Friday, May 10, 2013

রেশমাকে উদ্ধারের ঘটনায় বিশ্ব গণমাধ্যমে আলোড়ন

সাভারের ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে ঘটনার ১৬ দিন পর আজ শুক্রবার পোশাকশ্রমিক রেশমা বেগমকে উদ্ধারের ঘটনায় বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে। ধ্বংসাবশেষে আটকে থাকার সময় রেশমা একটি পাইপের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে উদ্ধারকাজের বর্ণনার পাশাপাশি রেশমার অভিজ্ঞতার বর্ণনা দেওয়া হয়েছে। সংবাদটির শিরোনাম: ‘উইম্যান পুল্ড অ্যালাইভ ফ্রম রাবল অব বাংলাদেশ ফ্যাক্টরি।’ উদ্ধারের পর উদ্ধারকর্মীরা যে উল্লাসে ফেটে পড়েন, তা-ও বর্ণনা করা হয়েছে সংবাদটিতে।
সিএনএন শিরোনাম করেছে রেশমার উদ্ধৃতি দিয়ে। রেশমা উদ্ধারকারীদের সাহায্য চাইতে যে ডাক দিয়েছিলেন, তা-ই শিরোনাম হয়েছে সিএনএনের। শিরোনাম ছিল, ‘আই অ্যাম অ্যালাইভ বাংলাদেশ সারভাইভর সেইস প্লিজ রেস্কিউ মি’।
‘দ্য গার্ডিয়ান’-এ ‘উইম্যান ফাউন্ড অ্যালাইভ ইন রাবল অব বাংলাদেশ ফ্যাক্টরি সেভেনটিন ডেইজ আফটার কোলাপ্স’ শিরোনামের খবরে উদ্ধারকাজের বিবরণ দেওয়া হয়েছে। রেশমাকে উদ্ধারের পেছনে মূল ভূমিকা পালনকারী সেনাবাহিনীর সার্জেন্ট আবদুর রাজ্জাকের বক্তব্যও উদ্ধৃত করা হয়েছে।
বিবিসি শিরোনাম করেছে ‘ঢাকা বিল্ডিং কোলাপ্স: উইম্যান পুল্ড অ্যালাইভ ফ্রম রাবল।’ খবরে বলা হয়েছে, ‘সেনাবাহিনী এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করার পর আজকের নাটকীয় খবরটি পাওয়া গেছে।’ এতে রেশমা বেগমের বক্তব্যের পাশাপাশি আবদুর রাজ্জাকের বক্তব্যও উদ্ধৃত করা হয়েছে।
আল জাজিরা শিরোনাম করেছে, ‘বাংলাদেশ ফাইন্ডস বিল্ডিং কোলাপ্স সারভাইভর’। এর উপশিরোনামে বলা হয়েছে, ঢাকার ভবনধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনার ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে এক নারী পোশাকশ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বার্তা নিয়ে সংবাদ পরিবেশন করেছে টাইমস অব ইন্ডিয়া। ‘সারভাইভর ফাউন্ড ইন রাবল সেভেনটিন ডেইজ আফটার বাংলাদেশ ফ্যাক্টারি কোলাপ্স: ফায়ার চিফ।’
এ ছাড়া টেলিগ্রাফ, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, হাফিংটন পোস্ট, সিনহুয়া, প্রেসটিভিসহ বিভিন্ন সংবাদ সংস্থা ও পত্রিকার ওয়েবসাইটে এ সংবাদ প্রকাশিত হয়েছে।

আবেগতাড়িত হয়েই পদত্যাগ

রাতে বাইরে কোথাও খেতে গিয়েছিলেন। সাজেদুল ইসলাম আর শামসুর রহমানকে নিয়ে হোটেলে ফিরে রিসেপশনে কী নিয়ে যেন কথা বললেন। এরপর পা বাড়ালেন লিফটের দিকে। পেছনে থেকে ‘ক্যাপ্টেন...’ বলে ডাক দিতেই কপাল কোঁচকানো বিরক্তি নিয়ে তাকালেন মুশফিকুর রহিম, ‘আবার কী ভাই...?’
মুশফিকের বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। পরশু সিরিজ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণার পর থেকে সময়টা কেমন যাচ্ছিল না বোঝার কথা নয়। একের পর এক কথা বলতে হয়েছে এটা নিয়েই। সন্ধ্যায় মাঠ থেকে হোটেলে ফিরেই মুশফিককে নিয়ে আলোচনায় বসেছিলেন দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা আহমেদ সাজ্জাদুল আলম, নির্বাচক মিনহাজুল আবেদীন ও কোচ শেন জার্গেনসেন। দু-একজন সতীর্থ রুমে গিয়ে বুঝিয়ে এসেছেন মাথা ঠান্ডা রাখতে। ঢাকা থেকে টেলিফোনে কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান ও পরিবারের সদস্যরা। পদত্যাগের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সবাই সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেছেন। মুশফিক সিদ্ধান্তে অনড়। এ ধরনের ‘যুদ্ধ’ আগে কখনো করেননি বলে ক্লান্তি আর বিরক্তি আসাটাই স্বাভাবিক।
কিন্তু কেন হঠাৎ পদত্যাগ করলেন মুশফিক? বোর্ড জানে না, টিম ম্যানেজমেন্ট জানে না, কোচ-সতীর্থ কেউ জানেন না, সংবাদ সম্মেলনে আকস্মিক এ ঘোষণার রহস্য কী?
পরশু রাতে হলিডে ইন হোটেলে দলের একাধিক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে—সংবাদ সম্মেলনে মুশফিক যে ব্যাখ্যা দিয়েছেন, পদত্যাগের কারণ সেটাই। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের হতাশা থেকেই এমন সিদ্ধান্ত। আহমেদ সাজ্জাদুল আলম বলেছেন, ‘সংবাদ সম্মেলনে যে কারণ দেখিয়েছে, আমাদেরও মুশফিক তাই বলেছে। এ ছাড়া আমি অন্যভাবেও খোঁজখবর নিয়েছি এখানে আর কোনো কারণ আছে কিনা। আমার মনে হয় এখানে অন্য কিছু নেই। সিরিজ হারায় আবেগপ্রবণ হয়ে সে এই সিদ্ধান্ত নিয়েছে।’ একই ধারণা মিনহাজুল আবেদীনেরও, ‘ও এটা ইমোশনালি করেছে। নইলে বোর্ড, পরিবার, টিমমেট কারও সঙ্গে কথা না বলে সে কী করে এত বড় সিদ্ধান্ত নেয়! আমরা ওকে বোঝানোর চেষ্টা করছি।’ দলের একাধিক খেলোয়াড়ের সঙ্গে কথা বলেও প্রায় একই বার্তা পাওয়া গেছে। মুশফিকের পদত্যাগের কারণ হিসেবে দলের সবার সহযোগিতা না পাওয়ার কথাও আসছে। তবে মুশফিকের খুব ঘনিষ্ঠরাও সমর্থন করছেন না এ ধারণাকে।
পদত্যাগ করলেও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুশফিকই অধিনায়কত্ব করবেন। আপাতত তাই বিষয়টা নিয়ে আর আলোচনা করতে আগ্রহী নয় টিম ম্যানেজমেন্ট। ‘টি-টোয়েন্টি ম্যাচে সে-ই অধিনায়কত্ব করবে। আর জিম্বাবুয়ে সফরের পর আপাতত খেলাও নেই। কাজেই এখানে আর নতুন করে কিছু হওয়ার সম্ভাবনা নেই। কথাবার্তা যা বলার দেশে ফিরে বলব’—জানিয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম।
