Tuesday, May 14, 2013

ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সুরকার ইমন

ধর্ষণের অভিযোগে বান্ধবী জিনাত কবিরের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন সুরকার শওকত আলী ইমন।

আদালতের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সকালে শুনানি শেষে বিকাল সাড়ে ৩টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম রেজানুর রহমান এ মামলায় দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ইমনকে অব্যাহতি দেন।

এ সময় তিনি জিনাতের নারাজির আবেদন খারিজ করে দেন বলেও তিনি জানান।

শুনানির সময় জিনাত ও ইমন আদালতে উপস্থিত ছিলেন।

গত ২৩ এপ্রিল জিনাত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি প্রদান করেন।

জিনাতের আইনজীবী নুর ইসলাম বাংলানিউজকে জানান, ইমনকে অব্যাহতির বিষয়টি তিনি শুনেছেন। মঙ্গলবার আদালতে গিয়ে মামলার নথিপত্র দেখে পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর ধর্ষণের অভিযোগ এনে রমনা থানায় মামলাটি করেছিলেন ইমনের বান্ধবী জিনাত কবির।

এরপর ৬ ডিসেম্বর রমনা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জিনাতকে বিয়ে করেন ইমন।

এ মামলায় ১১ ডিসেম্বর ইমন জামিন পান। জিনাতের আইনজীবী নুর ইসলাম খান ইমনের জামিনে আপত্তি নাই মর্মে ওইদিন আদালতকে জানিয়েছিলেন।

কিন্তু ইমন জামিনে বের হওয়ার কিছুদিন পরেই বিয়ে অস্বীকার করেন। এরপর তিনি এ বিয়ে বাতিলের জন্য মামলা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে।

রমনা থানায় ইমনের বিরুদ্ধে করা মামলায় পুলিশ জিনাতের করা অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে পুলিশ উল্লেখ করা হয়, ইমন ও জিনাত দুজনেই সস্কৃতিকর্মী। বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের দেখা ও বন্ধুত্ব হয়। এক পর্যায়ে জিনাত ইমনকে বিয়ের প্রস্তাব দিলে সে বিয়েতে রাজি না হওয়ায় জিনাত মনঃক্ষুণ্ণ হয়ে এ মামলা দায়ের করেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলা প্রমাণের মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।

কিন্তু জিনাত নারাজি প্রতিবেদনে উল্লেখ করেন যে, তার পক্ষের সাক্ষীদের জিজ্ঞাসাই করেনি পুলিশ। এছাড়া মামলার পর বাদীনির মেডিকেল পরীক্ষাও করা হয়নি।

নারাজিতে অভিযোগ করা হয়, পুলিশ ইমনের দ্বারা প্রভাবিত হয়ে এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে।

উল্লেখ্য, জিনাতের অভিযোগের প্রেক্ষিতে রমনা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ গত বছর ৫ ডিসেম্বর ইমনকে গ্রেফতার করে।

Monday, May 13, 2013

‘মহাসেন’ মোকাবিলায় সরকারের প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আঘাত হানলে তা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সরকার। উপকূলীয় এলাকায় মাঠে রয়েছে পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবক। দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়ের জন্য জাতীয় দুর্যোগ সমন্বয় সেলসহ (এনডিআরসিসি) বিভিন্ন দপ্তর রাখা হয়েছে ২৪ ঘণ্টা খোলা।

তবে এখনই আতঙ্কের কিছু নেই জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, মহাসেনের গতিবিধি মঙ্গলবার বিস্তারিত জানা যাবে। এখনই আতঙ্কের কিছু নেই।

সোমবার বিকেলে সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের সভায় এসব তথ্য জানানো হয়।

সভা শেষে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, “মহাসেন বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি-না তা বোঝা যাবে মঙ্গলবার। তবে আগে থেকেই আতঙ্কের কিছু নেই।”

ঘূর্ণিঝড়টি কেন্দ্র থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে জানিয়ে শাহ আলম বলেন, “এ অবস্থায় আঘাত হানলে বাতাসের গতিবেগ থাকবে ১২০ কিলোমিটার।”

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মেছবা-উল আলম বলেন, “উপকূলীয় এলাকার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠ পর্যায়ে সতর্ক করা হয়েছে। এনডিআরসিসি আজ থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে। প্রত্যেক জেলা ও উপজেলায় সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “উপকূলীয় এলাকার ৩৫ উপজেলার ৩২২টি ইউনিয়নের তিন হাজার ২৯১টি ইউনিটের প্রায় পঞ্চাশ হাজার সেচ্ছাসেবক উপকূলবাসীকে সজাগ করতে মাঠে রয়েছে, যেন উপকূলবাসী খাদ্য ও পানীয় নিয়ে প্রস্তুত থাকে।”

সরকারের বিভিন্ন প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “রেডিও-টিভিতে আবহাওয়া সতর্ক বার্তা প্রচার, প্রত্যেক উপজেলায় দুর্যোগকালীন উদ্ধার তৎপরতার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। আশ্রয় কেন্দ্রগুলোও প্রস্তুত। প্রয়োজনে তারা স্থানান্তর করতে পারবেন।”

সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মেডিকেল টিম গঠনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী প্রস্তুতি নিয়ে রেখেছে।

দুর্যোগ পরবর্তী আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্যোগের পরে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‘মহাসেন’ পর্যবেক্ষণ সাপেক্ষে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় আরও প্রয়োজনীয় পদেক্ষেপ নেওয়া হবে বলে জানান সচিব।

সভায় মন্ত্রণালয়সহ বিভিন্ন অধিদপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহজালালে ছয় কেজি সোনাসহ একজন আটক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের সময় ৫৪টি সোনার বারসহ দেলোয়ার হোসেন (৪৩) নামের এক সোনা চোরাকারবারিকে গ্রেফতার করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের(এপিবিএন) সদস্যরা।

সোমবার রাতে বিমানবন্দরের গ্রিন-চ্যানেলের বাইরে ক্যানোপি থেকে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

এপিবিএন’র সিনিয়র এএসপি এহতেশাম-উল হক বাংলানিউজকে জানান, বাহরাইন থেকে এমিরেটসের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে আসেন দেলোয়ার। গ্রিন চ্যানেল পার হয়ে ক্যানোপি এলাকা দিয়ে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। তার কাছে হাতব্যাগসহ শরীরের বিভিন্ন স্থানে অভিনব কায়দায় ৫৪টি সোনার বার লুকানো ছিল। তাকে তল্লাশি করে সেগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা সোনার পরিমাণ প্রায় ৬ কেজি। এর মূল্য আনুমানিক ৩ কোটি ১২ লাখ টাকা।

এ ব্যাপারে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

All Office Converter Platinum 6.5 Multilingual Incl Patch

All Office Converter Platinum 6.5 Multilingual (Reupload) | 9.39 MB

All Office Converter Platinum is an easy-to-use and professional document conversion tool. It can support

batch converting documents, web and images with high good quality for business and individual to improve

the work efficiency. With this powerful converter, you can create PDF file from versatile formats and

convert PDF file to other versatile formats with super output quality and effectively. More, you can

convert between different office document formats, web, images. It can support comprehensive formats:Word

(doc, docm, docx), Excel(xls .xlsx. xlsm),PowerPoint(ppt, pptc,

pptm),PDF,XLS,RTF,TXT,HTM/HTML,Website,JPG,BMP,GIF,TIF,WMF,EMF,TGA, RLE,PNG etc.

Advance Features:
• Provide the customized Command Line service for server/developer.
• It can simultaneously convert different formats to one certain format once.
• It can convert the webpage on the website or your computer.
• Easy to use. Convert with one click.
• More setting options to let you control the output file more accurately.
• Save the imported file list.
• Support encrypted PDF.
• Create PDF and Image with high good quality.
• Open *.HTM or URL as the following framework to convert.

Support Formats:
• Batch Convert Word(doc,docm,docx), Excel(xls.xlsx.xlsm), PowerPoint(ppt,pptc,pptm), RTF,TXT, HTM, HTML

,Website, JPG, BMP,GIF, TIF, WMF, EMF to PDF(as default format, as image format,
as text format).
• Batch Convert PDF to DOC,RTF,XLS,HTM,TXT, JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF.
• Batch Convert Word(doc,docm,docx) to PDF (as default format, as image format, as text

format),XLS,TXT,HTM,JPG,BMP,GIF,TIF,TGA,RLE,PNG,EM F,WMF.
• Batch Convert PDF, Excel(xls.xlsx.xlsm),TXT,HTM,HTML,JPG, BMP, GIF, TIF, EMF, WMF to DOC.
• Batch Convert PowerPoint(ppt,pptc,pptm) to JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF, DOC, XLS, RTF,

TXT, PDF(as default format,as image format, as text format).
• Batch Convert HTM ,HTML, Website to DOC, PDF(as default format, as image format, as text format),TXT, RTF,

XLS, JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF.



Patch
or
or

মা নিয়ে ফেসবুকে চিঠি লেখার প্রতিযোগিতা

পৃথিবীর মধুরতম শব্দ ‘মা’। জীবনের কেন্দ্রবিন্দু। তাই মা প্রত্যেকের জীবনের সবচেয়ে স্মৃতিময় অধ্যায়। এ মাকে নিয়ে সবার জীবনেই আছে অজস্র স্মৃতি। মায়ের বকুনি, ভালোবাসা আর খুনসুঁটি।

তবে সময়ের ব্যবধানে অনেক কথাই বলা হয়ে উঠে না মাকে। সেসব ‘না বলা’ কথামালায় প্রিয় মাকে নিয়ে ফেসবুকে চিঠি লেখার প্রতিযোগিতা শুরু করেছে দেশের অন্যতম আইসিটি পণ্য বিপণনকারী কম্পিউটার সোর্স।

‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত চিঠি লেখা যাবে প্রিয় মাকে সম্বোধন করে। সর্বোচ্চ ৫০০ শব্দের এ চিঠি বাংলা, ইংরেজি বা ফনেটিক অক্ষরেও হতে পারে। মাকে লেখা চিঠির মধ্যে লাইক ভোটে নির্বাচিত সেরা তিন জনপত্র লেখক-লেখিকা নৈশভোজ করতে পারবেন ঢাকার পাঁচ তারকা  হাটেলে।

এ প্রতিযোগিতায় অংশ নিতে অংশগ্রহনকারীকে প্রথমে কম্পিউটার সোর্সের ফেসবুক ফ্যানপেজে যেতে হবে। দু লাখ ফেসবুক বন্ধুর কম্পিউটার সোর্সের এ ফেসবুক পেজে আছে (facebook.com/CSLFanclub) ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষ্যে তৈরি বিশেষ একটি ট্যাব।

এ ট্যাবে ক্লিক করে চিঠি পোস্ট দেওয়া যাবে। অথবা সরাসরি (https://www.facebook.com/CSLFanclub/app_103822229704881) ওয়েব লিঙ্কে গিয়েও সহজেই মাকে উদ্দেশ্য করে লেখা যাবে চিঠি। যেখানে প্রকাশ করা যাবে হৃদয়ের অভিব্যক্তি।

যুক্তরাষ্ট্রে মা দিবসের প্যারেডে গুলি

যুক্তরাষ্ট্রে মা দিবসের প্যারেডে অজ্ঞাত ব্যক্তির গুলির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় দেশটির নিউ অরলিন্স অঙ্গরাজ্যের এ ঘটনায় ১৯ জন আহত হয়। রাজ্যেটির পুলিশ বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। তাদের বয়স ১০ বছর হবে। তবে আহতদের অধিকাংশের অবস্থ‍া আশঙ্কাজনক নয়।
যুক্তরাষ্ট্রের তদন্ত বিভাগ জানায়, এই হামলার সঙ্গে সন্ত্রাসীদের কোন যোগসাজশ নেই। এটা নিছকই পথ-সংঘর্ষ।

নিউ অরলিন্সের এফবিআইয়ের মুখপাত্র মেরি বেথ বলেন, “আমরা আমাদের সকল গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়।”
বোস্টন ম্যারাথনে সন্ত্রাসী হামলার একমাসের কম সময়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। বোস্টন হামলার তিনজন নিহত ও আড়াই শতাধিক লোক আহত হয়।
এর আগে গত ডিসেম্বরে কানেকটিকাটে একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ২০ শিশুসহ ২৮ জন নিহত হয়েছিল।

মানসিক হাসপাতাল থেকে ৪০ রোগীর পলায়ন

কেনিয়ার একটি মানসিক হাসপাতাল থেকে ৪০ রোগী পালিয়ে গেছে। দেশটির সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ‘মাথারি’ এ এই ঘটনা ঘটে। রাজধানী নাইরোবিতে অবস্থিত ওই হাসপাতালের নিরাপত্তা কর্মীদের মেরে রোগীরা পালিয়ে যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

ঘটনার পর পরই পুলিশ হাসপাতালে ব্যাপক তল্লাশি চালায়।

কেনিয়ার একটি সংবাদপত্রের খবরে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের যেসব ঔষুধ দেয় তা রোগ নিরাময়ে কার্যকরী নয়-এমন অভিযোগ এনে রোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। পালানোর আগে তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।

এর আগে ২০১১ সালে হাসপাতালটির নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সিএনএন একটি ডকুমেন্টারি প্রকাশ করে। সেখানে এক প্রতিবেদক হাসপাতাল পরিদর্শনের সময় বন্দি অবস্থায় একজন রোগীর মৃতদেহ দেখতে পান বলে ডকুমেন্টারিতে উল্লেখ করেন।

এর পর আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন হাসপাতালটিতে মানবাধিকার লঙ্ঘিত হয় কিনা তা খতিয়ে দেখার জন্য অধিকতর তদন্তের আহ্বান জানায়।

কবরস্থানে ভোজ!

কবরস্থানে বসে থাকা তো দূরের কথা, সেখানে আবার ভোজ! প্রস্তাব পাওয়ার আগেই অনেকে বলে ‍উঠবেন ‘ওরে বাবা’।

এশিয়া ও পশ্চিমা বিশ্বের অনেক দেশেই কবরস্থানকে অশুভ বা ভয়ঙ্কর বলা মনে করা হয়। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের জর্জিয়ায় বিষয়টি কিন্তু ব্যতিক্রম।

জর্জিয়ার লোকেরা তাদের মৃত পূর্বসুরীদের সম্মান জানাতে কবরস্থানের পাশে খাবার ও মদ পান করে। এমনকি রাতে খাবার গ্রহণকে সম্মানজনক মনে করেন তারা।

পুরো বছর জুড়ে এই রীতির প্রয়োগ দেখা গেলেও ইস্টার সানডেতে কবরস্থান গুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়।

১৪১০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘মহাসেন’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উপকূলের দিকে এগিয়ে আসছে। চট্টগ্রাম থেকে এক হাজার ৪১০ কিলোমিটার দূরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি আরও ঘণীভূত হয়ে উত্তর- উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ থেকে শনিবার সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সঙ্কেত জারি করা হয়েছে। শনিবার চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৮০০ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করা নিম্নচাপ একশ’ ১০ কিলোমিটার এগিয়ে ঘূর্ণিঝড় মহাসেনে রূপ নেয়, যা উৎপত্তিস্থল থেকে বর্তমানে চারশ’ কি.মি. এগিয়ে এসেছে।

তৃতীয় শতকে শ্রীলঙ্কা শাসন করা রাজা মহাসেনের নামে এই ঝড়ের নামকরণ ‘মহাসেন’ করেছে এস্কাপ (ইএসসিএপি) প্যানেল। তথ্য সংরক্ষণ ও বোঝানোর সুবিধার জন্য ঝড়গুলোর নাম আগেই ঠিক করে রাখা হয়।

নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর থেকেই আবহাওয়া অধিদপ্তর বিশেষ বুলেটিন প্রচার করতে শুরু করে।

রোববার রাতে আবহাওয়ার বিশেষ বুলেটিনে (ক্রমিক নম্বর-৮) বলা হয়, “দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪১০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৩০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৪৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি.-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত  দেখিয়ে যেতে  বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের  কাছাকাছি  থেকে  সাবধানে চলাচল ও তাদের গভীর সাগরে বিচরণ না করার জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সাইক্লোনের আশঙ্কা প্রকাশ করে বলেছে, “মঙ্গলবার বিকেল নাগাদ মহাসেন মিয়ানমারের রাখাইন প্রদেশ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।”

দেশটির নৌ ও বিমান বাহিনীর যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ কি.মি. পর্যন্ত উঠতে পারে।

মহাসেন মোকাবিলায় প্রস্তুতি
এদিকে ‘মহাসেন’ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে। দুই জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক একটি বিশেষ কমিটি গঠন করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম আবদুল কাদেরের নেতৃত্বে চট্টগ্রামে গঠিত কমিটিতে সেনাবাহিনী, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিসসহ ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির প্রতিনিধিদের রাখা হয়েছে।

জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, “উপকূলে মহাসেনের আঘাত হানার আশঙ্কায় ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নেওয়া হয়েছে।”

ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া জানান, জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ১১৩টি জরুরি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, “দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে মাইকিংয়ের পাশাপাশি সকল প্রকার ট্রলার সাগরে না যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলে ফিরতে শুরু করেছে।

Sunday, May 12, 2013

স্বস্থির জয়ে জিম্বাবুয়ে সফর শেষ করলো টাইগাররা

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে জিম্বাবুয়ের সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। টস জেতা মুশফিকুর রহিমরা প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাকের দুর্দান্ত বোলিংয়ে নয় উইকেটে ১৩৬ রানে থামে জিম্বাবুয়ে। হার ৩৪ রানের।

স্কোর কার্ডঃ

বাংলাদেশ ১৬৮/৭ (২০ ওভার)
তামিম ৪৩(৩০), সাকিব ৪০(২৮), নাসির ২৭(২৩)
উথসিয়া ১৫/২, ভিটোরি ২৬/১, মুসাঙ্গেওয়ে ২৯/১

জিম্বাবুয়ে ১৩৪/৯ (২০ ওভার)
সিবান্দা ৩২(১৯), রাজা ৩২(৩০)
সাকিব ২২/৪, রাজ্জাক ১৮/২, শফিউল ২০/২


ম্যান অফ দ্যা ম্যাচঃ সাকিব আল হাসান
ম্যান অফ দ্যা সিরিজঃ সাকিব আল হাসান