Thursday, August 25, 2011
বলিউডে পেনেলোপে!
যশরাজ ফিল্মসের সিনেমা 'ধুম থ্রি'তে অভিনয় করার জন্য পাগল হয়ে আছে বলিউডের অভিনেত্রীরা। কিন্তু সবাইকে হতাশ করে ছবিতে হলিউডের অভিনেত্রী নিতে চাচ্ছেন প্রযোজক-পরিচালক। আমিরের বিপরীতে অভিনয় করার জন্য প্রাথমিকভাবে 'সাহারা'খ্যাত হলিউড অভিনেত্রী পেনেলোপে ক্রুজ-এর কথা চিন্তা করছেন পরিচালক। তার সঙ্গে নিয়মিত কথাবার্তাও বলছেন নির্মাতা। পেনেলোপে ছাড়াও নাটালি পোর্টম্যান এবং ইভা লঙ্গোরিয়ার মতো নামকরা অভিনেত্রীরাও রয়েছেন নির্মাতাদের পছন্দের তালিকায়। অবস্থা দেখে মনে হচ্ছে, আন্তর্জাতিকভাবে বিখ্যাত করে তুলতে যে কোনো কিছু করতে প্রস্তুত যশরাজ ফিল্মস। এদিকে 'ধুম থ্রি' ছবির স্ক্রিপ্ট পড়ে যারপরনাই মুগ্ধ আমির খান। তিনি বলেছেন, গল্পটি খুবই আকর্ষণীয়। আন্তর্জাতিকভাবে খ্যাতি পাওয়ার সব যোগ্যতাই ছবিটির মধ্যে রয়েছে।
অল্পের জন্য বেঁচে গেলেন কেট
অল্পের জন্য বেঁচে গেলেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। দিন কয়েক আগে প্রেমিককে নিয়ে তিনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঘুরতে গিয়েছিলেন। সেখানে ব্রিটিশ শিল্পপতি রিচার্ড ব্র্যানসনের বাংলোয় ওঠেন এই জুটি। ভোর চারটার দিকের ঘটনা। সবাই তখন ঘুমে। নেকার দ্বীপের ওপর দিয়ে তখন ঘণ্টায় ৯০ মাইল বেগে ঝড় বয়ে যাচ্ছে। সঙ্গে বজ্রপাতও। হঠাৎ ওই বাড়িটির ওপরই বজ্রপাত হলো। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। অবশ্য বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই উইন্সলেট তার প্রেমিককে নিয়ে বাড়িটি থেকে বের হতে সক্ষম হন। তখন ওই বাড়িতে কম করে হলেও ২০ জন মানুষ ছিলেন। বজ্রপাতে বাড়িটির অধিকাংশই পুড়ে গেছে। নষ্ট হয়ে গেছে বহু আসবাবপত্র। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। গত সোমবার রিচার্ড ব্র্যানসনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বাংলাদেশিদের মাঝে রানী
মঙ্গলবার নিউইয়র্কের টাইমস স্কোয়ারে রানী মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ঘটে নতুন প্রজন্মের কয়েকজন বাংলাদেশির। মুহূর্তে সবাইকে আপন করে নেন বলিউডের এই অভিনেত্রী। তাদের সঙ্গে প্রাণ খুলে বাংলা ভাষায় কথা বলেন তিনি। তরুণ তরুণীদের মুখে তার অভিনয়ের প্রশংসা শুনে অভিভূত হন রানী। ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের। রানী বলেন, নিউইয়র্কের মতো শহরে মাতৃভাষায় কথা বলার লোক পেয়ে খুব ভালো লাগলো।
Wednesday, August 24, 2011
প্রাইভেসি সেটিং এর পরিবর্তন সহ নতুন ফিচার নিয়ে আসছে ফেইসবুক
দীর্ঘদিন সোসাল নেটওয়ার্কিং জগতে রাজত্ব করার পর এই প্রথম বড়সড় ধাক্কা খেয়েছে ফেইসবুক কেননা এবার তাকে প্রতিদ্বন্দীতা করতে হচ্ছে ওয়েব জগতের জায়ান্ট গুগল ইন করপোরেশনের নতুন সামাজিক যোগাযোগ প্লাটফরম গুগল প্লাস এর সাথে। গুগল মাত্র ২ সপ্তাহেই ১০ মিলিয়ন ইউজার বাগিয়ে নিয়ে প্রমান করেছে তারা আলাদা। বিশেষ করে প্রাইভেসি সেটিং এর ব্যাপারে গুগল সার্কেল এগিয়ে আছে ফেইসবুকের সাধারন প্রাইভেসি সেটিং থেকে। এছাড়া ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া, স্ক্যাম, ছবি ট্যাগ করা এবং দূর্বোধ্য প্রাইভেসি সেটিং নিয়ে অনেকেই অসন্তুষ্ট ছিলেন। এবার তাই ফেসবুকে নতুন কিছু যোগ করার ঘোষনা দিয়েছেন মার্ক জুকারবার্গ।
কি কি আসছেঃ
# নতুন প্রাইভেসি সেটিং-
*এর আওতায় থাকবে বিশেষ একটি ড্রপ ডাউন মেনু। প্রতিটি পোস্ট (টেক্সট অথবা ছবি বা লিঙ্ক) এর সাথেই এই বাটন টি যুক্ত থাকবে যার মাধ্যমে নির্দিষ্ট করে দেয়া যাবে এই পোস্ট টি কারা কারা দেখতে পারবে আর কারা দেখবে না। এমনকি পোস্ট শেয়ার হয়ে যাবার পরেও এই সেটিং পরিবর্তন করা যাবে। বর্তমান “everyone” টার্মটির বদলে “public” টার্মটি প্রচলিত হবে।
কি কি আসছেঃ
# নতুন প্রাইভেসি সেটিং-
*এর আওতায় থাকবে বিশেষ একটি ড্রপ ডাউন মেনু। প্রতিটি পোস্ট (টেক্সট অথবা ছবি বা লিঙ্ক) এর সাথেই এই বাটন টি যুক্ত থাকবে যার মাধ্যমে নির্দিষ্ট করে দেয়া যাবে এই পোস্ট টি কারা কারা দেখতে পারবে আর কারা দেখবে না। এমনকি পোস্ট শেয়ার হয়ে যাবার পরেও এই সেটিং পরিবর্তন করা যাবে। বর্তমান “everyone” টার্মটির বদলে “public” টার্মটি প্রচলিত হবে।
* স্পেশাল বাটন যার মাধ্যমে আপনার প্রোফাইলটি অন্য কেউ কিভাবে দেখছে সেটি দেখতে পাবেন। যেমন আপনার গার্লফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড বা অফিসের বস কিংবা আত্নীয় আপনার প্রোফাইলে কোন কোন অংশ দেখতে পারছে সেটি নিজেই এই বাটনের সাহায্যে দেখে নিতে পারবেন।
*ডি-ট্যাগিং এবং রিমুভ রিকোয়েস্ট- আপনাকে কোন পোস্টে ট্যাগ করে হলে আপনি তা রিমুভ করতে পারবেন এছাড়াও কোন নির্দিষ্ট ছবি বা টেক্সট বা লিঙ্ক রিমুভ করে দেয়ার জন্য আপনি পোস্টদাতা কে রিকোয়েস্ট করতে পারবেন।
* পরিবর্তিত ট্যাগিং সিস্টেম- এখন যেমন শুধুমাত্র আপনার ফ্রেন্ডলিস্ট এ থাকা ফেইসবুক উইজার কে কোন ছবিতে ট্যাগ করতে পারেন, নতুন ফিচার আসার পর যেকোন ফেইসবুক ইউজারকেই আপনি ট্যাগ করতে পারবেন। তবে ট্যাগ করার পর যাকে ট্যাগ করেছেন তার কাছে একটি রিকোয়েস্ট যাবে, তিনি অ্যাপ্রুভ করলেই ট্যাগ সম্পূর্ন হবে। এছাড়াও আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন কারা আপনাকে ট্যাগ করতে পারবে আর কারা পারবে না।
*লোকেশন– ফেইসবুক ঘোষনা দিয়েছে ইউজার এর কাছ থেকে আর বেশী তথ্য সংগ্রহ করার। তার সূত্র ধরেই ফেইসবুক আপনার লোকেশন ট্যাক করবে। এবং কোন পোস্ট এর সাথে আপনি কোথা থেকে এই পোস্ট করেছেন সেটা শেয়ার করা যাবে। এছাড়া বিভিন্ন ছবিতে আপনি ছবির স্থানের নাম ফেইসবুক লোকেশন থেকে ট্যাগ করতে পারবেন।
*লোকেশন– ফেইসবুক ঘোষনা দিয়েছে ইউজার এর কাছ থেকে আর বেশী তথ্য সংগ্রহ করার। তার সূত্র ধরেই ফেইসবুক আপনার লোকেশন ট্যাক করবে। এবং কোন পোস্ট এর সাথে আপনি কোথা থেকে এই পোস্ট করেছেন সেটা শেয়ার করা যাবে। এছাড়া বিভিন্ন ছবিতে আপনি ছবির স্থানের নাম ফেইসবুক লোকেশন থেকে ট্যাগ করতে পারবেন।
এই ফিচারগুলো সম্ভবত আগামীকাল বৃহস্পতিবারেই উন্মুক্ত হবে। এমনটিই জানিয়েছেন ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট ক্রিস কক্স।
উল্লেখ্য এই ফিচারগুলো বেশির ভাগই গুগল প্লাসে আছে। ব্যাপারটি কপি পেস্ট হল কিনা না দেখে বলা যাচ্ছে না এখনো
উল্লেখ্য এই ফিচারগুলো বেশির ভাগই গুগল প্লাসে আছে। ব্যাপারটি কপি পেস্ট হল কিনা না দেখে বলা যাচ্ছে না এখনো
Friday, August 19, 2011
ঈদ আড্ডা 'পাত্র চাই'
একে তো সুন্দরী, তার ওপর তারকা পাত্রী। ফলে তাদের বিয়ে করার জন্য রীতিমতো ওঁৎ পেতে রয়েছেন অনেকেই। কিন্তু ওঁৎ পেতে থাকলেই তো চলবে না। এমন সুন্দরী পাত্রী জীবনসঙ্গী হিসেবে পেতে আগে জানা চাই পাত্রীর মতামত। তাদের ভালোলাগা-মন্দলাগার ওপর নির্ভর করছে পাত্রের ভবিষ্যৎ। পাত্রদের সেই বার্তা পৌছে দিতে সমপ্রতি ব্যচেলর তারকাদের নিয়ে নির্মাণ হলো ঈদ অনুষ্ঠান 'পাত্র চাই'। নওশীন নাহরিন ও তামিম হাসানের যৌথ উপস্থাপনায় নিজেদের স্বপ্নপুরুষের বর্ণনা দিয়েছেন বিন্দু, মোনালিসা ও শখ। ইসরাফিল শাহীনের প্রযোজনায় তারকাদের এই ঈদ আড্ডাটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন একুশে টিভিতে।
'পাত্র চাই' তারকাদের পাত্র খোঁজার জন্য কোনো বিশেষ অনুষ্ঠান নয়। বরং এই অনুষ্ঠানের মাধ্যমে তারকারা তাদের স্বপ্নপুরুষের বর্ণনা দিয়েছেন। জানিয়েছেন ঠিক কেমন পাত্র তারা জীবনসঙ্গী হিসেবে পেতে চান। 'পাত্র চাই' সম্পর্কে জানাতে গিয়ে এমনটাই বললেন ইসরাফিল শাহীন।
'পাত্র চাই' তারকাদের পাত্র খোঁজার জন্য কোনো বিশেষ অনুষ্ঠান নয়। বরং এই অনুষ্ঠানের মাধ্যমে তারকারা তাদের স্বপ্নপুরুষের বর্ণনা দিয়েছেন। জানিয়েছেন ঠিক কেমন পাত্র তারা জীবনসঙ্গী হিসেবে পেতে চান। 'পাত্র চাই' সম্পর্কে জানাতে গিয়ে এমনটাই বললেন ইসরাফিল শাহীন।
বাংলায় 'স্লামডগ মিলিয়নিয়ার'
বাংলা ভাষায় ডাবিংকৃত ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অস্কারজয়ী চলচ্চিত্র 'স্লামডগ মিলেনিয়ার'। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চিত্রপরিচালক ডেনি বয়েল। এতে অভিনয় করেছেন দেব পায়েল, ফ্রিদা পিন্টু, অনিল কাপুর, ইরফান খান, সৌরভ শুক্লা প্রমুখ।
চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। এ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। যার জন্য তিনি অর্জন করেছেন বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। ২০০৮ সালে নির্মিত চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ মোট সাতটি ক্যাটাগরিতে অস্কার অর্জন করে। ছবির কাহিনীকার সিমন বিউফয়। বিকাশ স্বরূপ-এর উপন্যাস 'ও অ্যান্ড এ' অবলম্বনে ফিল্ম ফোর-এর ব্যানারে যুক্তরাজ্যের সিলাডর চলচ্চিত্র সংস্থার সহযোগিতায় নির্মিত হয় চলচ্চিত্রটি।
চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। এ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। যার জন্য তিনি অর্জন করেছেন বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। ২০০৮ সালে নির্মিত চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ মোট সাতটি ক্যাটাগরিতে অস্কার অর্জন করে। ছবির কাহিনীকার সিমন বিউফয়। বিকাশ স্বরূপ-এর উপন্যাস 'ও অ্যান্ড এ' অবলম্বনে ফিল্ম ফোর-এর ব্যানারে যুক্তরাজ্যের সিলাডর চলচ্চিত্র সংস্থার সহযোগিতায় নির্মিত হয় চলচ্চিত্রটি।
'তেলবাবা' চঞ্চল চৌধুরী
মিলন ভট্টাচাযের্র পরিচালনায় 'তেলবাবা' নাটকের নাম- ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন_ ফারুক আহমেদ, সঞ্জীব, মনি, সাবিহা জামান প্রমুখ।
ভণ্ডপীর আর তার পাঁচ সাগরেদের মজার সব ঘটনা নিয়েই এই নাটকের কাহিনী গড়ে উঠেছে। কমেডিধর্মী নাটকটিতে মজার সব ঘটনার সনি্নবেশ আছে। তবে এই নাটকটি শুধুই বিনোদনের জন্য নয়। এ থেকে শিক্ষণীয় হলো_ ভণ্ডামি করে সাময়িক সুবিধা করা গেলেও, এক সময় তা ঠিকই ধরা পড়ে যায়। মানুষকে বোকা বানিয়ে খুব বেশিদিন কেউ টিকতে পারে না। ধরা তাকে পড়তেই হয়। চৌধুরী বলেন, 'নাটকের গল্পটি অনেক মজার। আশা করছি ঈদে দর্শকরা নাটকটি উপভোগ করবে। আমার অভিনীত নাটকগুলোর মধ্যে এটি অন্যতম।'
জানা গেছে, আরটিভির ঈদ আয়োজনের পঞ্চম দিন রাত ৯টা ২০ মিনিটে 'তেলবাবা' নাটকটি প্রচার হবে।
ভণ্ডপীর আর তার পাঁচ সাগরেদের মজার সব ঘটনা নিয়েই এই নাটকের কাহিনী গড়ে উঠেছে। কমেডিধর্মী নাটকটিতে মজার সব ঘটনার সনি্নবেশ আছে। তবে এই নাটকটি শুধুই বিনোদনের জন্য নয়। এ থেকে শিক্ষণীয় হলো_ ভণ্ডামি করে সাময়িক সুবিধা করা গেলেও, এক সময় তা ঠিকই ধরা পড়ে যায়। মানুষকে বোকা বানিয়ে খুব বেশিদিন কেউ টিকতে পারে না। ধরা তাকে পড়তেই হয়। চৌধুরী বলেন, 'নাটকের গল্পটি অনেক মজার। আশা করছি ঈদে দর্শকরা নাটকটি উপভোগ করবে। আমার অভিনীত নাটকগুলোর মধ্যে এটি অন্যতম।'
জানা গেছে, আরটিভির ঈদ আয়োজনের পঞ্চম দিন রাত ৯টা ২০ মিনিটে 'তেলবাবা' নাটকটি প্রচার হবে।
নাটকে ফিরলেন ইমন
চলচ্চিত্রে অভিনয়ের জন্য নাটকে অভিনয় করছেন না ইমন। কিন্তু নিজের অভিনীত 'লাল টিপ' ছবির প্রচারণার অংশ হিসেবে তিনি একটি নাটকে অভিনয় করছেন। এতে তার বিপরীতে আছেন 'লাল টিপ'র সহশিল্পী কুসুম শিকদার। নাটকটির নাম 'কি সুন্দর স্পর্শ'। সংগীতশিল্পী অ্যারাশের 'পিওর লাভ' গানটির থিম এবং মিউজিক ভিডিও অবলম্বনে নাটকটি নির্মাণ করছেন অরুন চৌধুরী। বর্তমানে এর শুটিং চলছে। নাটকের গল্পে দেখা যাবে, এক নব-দম্পতি [ইমন-কুসুম] হানিমুন শেষে ঢাকায় ফিরছিল। পথে সড়ক দুর্ঘটনা পড়ে তারা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ছেলেটি। তারপর রহস্য। ইমন বলেন, 'আমি আসলে এখন বড়পর্দার অভিনেতা। নাটকে অভিনয় করছি না। আমার একটি ছবির প্রচারণার অংশ হিসেবে অভিনয় করছি নাটকে।'
অনাগত সন্তানের জন্য উপহার
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই মা হওয়ার প্রহর গুনছেন। অনাগত সন্তানকে নিয়ে নানা পরিকল্পনা করছেন তিনি। এরই মাঝে সন্তানের জন্য একটি উপহারও রাখলেন তিনি। গত ১৫ আগস্ট ঐশ্বরিয়া ছয় মাসের অন্তঃসত্ত্বার অবস্থাটুকু দেখালেন একটি বিজ্ঞাপনে। সঙ্গে সহমডেল হয়েছেন তার স্বামী অভিষেক বচ্চন। এতে ঐশ্বরিয়ার অন্তঃসত্ত্বার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঐশ্বরিয়া কখনোই এভাবে বিজ্ঞাপনে কাজ করতে রাজি ছিলেন না। স্বামী অভিষেক বচ্চনের সম্মতি এবং পারিবারিক ইচ্ছায় তিনি রাজি হয়েছেন। কারণ এটি হবে তার অনাগত সন্তানের জন্য একটি উপহার। সন্তান বড় হয়ে দেখবে তাকে গর্ভে নিয়ে মায়ের বিজ্ঞাপনটি। যেটিতে তার বাবাও আছেন।
Thursday, August 18, 2011
নেতৃত্ব হারাতে পারেন সাকিব!
জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজে হেরেছিল ২০০৬ সালে। ৩-২ ব্যবধানে সেই সিরিজে হার এখনো ভুলতে পারেনি। অনেকে মতে সবচেয়ে বেশি মনে থাকার কথা দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজার। এক ম্যাচে তাদের শেষ ওভারে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন ব্রেন্ডন টেলর। তারপর বাংলাদেশকে অবশ্য আর সিরিজ হারতে হয়নি জিম্বাবুয়ের কাছে। সময় যতই অতিবাহিত হয়েছে সামনের দিকে এগিয়ে গেছে এদেশের ক্রিকেট। অন্যদিকে পিছিয়েছে জিম্বাবুইয়ানরা। এক সময় টেস্ট থেকে স্বেচ্ছায় নির্বাসনে যায় তারা। এদিকে বাংলাদেশ নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে নতুন ক্রিকেট শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার হওয়ার অপেক্ষায়। কিন্তু চলতি জিম্বাবুয়ে সফরে যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট আঙিনায় ফেরা জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্টে হেরে যায়। টানা তিন ম্যাচে হেরে ওয়ানডে সিরিজেও ভরাডুবি। সবকিছু মিলে যেন বাংলাদেশের ক্রিকেটে একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। এজন্য অবশ্য সাবেক ক্রিকেটারদের কেউ কেউ বোর্ডকে দায়ী করছেন। অনেকে আবার অধিনায়ক সাকিব আল হাসানকেই দোষারোপ করছেন। কেননা তার একগুঁয়েমির জন্যই দলে নাকি প্রচ্ছন্নভাবে দুটি গ্রুপ স্পষ্ট হয়ে উঠেছে। যার কারণে যোগ্যতা থাকা সত্ত্বে একের পর এক হারের লজ্জা থেকে বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ। এমনটাই মনে করছেন বিসিবির এক কর্মকর্তা। তাই গুঞ্জন উঠেছে দেশে ফেরার পরই সাকিবের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে! যদি পরের সিরিজের আগেই ইনজুরি থেকে সেরে ওঠেন মাশরাফি, তবে তাকেই প্রথম পছন্দ বিসিবির। এছাড়া এই তালিকায় রয়েছে শাহরিয়ার নাফিস ও তামিমের নামও। সবাইকে চমকে দিয়ে নেতৃত্ব পেতে পারেন মুশফিকুর রহিমও। কেননা জিম্বাবুয়ে সিরিজে তিনিই বাংলাদেশের একমাত্র সফল ব্যাটসম্যান। তবে আদৌও সাকিবের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হবে কিনা_ যদি তাই হয় তবে নতুন কে হচ্ছেন অধিনায়ক? এ প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে বাংলাদেশ দল দেশে ফেরা পর্যন্ত।
Subscribe to:
Posts (Atom)