দল সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দিলেও পরশু তৃতীয় ওয়ানডের শেষ দিকে মাঠেই তামিম ইকবালকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান মুশফিক। খেলা চলায় মাঠে তামিম এ নিয়ে আর কথা বাড়াননি। পরে খেলা শেষে নাকি মুশফিক নিজ থেকেই সংবাদ সম্মেলনে যাওয়ার আগ্রহ দেখান। তার আগে ড্রেসিংরুমে ‘একটা কথা আছে’ বলে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে এগিয়ে যান তামিম। অনুরোধ করেন মুশফিক যেন সিদ্ধান্ত থেকে সরে আসেন। ততক্ষণে বিষয়টা আঁচ করতে পেরে মাহমুদউল্লাহ, রাজ্জাক, শামসুর রহমানসহ আরও কয়েকজনও তাঁকে বোঝানো শুরু করেন। মুশফিক তার পরও সিদ্ধান্তে অনড় থাকলে তামিম বলেন, এখনই কোনো সিদ্ধান্ত জানানোর দরকার নেই। যা বলার মুশফিক যেন সিরিজ শেষে বলেন।
বিষয়টা তখন পর্যন্ত টিম ম্যানেজমেন্টের কানে না পৌঁছালেও মুশফিক আইস বাথ নেওয়ার সময় যখন তামিম ও শামসুর তাঁকে বোঝাচ্ছিলেন, তাঁদের কথোপকথন কানে যায় কোচ শেন জার্গেনসেনের। টিম ম্যানেজার তানজীব আহসানকে তিনি বিষয়টা দেখতে বলেন। ম্যানেজার তখনই খেলোয়াড়দের কাছ থেকে প্রথম শোনেন মুশফিকের পদত্যাগের সিদ্ধান্তের কথা। এ সময় মুশফিক সংবাদ সম্মেলনে আসার জন্য প্রস্তুতি নিলে অন্যরা বাধা দেন। সবাই বুঝতে পারছিলেন সংবাদ সম্মেলনে গিয়েই পদত্যাগের ঘোষণা দেবেন অধিনায়ক। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ তখন মুশফিককে সংবাদ সম্মেলনে না আসতে বলে চলে আসেন নিজেই। কিন্তু শেষ পর্যন্ত সতীর্থদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে সংবাদ সম্মেলনে চলে আসেন মুশফিকও, ঘোষণা দেন পদত্যাগের।
সিরিজ এখনো চলছে। মুশফিকের পদত্যাগ যাতে টি-টোয়েন্টি ম্যাচে কোনো ছায়া না ফেলে, সে ব্যাপারে যথেষ্টই সচেতন টিম ম্যানেজমেন্ট। খেলোয়াড়দের প্রতিও অলিখিত নির্দেশ এ নিয়ে কথা না বলার। তবে সূত্র জানিয়েছে, পরশু হোটেলে ফেরার পরও দলের একাধিক খেলোয়াড় মুশফিককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। মোহাম্মদ আশরাফুল রুমে গিয়ে অধিনায়কের সঙ্গে কথা বলেছেন। কাল সকালে কথা বলেছেন তামিমও। নাম প্রকাশ না করার শর্তে দলের এক খেলোয়াড় বললেন, ‘মুশফিক সম্পূর্ণ আবেগতাড়িত হয়ে এটা করেছে। পদত্যাগ করার মতো কিছুই হয়নি। দলের কারও সঙ্গেই তাঁর কোনো সমস্যা নেই। আমরা সবাই ওর সঙ্গে আছি।’ আরেকজন তো নিশ্চিত করেই বললেন, ‘মুশফিককে অনেক দিন থেকে চিনি। আমি গ্যারান্টি দিচ্ছি, ও সিদ্ধান্ত বদলাবে। সিরিজটা শেষ হোক। দেশে ফিরলেই সব ঠিক হয়ে যাবে। এটা এমন সিরিয়াস কিছু না।’
জাতীয় দলের সতীর্থ থেকে শুরু করে দেশের সাধারণ ক্রিকেটপ্রেমী—মুশফিকুর রহিমকেই অধিনায়ক হিসেবে দেখতে চায় সবাই। মুশফিকও নিশ্চয়ই বুঝবেন, ক্রিকেটে আবেগের চেয়ে দায়িত্ব অনেক বড়। আর সেটা তাঁর মতো ভালো নিকট অতীতে কেউ পালন করেনি।

