণার মধ্য দিয়ে অনেক রোগব্যাধির তত্ত্ব-তালাশ সম্ভব হবে।

ঈদের ছুটি শেষে আজ রাবি খুলছে

পবিত্র ঈদুল ফিতর, জুমাতুল বিদা, শবেকদর ও শুভ জন্মাষ্টমীর ছুটি শেষে আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলছে। এর আগে টানা ১৮ দিন ছুটি শেষে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়। গত ১ সেপ্টেম্বর ছুটি শুরু হয়। তবে দাফতরিক ছুটি শুরু হয় ৭ সেপ্টেম্বর থেকে এবং একই দিনে আবাসিক হলগুলোও বন্ধ করে দেয়া হয়। এদিকে ক্যাম্পাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে প্রশাসন

Sunday, September 5, 2010

সাপ্তাহিক বাজারদর (০২.০৯.২০১০)

বাবুবাজারের চালের দাম (পাইকারি)

২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

মিনিকেট

৩৭.৫০-৩৮ টাকা

৩৭.৫১-৩৮.৮৫ টাকা

নাজির শাইল

৪০-৪৩ টাকা

৪০.১৯-৪৪.২১ টাকা

লতা (বিআর ২৮)

৩৫-৩৫.৫০ টাকা

৩০.৮১-৩৪.৮৩ টাকা

পারিজা

৩২-৩২.৫০ টাকা

৩০.৮১-৩৪.৮৩ টাকা

গুটি স্বর্ণা

৩১.৬১-৩২.৬৯ টাকা

৩১.৬১-৩২.৬৯ টাকা

রহমতগঞ্জের বাজারদর (পাইকারি)

২ সেপ্টম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

মসুর ডাল

৯০-১০৩ টাকা

৮৫-৯২.৫০ টাকা

বোল্ডার (মোটা)

৬৭-৭৩ টাকা

৬৩-৬৮ টাকা

মুগ ডাল

৮৮-১১০ টাকা

৯০-১০০ টাকা

খেসারি

৩৪-৩৯ টাকা

৩৭-৩৮ টাকা

ডাবলি ডাল

২৪.৫০ টাকা

২৪.৫০ টাকা

অ্যাংকর ডাল

২৪.৫০ টাকা

২৪ টাকা

ছোলা

৩৬-৩৯ টাকা

৩৮ টাকা

মটর ডাল

৭৫-৭৮ টাকা

৭৫-৭৮ টাকা

মৌলভীবাজারের বাজারদর (পাইকারি)

২ সেপ্টম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

সয়াবিন তেল

৭৯ টাকা ৮৫ পয়সা

৭৬ টাকা ৯০ পয়সা

সুপার পাম

৭৬ টাকা ৯০ পয়সা

৭৩ টাকা ৯৫ পয়সা

পাম

৭৬ টাকা ৩৬ পয়সা

৭৩ টাকা ১৫ পয়সা

চিনি

৪২ টাকা ৬০ পয়সা

৪২ টাকা ৬০ পয়সা

আটা

২৭ টাকা

২৫ টাকা

ময়দা

৩১ টাকা

২৯ টাকা ৬০ পয়সা

শ্যামবাজারের বাজারদর (পাইকারি)

২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

আলু

৯-৯.৫০ টাকা

৮-১০ টাকা

পেঁয়াজ (দেশি)

১৯-২১ টাকা

১৬-১৮ টাকা

পেঁয়াজ (ভারতীয়)

১৮-১৯ টাকা

১৭ টাকা

রসুন (দেশি)

১৩০-১৩৩ টাকা

১৩০-১৩২ টাকা

রসুন (চীন)

১৪০-১৪৫ টাকা

১৪০-১৪৫ টাকা

আদা (চীন)

৯৫-৯৭ টাকা

১০০ টাকা

খাতুনগঞ্জের বাজারদর (পাইকারি)

২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

চিনি

৪৪ টাকা ৪৮ পয়সা

৪৬ টাকা ৩৫ পয়সা

সয়াবিন

৭৭ টাকা ৯৭ পয়সা

৭৫ টাকা ৭০ পয়সা

পাম

৭৩ টাকা ৬৮ পয়সা

৭১ টাকা ৫৪ পয়সা

মসুর ডাল (দেশি)

