Wednesday, August 31, 2011

আমেরিকায় ঈদ উদযাপিত

 
উত্তর আমেরিকার সর্বত্র আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় নিউইয়র্কসহ বড় বড় নগরীর মসজিদ থেকে কাল ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় আইরিনের তাণ্ডব থাকায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন প্রস্তুতিতে কিছুটা ভিন্নতা ঘটেছে। দূর-দূরান্তের রাজ্যগুলো থেকে লোকজন ছুটে এসেছেন নিউইয়র্কে। দেশের মতো ঈদ উদযাপনের প্রস্তুতি সর্বত্র। যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও মুসলমানেরা প্রধান উত্সব ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন যে যার সাধ্য-মত।
নিউইয়র্কে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে খোলা মাঠে। আবহাওয়া অনুকূল থাকায় জ্যামাইকা, ম্যানহাটন, ব্রুকলিন, জ্যাকসন হাইটস ও অ্যাস্টোরিয়ায় একাধিক জামাত অনুষ্ঠিত হচ্ছে। এ সব স্থানে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

এলো খুশির ঈদ [ EID MUBARAK] -- [BoUnDoLa.CoM]


এক মাসের সংযম আর সিয়াম সাধনা শেষে আবার এসেছে ঈদ। আজ বুধবার দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা মেতে উঠবেন ঈদের আনন্দে। ঈদের আনন্দ উপভোগ করতে সব শ্রেণী-পেশার মানুষ যার যার সাধ্যমতো প্রস্তুতি নিয়েছেন। এখনো বাড়ির পথে অনেকে। তবে রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে ভিড় ছিল অনেক কম। সৌদি আরবের সঙ্গে মিল করে কালও দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে।
ঈদে রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে একাধিক জামাত হবে। প্রতিবারের মতো এবারও হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে রাজধানীর প্রধান ঈদের জামাত হবে। ঈদের জামাতের সময় যান চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো ও মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য গাড়ি রাখার স্থান নির্দিষ্ট করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে সবার সঙ্গে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
বরাবরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রতিবছর তিন লাখেরও বেশি মুসল্লি এই মাঠে একসঙ্গে নামাজ আদায় করেন। এরইমধ্যে দেশের ও দেশের বাইরে থেকে অনেকেই কিশোরগঞ্জে পৌঁছেছেন। দেশের সর্ববৃহত্ ঈদের জামাতকে কেন্দ্র করে শোলাকিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
নামাজের পর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেত্রী ও রাজনৈতিক অঙ্গনের নেতারা। এদিকে ঈদে সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। রাজধানীতে বনানী থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়কগুলোও ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সাজানো হয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হবে।
ঈদ উপলক্ষে রেডিও, টেলিভিশনগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালার।

Tuesday, August 30, 2011

গণনা নির্ভুল

এটিএন বাংলায় ঈদের আগের দিন সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক গণনা নির্ভুল। লিখেছেন আহসান হাবিব, পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, আল মনসুর, ঝুনা চৌধুরী, আনিসুর রহমান মিলন, নিসা, ভাবনা প্রমুখ। নিজের পছন্দের মেয়েকে পাওয়ার জন্য হস্তরেখাবিদ বন্ধুর কাছে যায় ছেলেটি। বন্ধু হাত দেখে বলে দেয়, ‘যাকে তুই ভালোবাসবি, তাকে কখনো বিয়ে করতে পারবি না’। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা। সে ওই মেয়েকেই বিয়ে করবে। একসময় সফলও হয়। বিয়ের পর দেখা যায়, হস্তরেখাবিদ বন্ধুর গণনা নির্ভুল

অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে সালমান

কয়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন চলছে সালমান খান গুরুতর অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এবার সালমান নিজেই মুখ খুললেন। তিনি বলেন, ‘হূদরোগজনিত কোনো সমস্যা আমার নেই। সমস্যাটা হয়েছে স্নায়ুতে। যার কারণে মাথা, চোয়াল ও গালে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এমনই ব্যথা যে নাওয়া-খাওয়া হারাম হওয়ার জোগাড়।’ জানা গেছে, অস্ত্রোপচারের জন্য গত শনিবার তিনি যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন। শারীরিক সমস্যার পরও সালমানের পেশাদারি মনোভাব দেখে অনেকে বিস্মিত। ৩১ আগস্ট মুক্তি পাচ্ছে সালমানের বহুল প্রতীক্ষিত ছবি বডিগার্ড। কদিন ধরে নাওয়া-খাওয়া ভুলে ছবির প্রচারে ব্যস্ত সময় কাটছিল। চোয়ালে প্রচণ্ড ব্যথা নিয়েও তিনি ছবির প্রচার চালিয়ে গেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। হিন্দুস্তান টাইমস।

সবচেয়ে বড় কলম ভারতে

কথায় আছে অসি বড় না কলম বড়! এক্ষেত্রে কলম। নিজামাবাদের বাসিন্দা এমএসআচার্য নামের এক লেখাপড়া অন্তপ্রাণ মানুষ এই উদ্যোগের নেপথ্য কারিগর। তিনি যে বিশাল আকারের কলমটি বানিয়েছেন সেটি তলোয়রের চেয়েও পাঁচ-ছয় গুণ বেশি লম্বা। লম্বায় ষোল ফুট, কলমটির ওজন চলি্লশ কেজি এবং চওড়ায় এটি এক ফুট। পৃথিবীর সবচেয়ে বড় এই কলমের নাম 'ভারতীয়া পালি' অর্থাৎ 'ভারতের কলম'। পেশায় সমাজবিদ্যার শিক্ষক আচার্য বলেন 'কলমটি ভারত সরকারকে সম্মান প্রদর্শনের জন্য তেরি করা হয়েছে। কারণ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে'। কলমের বাইরের অংশ অলঙ্করণ করেছেন হায়দরাবাদের রত্নম ও মালিকারাজন নামের দুই শিল্পী।

নতুন পথে প্রমিথিউস

অডিও শিল্পে একদিকে পাইরেসি, অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান এবং শিল্পীদের সম্পর্ক নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন নতুন পথে যাত্রা শুরু করেছে ব্যান্ড প্রমিথিউস। প্রমিথিউস এবার নিজেদের গানগুলো ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ডাউনলোড করার সুযোগ করে দিয়েছে ভক্ত ও শ্রোতাদের। এখন থেকে www.prometheusbd.com ঠিকানা থেকে বিনা খরচে ডাউনলোড করা যাবে প্রমিথিউসের গান। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী এবং প্রমিথিউস ব্যান্ডের সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়েবসাইটে এখন প্রমিথিউসের নতুন সাতটি গান পাওয়া যাচ্ছে। সঙ্গে আছে প্রমিথিউসের জনপ্রিয় আরও ২২টি গান। রয়েছে দুটি গানের মিউজিক ভিডিও।
বিপ্লব বলেন, ‘বাংলাদেশের অডিওশিল্পে এখন এক ধরনের অস্থিরতা চলছে। পাইরেসিসহ নানা জটিলতার কারণে শিল্পী থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান—সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইরেসির বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে আমাদের গান শ্রোতাদের বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে শ্রোতারা প্রমিথিউসের নতুন ও পুরোনো যেকোনো গান এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে।’
বিপ্লব জানান, পুরো অ্যালবাম নয়, এখানে একেকটি গান একেকটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করবে।

পাওলির বৃহস্পতি তুঙ্গে

পাওলি দামের বৃহস্পতি এখন তুঙ্গে। 'ছত্রাক' ছবির সুবাদে এ বছরই কান চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটে হেঁটেছেন হালের এই টালিউড সেনসেশন। হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি। এবার বলিউডেও যোগ দিচ্ছেন তিনি। পরিচালক বিক্রম ভাটের পরবর্তী ছবি 'হেট স্টোরি'র কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। ২০০৯ সালে গৌতম ঘোষ পরিচালিত 'কালবেলা' ছবির মাধ্যমে রুপালি পর্দায় প্রবেশ করেন পাওলি।

কলকাতায় মেসিহীন আর্জেন্টিনা

ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে খেলার আগে কলকাতায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গতকাল সকালে দমদম বিমানবন্দরে পা রাখেন আর্জেন্টাইন ফুটবলাররা। কিন্তু স্প্যানিশ লিগে ভিলারেলের বিপক্ষে ম্যাচ থাকায় দলের সঙ্গে আসেননি লিওনেল মেসি। বিমানবন্দরে তাকে দেখতে না পেয়ে আঁতকে ওঠেন আয়োজক সংস্থা সিএমজির কর্মকর্তারা। পরে মেসির আসা সম্পর্কে নিশ্চিত হলে হাঁফ ছেড়ে বাঁচেন তারা।

Monday, August 29, 2011

খেলা শুরু সন্ধ্যা ৬টায়

লিওনেল মেসিরা কোথায় অনুশীলন করবেন, তা নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা। আগামী ৬ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষার আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। ম্যাচ চলাকালীন যাতে বিদ্যুতের কোনো সমস্যা না থাকে, সেজন্য ৫ ঘণ্টা কোনো লোডশেডিং হবে না বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায়। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও 'আফ্রিকান সুপার ঈগল' নাইজেরিয়ার ফুটবলারদের অভ্যর্থনা জানানোর জন্য ২০ জন সুশিক্ষিত তরুণীকে বাছাই করেছে বাফুফে। এই তরুণীরা আসলে গাইড হিসেবে কাজ করবেন দুই দলের ফুটবলারদের। এছাড়া অনুশীলন ও প্রস্তুতির জন্য দুই দলকে ৩০টি করে মোট ৬০টি এডিডাস ফুটবল দেওয়া হচ্ছে। ত্রিশটি দেবে বাফুফে এবং বাকি ত্রিশটি ওয়ালিদ স্পোর্টস।

 ঐশ্বরিয়ার আইনি নোটিশ!

আট দিন শুটিং করেছিলেন। চুক্তিতে সই করার সময় নিয়েছিলেন সাড়ে ২২ লাখ রুপি। বাধ সাধল একটি খবর, ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা। মুখ ফিরিয়ে নিতে বেশি দিন সময় নেননি পরিচালক মধুর ভান্ডারকর ও প্রযোজনা সংস্থা ইউটিভি। এ নিয়ে গত জুন থেকে বলিউডে বহু কানাঘুষা চলছে। বিতর্কে বার বার টেনে আনা হয়েছে ঐশ্বরিয়াকে। ভান্ডারকর ও ইউটিভির সিদ্ধান্ত জানার পরপরই ঐশ্বরিয়া সাড়ে ২২ লাখ টাকার চেকটি ফেরত পাঠান। সম্প্রতি ভান্ডারকর ও প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঐশ্বরিয়া। চলতি বছরের শুরুর দিকে তিনি যে কদিন শুটিং করেছিলেন সেই দৃশ্যগুলো কোথাও যেন ব্যবহার না হয়—এ ব্যাপারে পরিচালক ও প্রযোজনা সংস্থাকে সতর্ক করে দেওয়া হয়। ছবিতে ঐশ্বরিয়ার বদলে কারিনা কাপুরের অভিনয়ের কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস।