Saturday, September 3, 2011

বিয়ের প্রস্তুতি নিচ্ছি (মলি্লকা শেরাওয়াত)

বলিউডের পরিবর্তে হলিউডপ্রীতি, কেন?
বলিউডকে 'খিচুড়ির ডেকচি' বলা যায়। কারণ এখানে মেয়েরা কি ধরনের চরিত্র পাবে, দুর্ভাগ্যজনকভাবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়। তবে হলিউডে তার ব্যতিক্রম। তাই এখানে অভিনয়ের সুযোগও বেশি।
বর্তমানে হলিউড প্রজেক্ট কি?
২৬ আগস্ট মুক্তি পেল প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচন পূর্ববর্তী প্রচারণা নিয়ে নির্মিত একটি রোমান্টিক কমেডি মুভি 'পলেটিকস অব লাভ'।
এতে কি ধরনের চরিত্র রূপায়ণ করলেন?
মুভিটিতে আমি ওবামার পক্ষে প্রচারণার কাজ করি এবং বিপক্ষ প্রচারণা দলের একজনের প্রেমে পড়ি। আমার চরিত্রটিই এখানে মুখ্য।
বেশিরভাগ সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে, বলিউড থেকে সরে যাচ্ছেন?
যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলস এবং এর পরিবেশ আমার খুব পছন্দ। তাছাড়া এই শহরকে আন্তর্জাতিক চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুও বলা যায়। তাই ক্যারিয়ার গড়তে এখানেই স্থায়ী হতে চাই।
বলিউডে আপনার হলিউড কার্যকলাপ নিয়ে সমালোচনা হচ্ছে, কেন?
বলিউড মিডিয়া আমার মৃত ক্যারিয়ার নিয়ে অসংখ্যবার প্রতিবেদন করেছে। সব ধরনের মিথ্যাচার, অসহযোগিতা ও অপঘাতের পরও কিন্তু এখনো আমি সদর্পে দাঁড়িয়ে আছি।
সম্প্রতি বলিউডে বলা হচ্ছে আপনার চেয়ে জ্যাকুলিন হট...
এটা তাদের নিজস্ব মন্তব্য। কিন্তু কে বেশি হট সেটা তো নির্ধারণ করবে দর্শক।
বিয়ের পরিকল্পনা আছে?
হ্যাঁ, বিয়ের প্রস্তুতি নিয়েই এখন এগুচ্ছি। লোকেশন, বিয়ের পোশাক, খাবার-দাবার সবই মোটামুটি ঠিক করা হয়ে গেছে। বর নির্বাচনই এখন শুধু বাকি।
কান এবং অন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার পোশাক ও ফ্যাশন নিয়ে সমালোচনা হয়েছে...
এসব সমালোচনার ধার ধারি না। এমন চিন্তা ধারার মূল্য বর্তমান বিশ্বে অচল, আমি প্রগতির পথে এগুচ্ছি।

নাটক 'যদি ভালোবাসা পাই'

অরুন চৌধুরীর রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় আজ রাত ৭:৪৫ মিনিটে দেশটিভিতে প্রচার হবে নাটক 'যদি ভালোবাসা পাই'। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শর্মিলী আহমেদ, ওয়াহিদা মলি্লক জলি, সারিকা, অর্ষা, নিলয় প্রমুখ

নাটক 'ভালবাসার প্লাবনকাল'

চ্যানেল আইতে আজ দুপুর ১২টা ০৫ মিনিটে প্রচার হবে নাটক 'ভালবাসার প্লাবনকাল'। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, কুসুম শিকদার, এস এম মোহসীন, রাহুল আনন্দ প্রমুখ।

টেলিফিল্ম 'ভালবাসি তাই ভালবেসে যাই'

এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'ভালবাসি তাই ভালবেসে যাই'। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জয়া আহসান, তিশা, ইরেশ যাকের, আরেফিন শুভ, সানজিদা প্রীতি, ওমর আয়াজ অনি প্রমুখ।

অন্য বিদ্যা

সিল্ক স্মিতার জীবনী অবলম্বনে পরিচালক মিলন লুথরিয়া বানিয়েছেন 'দ্য ডার্টি পিকচার'। এতে বিদ্যা বালান সম্পূর্ণ ভিন্ন মেকআপ ও গেটআপে আবিষ্কৃত হয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া এই ছবিতে বিদ্যার বিপরীতে নাসিরুদ্দিন শাহ, এমরান হাশমি ও তুষার কাপুর অভিনয় করেছেন। 'দ্য ডার্টি পিকচার' ছবিতে বিদ্যাকে দেখার পর একতা কাপুর ও বিশাল ভরদ্বাজ তাদের পরবর্তী ছবির জন্য প্রস্তাব দিয়েছিলেন। সেখানে মোহিনী ও ছলনাময়ী এক নারীর চরিত্রে অভিনয় করতে হবে তাকে। কিন্তু বিদ্যা একরকম না বলে দিলেন। কারণ হিসেবে বললেন, 'ছবিতে তার তেমন কিছু করার নেই। কারণ চরিত্রটি ছোট। ছবির মূল চরিত্রে রয়েছেন এমরান হাশমি।' এর আগে একই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে রানী মুখার্জিও প্রত্যাখ্যান করেছিলেন। রানীর আপত্তির কারণ ছিলেন 'কিসার বয়'খ্যাত এমরান হাশমির মতো অভিনেতা।

