২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য রেকর্ড সংখ্যক ২৫৯টি মনোনয়ন দেয়া
হয়েছে। ২০৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫০টি সংগঠন এ তালিকায় স্থান করে নিয়েছে। এ
বছরের অক্টোবরে অসলোয় নোবেল বিজয়ী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানসমূহের নাম
ঘোষণা করা হবে। আর বিশিষ্ট ব্যক্তিবর্গের সে তালিকায় থাকছেন পাকিস্তানের
মালালা ইউসুফজাই ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গতকাল নোবেল
ইনস্টিটিউটের এক ঘোষণায় এ তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা
এএফপি। এর আগে ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ২৪১
জন। তবে এবার সে রেকর্ডও ছাড়িয়ে গেছে।