চিত্রকর্ম নিলাম থেকে ম্যাডোনার আয় ৭০ লাখ ডলার

পাকিস্তান, আফগানিস্তানসহ বিশ্বের আরও কয়েকটি দেশে নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে তহবিল গঠনের জন্য সম্প্রতি নিজের সংগ্রহে থাকা একটি চিত্রকর্ম নিলামে তুলেছিলেন ‘পপসম্রাজ্ঞী’খ্যাত মার্কিন গায়িকা ম্যাডোনা। ফরাসি চিত্রশিল্পী প্রয়াত ফার্নান্দ লেগারের আঁকা বিমূর্ত চিত্রকর্মটি বিক্রি থেকে আয় হয়েছে ৭০ লাখ মার্কিন ডলার।
‘ট্রয়েস ফেমস আ লা টেবিল রগ’ শিরোনামের চিত্রকর্মটি আঁকা হয়েছিল ১৯২১ সালে। ম্যাডোনা সেটি কিনেছিলেন ১৯৯০ সালে। এত দিন তাঁর সংগ্রহেই ছিল চিত্রকর্মটি। ম্যাডোনা তাঁর অলাভজনক প্রতিষ্ঠান রে অফ লাইট ফাউন্ডেশনের জন্য অর্থ তহবিল গঠনের উদ্দেশ্যে চিত্রকর্মটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন গত এপ্রিল মাসে। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত একটি নিলাম থেকে সেটি কিনে নেন অজ্ঞাতপরিচয় এক ক্রেতা। সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পথশিশু এবং দরিদ্র কৃষকদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে ম্যাডোনার রে অফ লাইট ফাউন্ডেশন। এবার প্রতিষ্ঠানটির মাধ্যমে নারীশিক্ষা প্রসারের জন্য কাজ করবেন ম্যাডোনা। মূলত এই উদ্দেশ্যেই নিজের সংগ্রহে থাকা পছন্দের একটি চিত্রকর্ম নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন এ তারকা সংগীতশিল্পী।
এ প্রসঙ্গে গত মাসে এক বিবৃতিতে ম্যাডোনা বলেছেন, ‘আমি অমূল্য একটি উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মূল্যবান সামগ্রী নিলামে তুলতে চাই। অমূল্য সেই উদ্দেশ্যটি হলো নারীশিক্ষার প্রসার। আমি এমন কোনো পৃথিবী দেখতে চাই না, যেখানে স্কুলে যাওয়ার জন্য কিংবা শিক্ষাদানের অভিযোগে মেয়েদের গুলি করে হত্যা কিংবা আহত করা হয়। আত্মতুষ্টির জন্য আমাদের হাতে একদমই সময় নেই।’
ম্যাডোনা দক্ষিণ আফ্রিকার মালাওয়ি থেকে দুটি সন্তান দত্তক নিয়েছেন। সেখানে ১০টি স্কুল নির্মাণের পরিকল্পনা করেছেন ৫৪ বছর বয়সী এই গায়িকা, গীতিকার, অভিনেত্রী, নির্মাতা, নৃত্যশিল্পী ও নারী উদ্যোক্তা।

অল্পের জন্য জিপিএ-৫ পেলেন না পড়শী

চ্যানেল আই খুদে গানরাজ প্রতিযোগিতার আলোচিত কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। এসএসসি পরীক্ষায় গুলশানের ক্যামব্রিয়ান স্কুল থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৪.৯৪ পেয়েছেন তিনি। অল্পের জন্য জিপিএ-৫-এর দেখা না পেলেও তাতে কোনো আফসোস নেই পড়শী ও তাঁর পরিবারের সদস্যদের। পড়শীর সাফল্যে খুশি সবাই।

পড়শীর মা জুলিয়া এহসান বলেন, ‘গান রেকর্ডিং আর মঞ্চ পরিবেশনা নিয়ে ওর যে ব্যস্ততা ছিল, এর মধ্য থেকে ও যে ঠিকমতো পরীক্ষা দিয়ে পাস করেছে, এতেই আমাদের অনেক বেশি আনন্দ। রাত-দিন দোয়া করেছি যেন একটা সন্তোষজনক ফলাফল হয়। এখন তো দেখছি, রেজাল্ট ভালোই এসেছে।’

এদিকে পড়শী বলেন, ‘গানের ব্যস্ততার কারণে এক বছর ঠিকমতো পড়াশোনা করা হয়নি। ঠিকমতো টেবিলে বসতে পারলে আমি নিশ্চিত এর চেয়ে অনেক ভালো ফল করতে পারতাম। তবে এই ফলাফল নিয়েও আমি অনেক খুশি।’

পড়শীর পারিবারিক সূত্রে জানা গেছে, পড়শী বাণিজ্য বিভাগে এইচএসসিতে ভর্তি হবেন ক্যামব্রিয়ান কলেজেই। কারণ, ক্যামব্রিয়ান কলেজে নাকি পড়াশোনার ফাঁকে গান-বাজনার জন্য অনেক সময় ও সুবিধা পাওয়া যায়।

বাধা দিলে হরতাল

১৩ মে সোমবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ৪৮ ঘণ্টার সময়সীমা প্রত্যাখ্যান করায় এবং নির্দলীয় সরকারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের কাছে সিদ্ধান্তের কথা জানান।
রাত নয়টায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বৈঠকের একটি সূত্র জানায়, ১৩ মের সমাবেশে বাধা দিলে বা করতে না দিলে ওই দিনই তাৎক্ষণিকভাবে হরতাল ডাকা হবে। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া ও মঈন খান।

সাভারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

সাভারে রানা প্লাজা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪।
জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ধ্বংসস্তূপ থেকে এক হাজার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪২টি। এ ছাড়া হাসপাতালে মারা গেছে ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা মোট এক হাজার ১৪ জন।
এ পর্যন্ত ৭১৫টি মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের অপেক্ষায় আছে আরও ১৪৩টি মরদেহ। এর মধ্যে ৫৯টি মরদেহ স্থানীয় অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে রাখা আছে এবং হাসপাতালের মর্গে আছে আরও ৮৪টি। এ ছাড়া ১৫৬টি মরদেহ দাফন করা হয়েছে।
উদ্ধার অভিযান এখনো চলছে। নিখোঁজ প্রিয়জনের খোঁজে স্বজনের ভিড় এখনো আছে।
স্বজনদের অভিযোগ, পরনের জামা-কাপড়সহ নানা প্রমাণ দেখে শনাক্ত করার পরও ডিএনএ পরীক্ষার অজুহাতে লাশ দেওয়া হচ্ছে না। পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পরও লাশ পাওয়া যাচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন।
গত ২৪ এপ্রিল সকাল পৌনে নয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় ভবনের মালিক সোহেল রানাকে গত ২৮ এপ্রিল যশোরের বেনাপোল সীমান্ত থেকে র‌্যাব গ্রেপ্তার করে।

দাম ২৮ হাজার টাকার নিচে

হালকা ও বহনযোগ্য প্রযুক্তিপণ্য হিসেবে নেটবুক কম্পিউটার এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে। আকারে ছোট, হালকা এবং দামটা কম হওয়ায় তরুণদের কাছে নেটবুক বেশ জনপ্রিয়। দেশের বাজারে বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন দামের নেটবুক পাওয়া যায়। দেখতে আকর্ষণীয় এবং দাম ২৮ হাজার টাকার কম—এমন নেটবুকের খোঁজ থাকছে এখানে।

স্যামসাং
বর্তমানে বাজারে ২০ হাজার ৮০০ থেকে সাড়ে ২৭ হাজার টাকার মধ্যে স্যামসাং ব্র্যান্ডের বেশ কটি নেটবুক পাওয়া যাচ্ছে। ইন্টেল অ্যাটম প্রসেসর-নির্ভর ২ গিগাবাইট র‌্যামযুক্ত স্যামসাং এন১০০এস এবংইন্টেল অ্যাটম এন২১০০ ও ১ গিগাবাইট র‌্যামসহ এন১০০ অ্যাটম এন৪৩৫ মডেলের নেটবুকের দাম ২০ হাজার ৮০০ টাকা। এনসি ১০৮-পি০১বিডি ইন্টেল অ্যাটম এন২৬০০ মডেলের নেটবুকের দাম ২৩ হাজার ৮০০ থেকে ২৫ হাজার টাকা। ১ গিগাবাইট র‌্যামসহ স্যামসাং এনসি ২১৩ অ্যাটম এন২৬০০ নেটবুকের দাম সাড়ে ২৭ হাজার টাকা।

এসার অ্যাসপায়ার নেটবুক
১০.১ ইঞ্চি পর্দার ইন্টেল অ্যাটম প্রসেসর-নির্ভর এসার অ্যাসপায়ার ওয়ান ডি২৭০ মডেলের নেটবুকের দাম ২৩ হাজার ৬০০ টাকা। ১১.৬ ইঞ্চির পর্দা ও ৫০০ গিগাবাইট হার্ডডিস্কযুক্ত এসার অ্যাসপায়ার ওয়ান ৭২৫ এএমডি সি৬০ মডেলের নেটবুকের দাম ২৬ হাজার ৩০০ টাকা।

আসুস
বাজারে বর্তমানে আসুস ব্র্যান্ডের বিভিন্ন রঙের কম দামের বেশ কটি নেটবুক বাজারে পাওয়া যাচ্ছে। ১০.১ ইঞ্চি পর্দার ৩২০ গিগাবাইটের হার্ডডিস্কসহ আসুস এক্স১০১সিএইচ ইন্টেল অ্যাটম প্রসেসরযুক্ত নেটবুকের দাম ২১ হাজার ৮০০ থেকে ২২ হাজার টাকা। ২ গিগাবাইটের র‌্যাম ও ১০.১ ইঞ্চি পর্দাযুক্ত আসুস ১০১৫বিএক্স এএমডি ডুয়েল কোর সি৬০ মডেলটির দাম ২৪ হাজার টাকা। এছাড়া এক্স১০১সিএইচ মডেলের ইপিসির দাম ২২ হাজার টাকা।

এইচপি
বর্তমানে বিভিন্ন দোকানে এইচপির মিনি ১১০-৪১১২টিইউ অ্যাটম এন২৬০০ নেটবুক পাওয়া যাচ্ছে। ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ২ গিগাবাইটের র‌্যামসহ ইন্টেল অ্যাটম প্রসেসর-নির্ভর এই মডেলের দাম ২৪ হাজার থেকে
২৫ হাজার টাকা।

প্রাপ্তিস্থান
ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের বিভিন্ন কম্পিউটার বিক্রয়কেন্দ্রে পাওয়া যায় কম দামের এই নেটবুকগুলো। চট্টগ্রামের জিইসি, আগ্রাবাদ, সিলেটের বন্দরবাজারের বিভিন্ন কম্পিউটার বিক্রয়কেন্দ্রে পাওয়া যায় নেটবুকগুলো।

রানা প্লাজার ধ্বংসস্তূপে জীবিত একজনের সন্ধান

সাভারের রানা প্লাজা ধসের ১৭তম দিনে আজ শুক্রবার ধ্বংসস্তূপ থেকে জীবিত একজন নারীর সন্ধান পাওয়া গেছে। তাঁর নাম রেশমা। তিনি অক্ষত অবস্থায় সেখানে বসে আছেন বলে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন।
এরই মধ্যে রেশমাকে পানি ও বিস্কুট দেওয়া হয়েছে। তাঁর জন্য অক্সিজেন ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা অত্যন্ত সতর্কতার সঙ্গে রেশমাকে বের করে আনার চেষ্টা করছেন।
গত ২৪ এপ্রিল সকাল পৌনে নয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এ পর্যন্ত এ দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪।

Salman Khan Decided To Marry With Lulia Vantur Very Soon


Dabangg khan is the trade mark of Bollywood.  The lover of salman khan is waiting the shocking news of salman khan wedding since a decade.  Now salman khan decided to become the groom of very pretty face Lulia Vanturwho is an american blonde. Some of the people would not trust on this shocking news. From now they will be see together in lots of celebrations.
According to Mid day news, Salman khan wanted to be as close as with Lulia Vantur soon.  Salman khan stories with Indian Bollywood actress always remain in headlines. But this time he tried something different as Salman khan to marry Lulia Vantur . So every fan of Salman khan is waiting for the real dawdler to this Salman khan marriage news and Salman khan to marry Lulia Vantur an american blonde.