Tuesday, August 31, 2010

 মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স

জনপ্রিয় ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের মোবাইল ফোনে ব্যবহার-উপযোগী নতুন সংস্করণ বাজারে ছেড়েছে। ফেনেক নামের দ্বিতীয় এ সংস্করণে যুক্ত হয়েছে নতুন বৈশিষ্ট্য। নতুন এই সংস্করণটি নকিয়া এন ৯০০ এবং মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডের সর্বশেষ সংস্করণচালিত মোবাইল ফোনে কাজ করবে।
বাজারে আসা নতুন এ সংস্করণটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নতুন এ সংস্করণের নানা ধরনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর অবস্থানের ওপর ভিত্তি করে অবস্থান জানা, যেকোনো সাইটকে পিডিএফ আকারে সংরক্ষণসহ অনেক কিছুই। এ ছাড়া যেকোনো তথ্য সরাসরি সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটারে সহজে শেয়ার করা যাবে।
ফেনেকে নানা সুবিধার মধ্যে অন্যতম হচ্ছে, কম্পিউটারের ফায়ারফক্স ব্রাউজারের বুকমার্ক, সংরক্ষণ করা গোপন নম্বর ইত্যাদি সব কিছু মোবাইলে ব্যবহারের সময় ইমপোর্ট করে নেওয়া যায়। তবে সব মোবাইল ফোনে এ সফটওয়্যার ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কয়েকটি মোবাইল ফোনেই ফেনেক ব্যবহার করা যাচ্ছে। তবে শিগগির ইন্টারনেট ব্যবহার-উপযোগী মোবাইল ফোনেও এ সেবা পাওয়া যাবে বলে জানা গেছে।

৬৪টি জেলাতে বিশ্বকাপের টিকিট

দেশজুড়ে ৬৪টি জেলাতে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ আসরের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি)। টুর্নামেন্টের পরিচালক আলী আহসান বাবু এ প্রসঙ্গে বলেন, আইসিসি’র অতিথি ও অফিসিয়ালদের জন্য আমরা কিছু টিকিট দিয়েছি। এছাড়া ৫ ভাগ টিকিট একটি পর্যটন কোম্পানি নিয়েছে আইসিসি’র মাধ্যমে।
বাকি টিকিট আমরা দেশজুড়ে ৬৪টি জেলাতেই বুথ বসিয়ে বিক্রির ব্যবস্থা করবো। মিরপুর স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৬ হাজার ৬শ’, চট্টগ্রামে ১৬ হাজার ৪শ’ আর ফতুল্লায় ১৮ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবে। এতো অল্প ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের আমরা এত দর্শক জায়গা দেবো কি করে? শুধু বাংলাদেশের দর্শকদের কথা ভাবলেই চলবে না, বিদেশীদের কথাও আমাদের ভাবতে হচ্ছে। ৬৪টি জেলাতে আমরা জেলার মূল শহরে একটি বুথ বসানোর কথা চূড়ান্ত হয়ে গেছে।

Monday, August 30, 2010

বিশেষ মূল্যে ল্যাপটপ

কোর আই৩ এবং কোর আই৫ সমৃদ্ধ নতুন মডেলের সনি ভায়ো ইএ-১৫ এফজি, ইবি২৫ এফজি এবং ইএ১৬ এফজি ল্যাপটপ পাওয়া যাচ্ছে রিশিত কম্পিউটার্সে। নতুন মডেলের এসব ল্যাপটপে রয়েছে ৩২০ এবং ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ পর্দা, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, কার্ডরিডার ইত্যাদি সুবিধা। রমজান উপলক্ষ্যে বিশেষ মূল্যে রিশিতের ঢাকা ও চট্টগ্রাম শো-রুমে ল্যাপটপ পাওয়া যাবে।

একাধিক সংযোগের মোবাইল ফোন

নকিয়া বাংলাদেশে সি১-০০ সেট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, যা প্রথম নকিয়া মোবাইল ফোন যেটিতে দুটি সিম ব্যবহার করা যাবে। এ মোবাইল ফোনে ছয় সপ্তাহ পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাটারি সুবিধা ছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড ফ্ল্যাশ লাইট, এফএম রেডিও, হেডফোন জ্যাক ইত্যাদি সুবিধা। নকিয়া এমার্জিং এশিয়ার অ্যাকটিং হেড অব মার্কেটিং সাজিদ রিজওয়ান মতিন বলেন, ‘পছন্দ করার অধিকারকে সম্মান জানিয়ে আমরা এই ফোনসেট বাজারে এনেছি। নতুন এ মোবাইল ফোনের দাম দুই হাজার ৭৯০ টাকা।

নতুন ল্যাপটপ বাজারে

স্যামসাংয়ের আর-৪৩৯ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এতে রয়েছে ইন্টেল কোর-আই-৩ প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর-৩ র‌্যাম, ১৪ ইঞ্চি এলইডি হাই ডেফিনেশন পর্দা, ইন্টেল জিএমএ হাই ডেফিনেশন ইন্টারনাল গ্রাফিক্স, ৫৪০০ আরপিএমের ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, সুপার মাল্টি ডুয়াল লেয়ার, মডেম, ১০/১০০ ল্যান, ৮০২.১.১ বিজি/এস, হেডফোন আউটপুট, ওয়েবক্যাম, থি-ইন-ওয়ান কার্ড রিডার, টাচ প্যাড, ৬ সেল স্মার্ট লিথিয়াম আয়ন ব্যাটারি, ব্যাকআপ চার ঘণ্টা, ফ্রি ডস, ক্যারিং কেস ইত্যাদি। দাম ৪৭ হাজার টাকা

বাজারে নতুন পেন ড্রাইভ

এ-ডেটা ব্র্যান্ডের ক্লাসিক সিরিজের সি-৮০২ মডেলের নতুন পেন ড্রাইভ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। হালকা ও সরু আকৃতির এই পেন ড্রাইভ দিয়ে ডকুমেন্ট, ফটো, প্রেজেন্টেশন, ভিডিও এবং মিউজিক ফাইল বা বিভিন্ন প্রয়োজনীয় ডেটা অনায়াসে আদান-প্রদান করা যায়। ক্যাপলেস ডিজাইনের এই পেন ড্রাইভে রয়েছে সুইচ, যার মাধ্যমে ইউএসবি কানেক্টরটিকে কভারের মধ্যে ঢুকিয়ে সুরক্ষিত রাখা যায়। এটি ইউএসবি ২.০ ইন্টারফেসের পাশাপাশি ইউএসবি ১.১ সমর্থন করে। বর্তমানে সি-৮০২ মডেলের ৪ গিগাবাইট এবং ৮ গিগাবাইট পেন ড্রাইভের দাম যথাক্রমে ৭০০ টাকা এবং এক হাজার ৩৫০ টাকা।

যন্ত্রাংশের দাম কমেছে

ঈদের কেনাকাটার প্রভাব পড়েছে কম্পিউটার বাজারেও।চলতি সপ্তাহে কম্পিউটার যন্ত্রাংশের দাম কিছুটা কমও দেখা যাচ্ছে। বহনযোগ্য হার্ডডিস্ক, প্রসেসর এবং প্রিন্টারের দাম বেশকমেছে।গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো:
প্রসেসর: ইন্টেল কোর আই ৭ (২.৮ গি.হা.) ২৪৫০০ টাকা, ইন্টেল কোর আই ৫ (২.৬৬ গি.হা.) ১৬০০০ টাকা, ইন্টেল কিউ ৯৫০৫ (২.৮৩ গি.হা.) ১৭০০০ টাকা, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা. ২৯০০ টাকা। ইন্টেল কোর আই ৩ ২.৯৩ গি.হা. ৯২০০ টাকা কোর আইথ্রি ৩.০৬ গি.হা. ৯৮০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ২.৭ ৫২০০ টাকা। ইন্টেল কোর টু কোয়াড ৮৮০০-১৩৩০০ টাকা; ২.৬৬ গি.হা. ১২৫০০ টাকা। ইন্টেল কোর টু ডুয়ো কেরাজ ই ৭৫০০ ২.৯৩ গি.হা. ৮৭০০ টাকা। মাদারবোর্ড: ইন্টেল ডিপি ৫৫ ডব্লিউবি (ডিডিআরএ) ৯৫০০ টাকা, ইন্টেল ডিএইচ ৫৫ এইচসি ৯৭০০ টাকা। গিগাবাইট এইচ ৫৫-এমএইচটুএইচ (ডিডিআর ৩) ৭৭০০ টাকা। ইন্টেল ডিজি৪৫ এসজি ১০৭০০ টাকা, ইন্টেল ডিজি ৪৫আইডি ৮১০০ টাকা। ডিজি৪১আরকিউ ৪৬০০ টাকা। ৪১টিওয়াই ৫৬০০ টাকা। ইন্টেল ৪৩জিটি ৬৬৫০ টাকা। গিগাবাইট জি ৪১ ইন্টেল টিপসেট ৪৩০০ টাকা। আসুস জি৪১ ৪৩০০ টাকা। ফক্সকন জি৩১ এমভি ৩২৫০ টাকা, এইচ৫৫ এমএক্সভি ৫৮০০ টাকা। র‌্যাম: ২ গি.বা. ডিডিআর-২ ৩৪০০ টাকা। ১ গি.বা. ডিডিআর টু ১৭৫০ টাকা; ২ গি.বা. ডিডিআর ৩ ৪৫০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ১৬০ গি.বা. (৭২০০ আরপিএম) ২৭৫০ টাকা। ৩২০ গি.বা. ৩৩০০ টাকা। ৫০০ গি.বা. ৩৭০০ টাকা। ১ টেরাবাইট ৬২০০ টাকা। পেনড্রাইভ: ২ গি.বা. ৫০০ টাকা; ৪ গি.বা. ৭০০ টাকা; ৮ গি.বা. ১৩০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১৫.৬'' ৭৮০০ টাকা। ফিলিপস ১৮.৫'' ৮৮০০ টাকা; ডেল ১৮.৫'' ৮৬০০ টাকা। স্যামসাং ১৮.৫'' ৯২০০ টাকা। এলজি ১৮.৫'' ৮৭০০ টাকা। এইচপি ১৮.৫'' ৯৫০০ টাকা। স্যামসাং ২১.৫'' ১২৮০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট জিভি ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৭০০ টাকা। গিগাবাইট পিসিআই এক্সপ্রেস ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৫০০ টাকা। স্যাফায়ার (এইচডি ৪৩৫০) ১ গি.বা. ৪,১০০, এইচডি ৩৪৫০ ৫১২ মে.বা. ৩২০০ টাকা। পিসিআই এক্সপ্রেস ৪৫৫০ এইচডি ৫১২ মে.বা. ৪৬০০ টাকা, এক্সএফএস এক্সপ্রেস ১ গি.বা জিএফ ৯৪০০ জিটি ৪৩০০ টাকা। ফক্সকন জিফোর্স পিসিআই ১০,৫০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: সামসাং ৫২x২৪x৫২এক্স ১৭৫০ টাকা এবং আসুস ৫২x৩২x৫২এক্স ২১০০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ১৯০০ টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৮এক্স ১৪৫০ টাকা, ১৩৫০ টাকা এবং বেনকিউ ১৬ এক্স ১৩৫০ টাকা। কেসিং: ১৫০০ থেকে ৩০০০ টাকা। মাউস: ১৫০ থেকে ৯০০ টাকা। কিবোর্ড: সাধারণ ২৫০ থেকে ৩৫০ টাকা। মাল্টিমিডিয়া ৬০০ টাকা। স্পিকার: ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫: ১) ৫৩০০ টাকা, (৭: ১) ৯৮০০ টাকা, (৪: ১) ৪৫০০ টাকা, (২: ১) ২৭০০ টাকা। মাইক্রোল্যাব (২: ১) ১৩৫০ থেকে ২৪০০। মাইক্রোল্যাব (২: ১) ১৭০০ থেকে ১৮০০ টাকা, (৫: ১) ৪৫০০ টাকা, ক্রিয়েটিভ এসবিএস (এ৩০০) ২৫০০ টাকা, ডিলাক্স (২:১) ১৭০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮১৬ (২: ১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮১২ (২: ১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮০৫ (২: ১) ১৩০০। জিপিআরএস মডেম: আসুস ইউএসবিটি ৭১০০ টাকা, মোবিডাটা ২৮০০-৪২০০ টাকা (ইউএসবি)। টিভিকার্ড: এভারমিডিয়া এক্সটারনাল (ইউএসবি) ৪৫০০ টাকা ও ইন্টারনাল ৩২০০ টাকা, গেডমি (ইউএসবি) টিভিকার্ড ২১০০, রিয়ালভিউ এক্সটারনাল (এলসিডি) ২০৫০ টাকা ও গেড মি (এলসিডি) ২০০০ টাকা। কে-ওয়ার্ল্ড ২৭০০ টাকা। প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি ২৭৭০ ৩১০০ টাকা, এইচপি ১৬৬০ ডেস্কজেট ২৮৫০ টাকা, এপসন সি ৫৯ ৩৫০০ টাকা, এইচপিসি পি (লেজার) ১০০৫, ৯৫০০ টাকা; ব্রাদার এইচএল ২১৪০-৭৫০০ টাকা। এমএফসি ৭৩৪০ থেকে ২৩৫০০ স্যামসাং এমএল ১৬৪০ (লেজার) ৬০০০। ডিজিটাল ফটোফ্রেম: ট্রানসেন্ড ৮৫০০, জিনিয়াস ৭৫০০ টাকা। পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড (২৫০ গি.হা) ৫১০০ টাকা, (৩২০ গি.হা) ৫৬০০ টাকা, (৫০০ গি.হা) ৭৫০০ টাকা, (১ টি বি) ১৯৫০০ টাকা। ইউপিএস: ৬৫০ ভিএ ২৬০০ টাকা, ৮০০ ভিএ ৩০০০ টাকা, ১২০০ ভিএ ৫২০০ টাকা, ২ কেভিএ ১০৫০০ টাকা। রেডফক্স ৬৫০ভিএ ২৮০০ টাকা। অ্যান্টি ভাইরাস: নরটন সিঙ্গেল ইউজার ১১০০ টাকা। ক্যাসপারস্কি সিঙ্গেল ১০৯৯ টাকা। থ্রি ২১৯৯ টাকা।
এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে যন্ত্রাংশ সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।

নতুন প্রজেক্টর বাজারে

স্যামসাংয়ের এসপি-পি৪১০এম মডেলের মাল্টিমিডিয়া প্রজেক্টর বাজারে এনেছে ইনডেক্স আইটি লিমিটেড। এতে আছে ডিএলপি প্রযুক্তি, এলইডি ল্যাম্প, ইউএসবি পোর্ট ইত্যাদি। এর ওজন ৯৫০ গ্রাম। দাম ৬০ হাজার টাকা

জিমেইলে যোগ হলো ফোন করার সুবিধা

জনপ্রিয় অনলাইন ই-মেইল সেবা জিমেইলে এবার যোগ হয়েছে ফোন করার সুবিধা। গুগল জিমেইলে এ সেবা যুক্ত করে বিশ্বজুড়ে চমক ফেলে দিয়েছে। ই-মেইল ব্যবহারের পাশাপাশি নতুন এ সেবা পেয়ে গ্রাহকেরাও উচ্ছ্বসিত।
ফোন করার এ সেবাটি চালুর প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ১০ লাখেরও বেশি কল করা হয়েছে। শুরুতে দুটি দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার গ্রাহকেরা এ সেবার মাধ্যমে বিনা মূল্যে ফোন করার সুবিধা পাচ্ছে। এ ছাড়া অন্য সব দেশের জিমেইল ব্যবহারকারীদের জন্য কম খরচে কথা বলার সুযোগ থাকছে।
জিমেইলে থেকে সরাসরি ফোন করার এ সেবাটি অনেকটা ইন্টারনেট ফোন করার সফটওয়্যার স্কাইপের মতো। ব্যবহারকারীদের সুবিধার্থে জিমেইল ইনবক্সের বাঁ দিকের চ্যাট অপশনের নিচে যুক্ত হয়েছে ‘কল ফোন’ নামের অপশন। যেখানে ক্লিক করলেই একটি নম্বর প্যাড আসে, যেখান থেকে কাঙ্ক্ষিত নম্বর দিয়ে কল করা যাবে সহজে।download this software
Download link: Call phone

Saturday, August 28, 2010

পরীক্ষা ছাড়া বাজারে গরু জবাই না করার নির্দেশ

সিরাজগঞ্জের কোথাও পরীক্ষা-নিরীক্ষা ও প্রাণীসম্পদ বিভাগের সনদপত্র ছাড়া গরু-ছাগল জবাই করা যাবে না বলে ঘোষণা করেছেন মত্স্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। আজ শুক্রবার দুপুরে অ্যানথ্রাক্স-উপদ্রুত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাঁকী গ্রাম পরিদর্শনের পর এক উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ ঘোষণা দেন। প্রাণীসম্পদের উন্নয়নের স্বার্থে প্রাণী বীমা চালুর আশ্বাসও দেন তিনি।
আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ আছে। অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সঠিক চিকিত্সাতে এ রোগ সম্পূর্ণ ভাল হয়ে যায়।’
আব্দুল লতিফ বিশ্বাস বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রাণী সম্পদের বিকল্প নেই। তাই সরকার এই সম্পদ রক্ষায় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
এদিকে আজ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে মিল্কভিটার আওতাধীন নুকালী গ্রামের ইব্রাহীম হোসেনের দুটি গরু অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা গেছে। ক্ষুদ্ধ এলাকাবাসী বলেছে, মিল্কভিটা কর্তৃপক্ষ সময়মতো সঠিকভাবে টিকা দেওয়া হলে গরুদুটি মারা যেতো না।
শাহজাদপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, মৃত গরু দুটোর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ আঞ্চলিক প্রাণী গবেষণাগারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরু দুটি অ্যানথ্রাক্স (তড়কা) আক্রান্ত হয়ে মারা গেছে। পশুদুটোকে মাটি চাপা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মিল্কভিটার ব্যবস্থাপক (সমিতি) এএফএম ইদ্রিছ আলী বলেন, মৃত দুই গরুর মধ্যে বকনা বাছুরটি পাঁচ মাস আগে হাট থেকে কেনা ছিলো। তাকে কোনো প্রতিষেধক দেওয়া হয়নি। তবে ষাঁড়টিকে চারদিন আগে প্রতিষেধক দেওয়া হয়েছিলো। এদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষা করা দরকার।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান এ জন্য মিল্কভিটাকে দায়ী করেন। তিনি বলেন, ‘মিল্কভিটার চিকিত্সকদের গাফিলতির কারণেই গরু দুটির মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। যদি মিল্কভিটার চিকিত্সকরা ঠিক সময়ে প্রতিষেধক দিতেন তাহলে গরু দুটোর মৃত্যু হতো না।’