৮৮ টাকা

৮৮ টাকা

মসুর ডাল (নেপাল)

৯৫ টাকা

৯৫ টাকা

মুগ ডাল (ভালো মানের)

৯৭ টাকা

৯৭ টাকা

ছোলা

৩৮.৮৫-৪০.১৯ টাকা

৩৮.৮৫-৪০.১৯ টাকা

মটর ডাল

২২.৮০-২৩ টাকা

২২.৮০-২৩ টাকা

পাহাড়তলীর চালের বাজারদর (পাইকারি)

২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

মিনিকেট (সিদ্ধ)

৩৪ টাকা ৪৩ পয়সা

৩৪ টাকা ৪৩ পয়সা

মিনিকেট (আতপ)

৩৩ টাকা ৪৯ পয়সা

৩৩ টাকা ৪৯ পয়সা

জিরাশাইল

৩৮ টাকা ১৮ পয়সা

৩৮ টাকা ১৮ পয়সা

পারিজা

৩২ টাকা ৯৫ পয়সা

৩২ টাকা ৯৫ পয়সা

স্বর্ণা (আতপ)

২৮ টাকা ১৩ পয়সা

২৮ টাকা ১৩ পয়সা

পাকিস্তানি আতপ

২৭ টাকা ৬০ পয়সা

২৭ টাকা ৬০ পয়সা

মোটা সিদ্ধ

২৯ টাকা

২৯ টাকা

১০৬ বছরেও কুমারী!

জীবনে কোনো দিন কোনো পুরুষ তাঁকে চুমুও খেতে পারেননি। ১০৫ বছর পেরিয়ে ব্রিটিশ এই নারী গতকাল শনিবার ১০৬ বছরে পা রেখেছেন। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য সান এ তথ্য জানিয়েছে।
ইসা ব্লাইদ নামের শতবর্ষী এই নারীর ভাইঝি শিনা ক্যাম্বেল গত শুক্রবার বলেছেন, ‘আমার জানা নেই ব্লাইদের মতো জীবনে কেউ এমনটি করেছেন। কোথাও এমন মানুষ খুঁজে পাওয়া যাবে বলেও মনে হয় না। তিনি কখনোই প্রেম অনুভব করেননি। কোনো পুরুষের সংস্পর্শে আসেননি। মাঝে মধ্যে শেরি মদ খান তিনি।’ ইসা ব্লাইদ মনে করেন, অবিবাহিত থাকাই তার এই বয়সেও শক্ত-সমর্থ থাকার পেছনের কারণ
নিয়মিত গির্জায় যেতেন ইসা ব্লাইদ। গির্জায় ধর্মসংগীতে অংশ নিতেন। গলফ খেলায় ছিলেন পারঙ্গম।
১৯০৪ সালে ব্লাইদের জন্ম। জন্মের পর থেকেই স্কটল্যান্ডের এডিনবরায় আছেন। হুইস্কি কোম্পানিতে ৩৫ বছর কাজ করেছেন। প্রতিষ্ঠানটির শীর্ষ পদে থাকায় চাকরিজীবনে খুবই ব্যস্ত থাকতে হয়েছে তাঁকে।
শিনা ক্যাম্বেল বলেন, ‘এত ব্যস্ততার মধ্যেও ব্লাইদ নিজেকে সবসময় গির্জার সঙ্গে সম্পৃক্ত রাখতেন। গির্জার ধর্মীয়সংগীত ছিল তাঁর খুবই প্রিয়। ফুলের ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্কটা ছিল বন্ধুর মতো।’ তিনি আরও বলেন, ‘জীবনে কখনো দুঃখ পেতে দেখিনি ব্লাইদকে। একজন চমৎকার মানুষ তিনি। তাঁকে দেখলে আপনার মনেই হবে না, তিনি একজন শতবর্ষী।’ টাইমস অব ইন্ডিয়া।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। দিবসটি উপলক্ষে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদনগরে (সাবেক মহিষখোলা) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে যশোরের কাশিপুর গ্রামে বীরশ্রেষ্ঠর মাজারে গার্ড অব অনার প্রদান করা হবে। বীরশ্রেষ্ঠর স্ত্রী ফজিলাতুন্নেছাসহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজন নড়াইল থেকে কাশিপুর গ্রামে মাজার জিয়ারত করতে যাবেন। সেখানেও কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ শেখ নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগর) জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের আজকের দিনে তিনি যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিন সঙ্গীকে বাঁচাতে নিজের জীবন উত্সর্গ করেন।