বডিগার্ড সুপার হিট

বলিউড অভিনেতা সালমান খান প্রমাণ করলেন সময় এখন তার। হ্যাটট্রিকটা করেই ছাড়লেন। সালমান অভিনীত নতুন ছবি 'বডিগার্ড' সুপারহিট হয়েছে। প্রথম দিনেই ছবিটি ২২ কোটি রুপি ব্যবসা করেছে। এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। আর একটি আইটেম সং-এ নেচেছেন ক্যাটরিনা কাইফ। 'শীলা কি জওয়ানি'র পর আবারও আইটেম গার্ল হিসেবে হিট করেছেন ক্যাটরিনা। তবে কারিনাও কম না। তিনি ছবির নায়িকা। চমৎকার অভিনয়ে দর্শক মাতিয়েছেন কারিনা। ছবিতো বটেই ছবির বেশ কয়েকটি গানও হিট হয়েছে। সবমিলিয়ে বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে 'বডিগার্ড'।

এগিয়ে গেলেন দীপিকা

বলিউড দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন দীপিকা পাড়ুকোন। ক্যাটরিনা, ইভা লঞ্জোরিয়া এবং পেনেলোপ ক্রুজের মতো বাঘা বাঘা অভিনেত্রীকে পেছনে ফেলে ধুম-৩ এ অভিনয়ের প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন। সবকিছু ঠিক থাকলে যশরাজ প্রডাকশনের এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যেতে পারে তাকে। বিগ বাজেটের এ ছবিটি বলিউডে দীপিকার অবস্থান আরও মজবুত করবে বলে আশা করছেন বোদ্ধারা।

যুবরাজের নতুন প্রেম!

যুবরাজ সিংয়ের নতুন প্রেমের গুঞ্জনে মুখরিত হচ্ছে ভারতের ফিল্ম ও ক্রিকেটপাড়া। এবার গুঞ্জনের নায়িকা বলিউড সুপার স্টার সালমান খানের বোন অর্পিতা। সম্প্রতি দিলি্লর একটি পাঁচতারা হোটেলে এক সঙ্গে দেখা যায় তাদের। সেখানে কিছু সময় একান্তে কাটান তারা। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ে প্রচার মাধ্যমে। কিন্তু অর্পিতার সঙ্গে বিশেষ সখ্যের কথা অস্বীকার করে যুবরাজ বলেছেন, সে শুধু আমার ভালো বন্ধু।


Wednesday, August 31, 2011

আমেরিকায় ঈদ উদযাপিত

 
উত্তর আমেরিকার সর্বত্র আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় নিউইয়র্কসহ বড় বড় নগরীর মসজিদ থেকে কাল ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় আইরিনের তাণ্ডব থাকায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন প্রস্তুতিতে কিছুটা ভিন্নতা ঘটেছে। দূর-দূরান্তের রাজ্যগুলো থেকে লোকজন ছুটে এসেছেন নিউইয়র্কে। দেশের মতো ঈদ উদযাপনের প্রস্তুতি সর্বত্র। যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও মুসলমানেরা প্রধান উত্সব ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন যে যার সাধ্য-মত।
নিউইয়র্কে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে খোলা মাঠে। আবহাওয়া অনুকূল থাকায় জ্যামাইকা, ম্যানহাটন, ব্রুকলিন, জ্যাকসন হাইটস ও অ্যাস্টোরিয়ায় একাধিক জামাত অনুষ্ঠিত হচ্ছে। এ সব স্থানে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

এলো খুশির ঈদ [ EID MUBARAK] -- [BoUnDoLa.CoM]


এক মাসের সংযম আর সিয়াম সাধনা শেষে আবার এসেছে ঈদ। আজ বুধবার দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা মেতে উঠবেন ঈদের আনন্দে। ঈদের আনন্দ উপভোগ করতে সব শ্রেণী-পেশার মানুষ যার যার সাধ্যমতো প্রস্তুতি নিয়েছেন। এখনো বাড়ির পথে অনেকে। তবে রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে ভিড় ছিল অনেক কম। সৌদি আরবের সঙ্গে মিল করে কালও দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে।
ঈদে রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে একাধিক জামাত হবে। প্রতিবারের মতো এবারও হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে রাজধানীর প্রধান ঈদের জামাত হবে। ঈদের জামাতের সময় যান চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো ও মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য গাড়ি রাখার স্থান নির্দিষ্ট করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে সবার সঙ্গে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
বরাবরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রতিবছর তিন লাখেরও বেশি মুসল্লি এই মাঠে একসঙ্গে নামাজ আদায় করেন। এরইমধ্যে দেশের ও দেশের বাইরে থেকে অনেকেই কিশোরগঞ্জে পৌঁছেছেন। দেশের সর্ববৃহত্ ঈদের জামাতকে কেন্দ্র করে শোলাকিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
নামাজের পর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেত্রী ও রাজনৈতিক অঙ্গনের নেতারা। এদিকে ঈদে সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। রাজধানীতে বনানী থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়কগুলোও ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সাজানো হয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হবে।
ঈদ উপলক্ষে রেডিও, টেলিভিশনগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালার।