Saturday, May 11, 2013

ওএমসি গ্রুপ

পদ ও যোগ্যতা : সেলস এক্সিকিউটিভ। স্নাতক। তবে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান শাখার ছাত্র হতে হবে।
অভিজ্ঞতা : এক বছর।
বেতন : আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা : সর্বোচ্চ ৩০ বছর।
কাজের জায়গা : ঢাকা।
আবেদনের শেষ তারিখ : ১৭ মে।
ছবি এবং পূর্ণাঙ্গ সিভিসহ আবেদন
ঠিকানা : ওভারসিস মার্কেটিং করপোরেশন লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-১৫), ৪ পান্থপথ, ঢাকা-১২১৫। সূত্র : www.bdjobs.com

বিডি ফাইন্যান্স

পদ ও যোগ্যতা : হেড অব সিআরএম। সিএ/মাস্টার্স।
অভিজ্ঞতা : ৮ বছর।
বেতন : আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা : অনূর্ধ্ব ৪০ বছর।
কাজের জায়গা : ঢাকা।
আবেদনের শেষ তারিখ : ২০ মে।
ছবি এবং পূর্ণাঙ্গ সিভিসহ আবেদন করুন।
ঠিকানা : হেড অব এইচআর, বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, বায়তুল হোসেন বিল্ডিং (২য় তলা), ২৭ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০। সূত্র : www.bdjobs.com

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

পদ ও যোগ্যতা : ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-সিভিল।
অভিজ্ঞতা : প্রতিষ্ঠিত কোনো কনস্ট্রাকশন কম্পানিতে পাঁচ থেকে সাত বছর কাজের অভিজ্ঞতা।
বেতন : আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা : ২৫ থেকে ৩৫ বছর।
আবেদনের শেষ তারিখ : আগামী দুই সপ্তাহের মধ্যে। দুই কপি পাসপোর্ট আকারের ছবি এবং সিভিসহ আবেদন করুন। ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কম্পানি, এনএলআই টাওয়ার, ৫৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সূত্র : প্র.আ।

বেটা ওয়ান ইনভেস্টমেন্ট

পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হিসাববিজ্ঞান/অর্থনীতিতে স্নাতকোত্তর।
অভিজ্ঞতা : দুই বছর।
বেতন : আলোচনা সাপেক্ষে।
কাজের জায়গা : ঢাকা।
আবেদনের শেষ তারিখ : ২৬ মে।
ছবি এবং পূর্ণাঙ্গ সিভিসহ আবেদন করুন।
ঠিকানা : বেটা ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড, গ্রিন ডেলটা এইমস টাওয়ার (লেভেল-৪), ৫১-৫২, মহাখালী সি/এ, ঢাকা-১২১২। সূত্র : www.bdjobs.com

ব্র্যাক

পদ ও যোগ্যতা : স্টাফ রিসার্চার। স্নাতকোত্তর। শিক্ষাজীবনের সব পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে।
অভিজ্ঞতা : তিন বছর।
বেতন : ২৫,৬৪৫ টাকা ও অন্যান্য সুবিধা।
বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর।
আবেদনের শেষ তারিখ : ১৮ মে।
দুই কপি পাসপোর্ট আকারের ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র ফটোকপিসহ আবেদন করুন। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD#22/13 উল্লেখ করতে হবে।
ঠিকানা : ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২। সূত্র : প্র.আ।

কোহিনূর কেমিক্যাল কম্পানি


পদ ও যোগ্যতা : শিক্ষানবিস বিক্রয় প্রতিনিধি। স্নাতক।
অভিজ্ঞতা : নিষ্প্রয়োজন।
বেতন : আলোচনা সাপেক্ষে।
উচ্চতা : পাঁচ ফুট চার ইঞ্চি (ন্যূনতম)।
বয়সসীমা : সর্বোচ্চ ৩০ বছর।
কাজের জায়গা : নোয়াখালী।
আবেদনের শেষ তারিখ : ১৪ মে।
ছবি এবং পূর্ণাঙ্গ সিভিসহ নিম্নঠিকানায় সকাল সাড়ে ১০টায় সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন।
ঠিকানা : নোয়াখালী রিজিওনাল অফিস, কোহিনূর কেমিক্যাল কম্পানি, কবির উদ্দিন (মেসার্স আজমীর হোটেলের উপরে), বড় পুল, চৌমুহনী, নোয়াখালী।
সূত্র : www.bdjobs.com

Friday, May 10, 2013

ওমানে সড়ক দুর্ঘটনা : তিন বাংলাদেশিসহ পাঁচজন নিহত


মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত তিন বাংলাদেশি চট্টগ্রামের অধিবাসী বলে জানা গেছে। নিহত বাংলাদেশিরা হলেন আমানবাজার গ্রামের জসিম আল দীন, বোয়ালখালীর মোহাম্মদ দেলোয়ার, কাঞ্চনা গ্রামের হেফাজেতুর রহমান। আহত এক বাংলাদেশি ফুলতলা গ্রামের মোহাম্মদ জাফরের অবস্থাও আশঙ্কাজনক বলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
ওমানের পুলিশ জানিয়েছে, মাস্কটের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের সংযোগ সড়কে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি যাত্রীদের বহনকারী গাড়িটি বিপরীত দিক থেকে আসা ওমান পুলিশের এক ব্রিগেডিয়ারের ব্যক্তিগত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ কর্তার গাড়িচালক এবং দুই বাংলাদেশি নিহত হন। ব্রিগেডিয়ার সেলিম বিন মোহাম্মদ আল রোয়াজসহ আহত দুজন পরে চিকিৎসাধীন অবস্থায় ওমানের সোহার রেফারেল হাসপাতালে মারা যান।

ফতুল্লায় গণধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার

নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক গার্মেন্ট নারী কর্মীকে (১৭) গণধর্ষণের ঘটনায় আরিফ(৩২) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার পশ্চিম তল্লার একটি বাড়ি থেকে এ বখাটেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ তল্লা এলাকার জামাল মিয়ার পুত্র ।

ফতুল্লা মডেল থানার এসআই ওয়াহিদুজ্জামান জানান, বখাটে আরিফ ফতুল্লার তল্লা এলাকার রপ্তানিমুখী নাইনটেক্স গার্মেন্টের এক নারী কর্মী (১৭) গণধর্ষণের মামলার এজাহারভূক্ত আসামি। তিনি আরো জানান, আরিফকে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডের শুনানী পরে অনুষ্ঠিত হবে।

দাম কমছে সুপার কম্পিউটারের

সুপার কম্পিউটার কেনার অফারে অবাক হচ্ছেন? দাম কমেছে, চাইলে এখন আপনিও কিনে ফেলতে পারেন একটি সুপার কম্পিউটার।
এখন মাত্র পাঁচ লাখ মার্কিন ডলারেই যে কেউ কিনে ফেলতে পারবেন সুপার কম্পিউটার ক্রে’র ছোট সংস্করণ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ক্রে ইনকর্পোরেশন তৈরি করছে এক্সসি৩০-এসি মডেলের ছোটো আকারের এ সুপার কম্পিউটার। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন।
বিশ্বের প্রথম সুপার কম্পিউটার তৈরি করেছিল ক্রে। অনেক বড় আকারের সেই সুপার কম্পিউটারের আকার ছোট করে সাশ্রয়ী দামে এখন বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ক্রের তৈরি এক্সসি৩০-এসি মডেলটি হবে ক্রের তৈরি সবচেয়ে সস্তা সুপার কম্পিউটার। এ কম্পিউটারটিতে অবশ্য ক্রের সবচেয়ে দামি ও শক্তিশালী সুপারকম্পিউটার এক্সসি-৩০-এর মতো সফটওয়্যার ও প্রসেসর ব্যবহার করা হয়েছে। এক্সসি-৩০ সুপারকম্পিউটারটির দাম এক কোটি মার্কিন ডলার থেকে তিন কোটি মার্কিন ডলারের কাছাকাছি।

তেজগাঁওয়ে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ৩

রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তার মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাত রাস্তার মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভারের প্রাচীর ভেঙে কাভার্ড ভ্যানটি কেন্দ্রীয় ঔষধাগারের ফটকে গিয়ে ধাক্কা খায়। এ সময় সেখানে বেশ কয়েকজন পথচারী মারাত্মক আহত হন। আশপাশের লোকজন কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। আহত লোকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটকের চেষ্টা চলছে জানিয়ে তেজগাঁও অঞ্চলের পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে জানান, বিআরটিএতে খোঁজ নিয়ে কাভার্ড ভ্যানের মালিককে ডেকে আনা হবে। তবে আজ বিআরটিএ বন্ধ থাকায় সেটি সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তিদের স্বজনেরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।