প্রথমবারের মতো ভর্তি ফরম পাওয়া যাবে অনলাইনে

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি ফরম অনলাইনে পাওয়া যাবে ও অনলাইনেই জমা দেওয়া যাবে। ভর্তি ফরমের এই টাকা ৮০৬টি ডাকঘরের মাধ্যমে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে কোনো ফরম পাওয়া যাবে না ও জমাও নেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আইনুল ইসলাম বলেন, বাংলাদেশে দ্বিতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এ বছরই প্রথমবারের মতো ভর্তির জন্য অনলাইনে ফরম পাওয়া যাবে ও অনলাইনেই তা জমা দেওয়া যাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা ডাকঘরের সঙ্গে চুক্তি করেছি, তারা ফরম বিক্রির টাকা আমাদের দিয়ে দেবে এবং শিক্ষার্থীদের একটি গোপন নম্বর দেবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ছবিসহ ফরম পূরণ করবেন এবং নির্ধারিত স্থানে গোপন নম্বরটি বসাবেন। নির্ধারিত স্থানে গোপন নম্বর দিয়ে পূরণ করলেই প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্রটি প্রিন্ট করে নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে ফরম পাওয়া যাবে। উপজেলা সদরের ডাকঘর ও শহরের ডাকঘরগুলোতে একটি বিষয়ের জন্য জমা দিতে হবে ৩০০ টাকা এবং একাধিক বিষয়ের জন্য দিতে হবে ৩৫০ টাকা। ডাকমাশুল দিতে হবে ২৭ টাকা। ক, খ, গ, ঘ ও ঙ ইউনিটে অভিন্নভাবে ফরম পূরণ করে জমা দিতে হবে। ভর্তি-সংক্রান্ত তথ্য ও নির্দেশিকা www.jkkniu.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

হাজারীবাগে বস্তিতে আগুন ৫০ ঘর পুড়েছে

রাজধানীর হাজারীবাগের চরগঘাটা লেনের বস্তিতে গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডে ৫০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ১০টার দিকে হাজারীবাগের চরগঘাটা লেনের বস্তির একটি ঘরে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের তা একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়ার (বেফাক) ৩৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর বিভিন্ন শ্রেণীতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। গড় পাসের হার ৬৫ শতাংশ। ফলাফলের সব তথ্য www.befaq-bd. com-এ ওয়েবসাইটে পাওয়া যাবে।
গতকাল শনিবার বেফাকের কার্যালয়ে বোর্ডের মহাসচিব মাওলানা আবদুল জব্বারের হাতে ফলাফলের বই তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল।

তাপে পাকে কাঁচা পেঁপে, খেজুরে পাখির বিষ্ঠা


বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করার পাশাপাশি তাপ দিয়েও কৃত্রিমভাবে পাকানো হচ্ছে অপরিপক্ব ফল। গতকাল শনিবার ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ফলের আড়তে এ কাজ করতে দেখেন।
আদালত কৃত্রিমভাবে পেঁপে পাকানো ও বিক্রি এবং খেজুরের মধ্যে পাখির বিষ্ঠা পাওয়া যাওয়ায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন। এছাড়া একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাপ দিয়ে পাকানো পেঁপে ও পচা খেজুর আদালতের নির্দেশে নষ্ট করে ফেলা হয়।
গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার শ্যামবাজার লালকুঠি এলাকার পাইকারি ফলের আড়তে অভিযান চালান। আদালত একে একে মেসার্স সিটি এন্টারপ্রাইজ, মেসার্স বাদশা এন্টারপ্রাইজ, মেসার্স ভাই ভাই এজেন্সি ও মামুন এন্টারপ্রাইজে অভিযান চালান। প্রতিটি আড়তে কৃত্রিমভাবে পেঁপে পাকাতে দেখেন আদালত।
আড়তগুলোতে প্রতিটি পেঁপে কাগজে মুড়িয়ে স্তূপাকারে রাখা হয়। পরে মাঝখানে মাটির পাত্রে কাঠের টুকরো জ্বালিয়ে তাপ দেওয়া হয়। এতে মাত্র ২৪ ঘণ্টায় কাঁচা ও অপরিপক্ব পেঁপে পাকা রং ধারণ করে।
সিটি এন্টারপ্রাইজের মালিক খোরশেদ আলম কোনো ধরনের রাসায়নিক দেওয়ার কথা অস্বীকার করে আদালতকে বলেন, তাঁদের আড়তে পেঁপেগুলোতে তাপ দেওয়া হয় মাত্র। তিনি বলেন, পেঁপে গাছ থেকে তোলার সময় চাষি বা পাইকারেরা রাসায়নিক পদার্থ দিয়ে থাকতে পারে। খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, পেঁপে পাকা রং করাতেই তাপ দেওয়া হয়। ভালো রং ছাড়া খুচরা বিক্রেতারা তাঁদের কাছ থেকে কিনতে চান না।
মামুন এন্টারপ্রাইজের মালিক নূর ইসলাম বলেন, রোজার সময় বেশি লাভের জন্য তাঁরা কৃত্রিম উপায়ে পেঁপে পাকান।
কৃত্রিম উপায়ে পেঁপে পাকানোর অভিযোগে আদালত সিটি এন্টারপ্রাইজ ও মামুন এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা করে এবং বাদশা এন্টারপ্রাইজ ও ভাই ভাই এজেন্সিকে এক লাখ টাকা করে জরিমানা করেন। তাপ দেওয়া কাঁচা পেঁপে জব্দ করেন আদালত। পরে তা ডেমরার ডাম্পিং স্টেশনে নষ্ট করা হয়।
আদালত ওয়াইজঘাট এলাকার ফলের আড়ত মেসার্স রাসেল এন্টারপ্রাইজে অভিযান চালান। সেখানে মজুদ বিপুল পরিমাণ খেজুরের অধিকাংশ দেখা যায় পচা। এই খেজুরের মধ্যে বেশ কিছু পাখির বিষ্ঠাও পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জহিরুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পাখির বিষ্ঠা থাকার কথা আদালতের কাছে স্বীকার করে জহিরুল ইসলাম বলেন, ওই খেজুর মধ্যপ্রাচ্য থেকে এসেছে। কীভাবে এর মধ্যে পাখির বিষ্ঠা এল তা তাঁদের জানা নেই। রাসেল এন্টারপ্রাইজ থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা খেজুর জব্দ করা হয় এবং তা ডাম্পিং স্টেশনে নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ফরমালিন ব্যবহার করা হচ্ছে কি না তা দেখতে বাদামতলীর একটি ফলের দোকানেও ঢুকেছিলেন। তবে পরিবেশ অধিদপ্তরের দুজন কর্মকর্তা সেখানকার কিছু আঙুর ও আপেল পরীক্ষা করে ফরমালিনের অস্তিত্ব পাননি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আল-আমীন বলেন, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুযায়ী এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতকে সহায়তা করেন বিএসটিআইয়ের তিনজন কর্মকর্তা ও র‌্যাব ১০-এর একটি দল।

মাস্টার্স ১ম পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশন তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের মাস্টার্স ১ম পর্ব কোর্সে (প্রাইভেট) রেজিস্ট্রেশনের আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে।
যোগ্যতা : ক) ২০০৮ সাল অথবা তার আগে ডিগ্রি (পাস) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ২০০৯ সালের মাস্টার্স ১ম পর্ব কোর্সে (প্রাইভেট) রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার যোগ্য।খ) ডিগ্রি (পাস) পরীক্ষায় উত্তীর্ণসহ ২০০৮ সাল অথবা তার আগে সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ২০০৯ সালের মাস্টার্স ১ম পর্ব কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার যোগ্য। তবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অর্জিত ফাজিল বা কামিল ডিগ্রি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাজিল বিএ (স্পেশাল) সনদ গ্রহণযোগ্য নয়। গ) বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উল্লিখিত যোগ্যতা থাকা সাপেক্ষে ও বিভাগীয় প্রধানের অনুমতিক্রমে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে মাস্টার্স ১ম পর্ব কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার যোগ্য। ঘ) উল্লিখিত শর্তাবলি যথাযথভাবে পূরণ এবং উত্তম আচরণের প্রত্যয়নপত্র প্রদান সাপেক্ষে কারাবন্দীরাও নিচের শর্তে উক্ত কোর্সে প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার যোগ্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে এ বিষয়ে অনুমতি গ্রহণ করতে হবে। অন্যান্য যাবতীয় বিধি/নিয়মাবলি বন্দীদের বেলায় অপরিবর্তিত থাকবে।
বিষয় নির্বাচন: ক) মাস্টার্স ১ম পর্ব কোর্সে (প্রাইভেট) রেজিস্ট্রেশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, পালি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স। খ) ব্যবহারিক ক্লাস বা মাঠকর্মসম্বলিত বিষয়ে মাস্টার্স ১ম পর্ব কোর্সে প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন গ্রহণযোগ্য নয়।
গ) বিষয় নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ডিগ্রি (পাস) পর্যায়ে পঠিত অথবা সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ বিষয় নির্বাচন করা যাবে।
ঘ) ডিগ্রি (পাস) কোর্সে পঠিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সমগোত্রীয় বিষয় হিসেবে ইতিহাস বিষয়টি গণ্য করা যাবে।
রেজিস্ট্রেশনের শর্তাবলি : ক) উক্ত কোর্সে একজন প্রাইভেট পরীক্ষার্থী রেজিস্ট্রেশনের আবেদন করার সময় কোনো পরীক্ষাকেন্দ্র নির্বাচন করার পর পরবর্তী সময়ে কেন্দ্র পরিবর্তনের অনুমতি দেওয়া যাবে না। তা ছাড়া প্রাইভেট পরীক্ষার্থীরা যে বিষয়ে রেজিস্ট্রেশনের আবেদন জমা দেবেন, পরবর্তী সময়ে সে বিষয় পরিবর্তন করা যাবে না।
খ) মাস্টার্স ১ম পর্ব কোর্সের (নিয়মিত) জন্য নির্ধারিত পাঠ্যসূচি প্রাইভেট পরীক্ষার্থীদের হুবহু অনুসরণ করতে হবে। গ) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষাসংক্রান্ত সব বিষয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত মেনে নিতে হবে।
ঘ) মাস্টার্স ১ম পর্ব (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ বিরতিহীনভাবে ৩ (তিন) শিক্ষাবর্ষ। মাস্টার্স ১ম পর্ব পাসের পর মাস্টার্স শেষ পর্বের জন্য পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। কোনোক্রমেই রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি বা নবায়ন করা হবে না। ঙ) মাস্টার্স ১ম পর্ব কোর্সে (নিয়মিত) ভর্তিকৃত শিক্ষার্থী প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার অযোগ্য। তা ছাড়া কোনো শিক্ষার্থী একই সময়ে একাধিক কোর্সে কিংবা একাধিক বিশ্ববিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অধ্যয়ন করলে দ্বৈত ভর্তিজনিত কারণে উক্ত শিক্ষার্থীর ভর্তি ও ফলাফল বাতিল বলে গণ্য হবে।
আবেদন করার নিয়মাবলি: কলেজ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক স্নাতকোত্তর ১ম পর্ব কোর্সে (প্রাইভেট) ২২/৮/২০১০ তারিখ থেকে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের নিচের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে: ভর্তির আবেদন ফরম পূরণের জন্য প্রযোজ্য ওয়েবসাইট: www.nu-bbs.info কম্পিউটারে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি, নির্ধারিত আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে কলেজ থেকে রিসিভ কপি সংগ্রহ করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন ভর্তির অযোগ্য। # বিস্তারিত তথ্যের জন্য www.nu.edu.bd অথবা www.nu-bbs.info ওয়েবসাইট দেখতে হবে।
কম্পিউটারে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপির সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে: ক) এসএসসি/সমমান, এইচএসসি/ সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটো কপি।খ) ডিগ্রি (পাস) পরীক্ষা পাসের মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটো কপি। গ) জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি (পাস) পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে গৃহীত মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটো কপি।ঘ) সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ অথবা গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদ এবং পাঠবিরতি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)। ঘ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি (পাস) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডিগ্রি (পাস) কোর্সের মূল রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটো কপি।চ) সদ্য তোলা পাসপোর্ট আকারের দুই কপি সত্যায়িত ছবি। ছ) প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত প্রার্থীদের ‘শিক্ষা ছুটি দেওয়া হবে’ মর্মে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র।
মাস্টার্স ১ম পর্ব কোর্সে (প্রাইভেট) রেজিস্ট্রেশন ও অন্যান্য বাবদ ধার্যকৃত ফি: আবেদন ফি: ১০০/- (এক শ) টাকা, রেজিস্ট্রেশন ফি: ৪৫০/- (চার শ পঞ্চাশ) টাকা, বিলম্ব-ফিসহ রেজিস্ট্রেশন ফি: ৮০০/- (আট শ) টাকা
ভর্তির সময়সূচি: ক) বিলম্ব-ফি ছাড়া অনলাইন আবেদনের কম্পিউটার-প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমাপূর্বক ভর্তির শেষ তারিখ: ৪/১১/২০১০। শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ৪৫০/- টাকা হারে ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ: ৭/১১/২০১০। ব্যাংক ড্রাফট, অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি, আনুসঙ্গিক কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক (মাস্টার্স) শাখায় জমা দেওয়ার শেষ তারিখ: ৮/১১/২০১০ খ) বিলম্ব-ফিসহ অনলাইন আবেদনের কম্পিউটার-প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমাপূর্বক ভর্তির শেষ তারিখ: ২৫/১১/২০১০। বিলম্ব-ফিসহ শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি মোট ৮০০/- টাকা হারে ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ: ২৮/১১/২০১০, বিলম্ব-ফিসহ ব্যাংক ড্রাফট, অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি ও আনুসঙ্গিক কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক (মাস্টার্স) শাখায় জমা দেওয়ার শেষ তারিখ: ২৯/১১/২০১০।

নিচের ৪৭টি কলেজে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে:
১. ঢাকা কলেজ, ঢাকা
২. ইডেন মহিলা কলেজ, ঢাকা
৩. সরকারি তিতুমীর কলেজ, ঢাকা
৪. কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা
৫. ঢাকা সিটি কলেজ, ঢাকা
৬. তেজগাঁও কলেজ, ঢাকা
৭. লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা
৮. মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা
৯. শেখ বোরহানুদ্দিন কলেজ, ঢাকা
১০. হাবীবুল্লাহ বাহার কলেজ, ঢাকা
১১. সরকারি বাঙলা কলেজ, ঢাকা
১২. সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
১৩. নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা
১৪. আবুজর গিফারী কলেজ, ঢাকা
১৫. বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, ঢাকা
১৬. সরকারি নাজিমুদ্দিন কলেজ, মাদারীপুর
১৭. সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল
১৮. সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
১৯. সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
২০. টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর
২১. ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর
২২. আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
২৩. সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর
২৪. নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী
২৫. সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ
২৬. নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা
২৭. সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ
২৮. রাজশাহী কলেজ, রাজশাহী
২৯. সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া
৩০. দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
৩১. কারমাইকেল কলেজ, রংপুর
৩২. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
৩৩. সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ
৩৪. নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ
৩৫. চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম
৩৬. চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম
৩৭. ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা
৩৮. এম.সি কলেজ, সিলেট
৩৯. চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর
৪০. হাজী মুহাম্মদ মোহসীন কলেজ, চট্টগ্রাম
৪১. নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী
৪২. সরকারি বিএম কলেজ, বরিশাল
৪৩. বিএল কলেজ, খুলনা
৪৪. এমএম কলেজ, যশোর
৪৫. কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
৪৬. লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর
৪৭. পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী।