Monday, August 29, 2011

কারিনার যম...

ক্যাটরিনা কাইফ এখন কারিনা কাপুরের যম। ক্যাটরিনাকে ভয় পাচ্ছেন কারিনা। কারণ একই ছবিতে দু'জনের অংশগ্রহণ। সালমান খান অভিনীত 'বডিগার্ড'র প্রধান নায়িকা কারিনা কাপুর। আর সালমানের অনুরোধে ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন ক্যাটরিনা। 'শীলা কি জওয়ানী' গানে আইটেম গার্ল হয়ে সুপারহিট তিনি। তাই ধারণা করা হচ্ছে 'বডিগার্ড' ছবির আইটেম সংটিও হিট হবে। আর এ কারণেই কারিনা ভীত। তার ভয় , ক্যাটরিনার জনপ্রিয়তার কাছে তিনি আবার না হেরে যান। প্রধান নায়িকা হয়ে আইটেম গার্লের কাছে পরাজিত হলে বিষয়টা তার জন্য লজ্জার। অবশ্য কারিনা বলছেন, 'আমি ভীত নই। আমিই হিট হবো।

উপস্থাপনায় সারিকা

এবারের ঈদে উপস্থাপক হিসেবে দর্শকের সামনে আসছেন মডেল-অভিনেত্রী সারিকা। নিরবের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। তবে তার একক উপস্থাপনাই এখন আলোচনায়। সারিকা উপস্থাপনা করেছেন বাংলাভিশনের একটি নাচের অনুষ্ঠান। রোমান্টিক পুরনো বাংলা সিনেমার গানের সঙ্গে বিভিন্ন তারকা নেচেছেন। আর অনুষ্ঠানটির সূত্রধর হিসেবে আলেন সারিকা। নৃত্যানুষ্ঠানটির শিরোনাম 'তুমি যেখানে আমি সেখানে'। এতে পুরনো গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন শখ ও নিলয়, আনিসুর রহমান মিলন ও মিমো, মুনমুন ও তার দল এবং নিসা ও তার দল। তারা যথাক্রমে 'তুমি যেখানে আমি সেখানে', ও 'আমি একদিন তোমায় না দেখলে', 'তুমি আজ কথা দিয়েছো', 'চুমকি চলেছে একা পথে' এবং 'গুনগুনাগুন গান গাহিয়া নীল ভোমরা যায়' শিরোনামে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। রেহেনা রাহার প্রযোজনায় নৃত্যানুষ্ঠান 'তুমি যেখানে আমি সেখানে' বাংলাভিশনে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে।
উপস্থাপনা প্রসঙ্গে সারিকা বলেন, 'কোনকিছু উপস্থাপন করতে আমার খারাপ লাগে না। তাই বেশ কয়েকজন তারকার নাচের অনুষ্ঠানটি দর্শকের সামনে উপস্থাপন করতে আমার খারাপ লাগেনি। এদের মধ্যে কয়েকজন অনৃত্যশিল্পীও ছিল। আশা করি অনুষ্ঠানটি ভালো লাগবে।'

আবারও টপলেস কেট

কিছুদিন আগে ব্রিটিশ একটি ম্যাগাজিনের কাভার পেজের জন্য টপলেস হয়েছিলেন ব্রিটিশ সুপারমডেল কেট মস। সম্প্রতি বিতর্কিত পাইরেলি ক্যালেন্ডারের জন্য সম্পূর্ণ বিবসনা হয়ে ছবি তুলেছেন নবপরিণীতা এই ব্রিটিশ সুপারমডেল। এ বছরের ১ জুলাই রকস্টার জেমি হিঞ্চকে বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী কেট। বিয়ের পিঁড়িতে বসার সপ্তাহখানেক আগেই পাইরেলি ক্যালেন্ডারের জন্য সম্পূর্ণ বিবসনা হয়ে ছবি তুলেছেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন তার সাবেক বয়ফ্রেন্ড আলোকচিত্রী মারিও সরেন্টি। কেটসহ আরও ১১ জন মডেল এই অ্যাসাইনমেন্ট নিয়ে ভূমধ্যসাগরীয় কর্সিকা আইল্যান্ডে এক সপ্তাহ অবস্থান করেছিলেন। সেখানকার নৈসর্গিক পরিবেশে ছবিগুলো তোলা হয়েছে। ছবির জন্য খুবই আবেদনময়ী ভঙ্গিতে পোজ দিয়েছেন কেট। ২০১১ সালের পাইরেলি ক্যালেন্ডারের থিম ছিল গ্রিক এবং রোমান মিথলোজি।

Sunday, August 28, 2011

মেসির সঙ্গে কথা হবে সৌরভের

ক্রিকেটীয় উচ্চতায় সৌরভ ভারতীয় আকশের এক উজ্জ্বল নক্ষত্র। ভারতের অধিনায়ক হিসেবে তিনিই জয় করেছেন সবচেয়ে বেশি টেস্ট। তারপরও লিওনেল মেসির উচ্চতা এভারেস্ট ছাড়িয়ে। উপমহাদেশে অবশ্য ক্রিকেটের আলাদা একটি কদর আছে। এখানে ফুটবলের চেয়ে ক্রিকেটেই বেশি স্বচ্ছন্দবোধ করে সবাই। সেই হিসেবে সৌরভই বা কম কিসে! লিওনেল মেসি কলকাতায় আসছেন। এ খবরে সৌরভ গাঙ্গুলি তো পুলকিত হতেই পারেন। এমনকি বর্তমান ক্রীড়া জগতের এমন কোনো তারকার নাম খুঁজে পাওয়া মুশকিল যিনি মেসির খেলা দেখতে ভালোবাসেন না। লিওনেল মেসির এ আগমণকে উপলক্ষ করে দুই ক্রীড়া জগতের দুই তারকার সাক্ষাৎ ঘটতে যাচ্ছে। কলকাতায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ আয়োজক কমিটি মেসিদের সৌজন্যে দেওয়া গালা পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে সৌরভ গাঙ্গুলিকে। ভারতীয় এই সাবেক অধিনায়ক একাই থাকছেন না সেই পার্টিতে। সঙ্গী হচ্ছেন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং দেশসেরা স্ট্রাইকার ভাইচুং ভাটিয়া। কলকাতার পত্রিকাগুলো অবশ্য পার্টিতে অতিথিদের তালিকা দীর্ঘায়িত হওয়ার ঘোষণাই দিয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতি কিংবা শহরের সুশীলসমাজও বাদ যাবে না। কলকাতার 'হায়াত রিজেন্সি'-তে উঠবেন মেসিরা। সেখানেই তাদের জন্য বিবিধ আয়োজন করা হচ্ছে। ঝাঁকঝমকপূর্ণ গালা পার্টি থাকছে আর্জেন্টিনা দলের জন্য। তবে কলকাতাতে সাজ সাজ রব একটু কমই। নিরাপত্তার অজুহাতে অনেক কিছুই করতে দিচ্ছে না প্রশাসন। 'হায়াত রিজেন্সি'র এক কর্মী আজকাল পত্রিকাকে জানিয়েছেন, 'ইচ্ছে ছিল অনেক কিছুই করব। কিন্তু সম্ভব নয়।' অনেক কিছুর মাঝে অনেক আয়োজন ছিল। কিন্তু নিরাপত্তার কারণে অনেক কিছুই সম্ভব হচ্ছে না।
কলতাকাতার পাট চুকিয়ে ঢাকায় আসছেন মেসিরা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য ৪ সেপ্টেম্বর আসার কথা রয়েছে তাদের। এখনো নাকি হোটেলই ঠিক করা সম্ভব হয়নি। কেউ সঠিক করে বলতে পারছেন না, রেডিসন নাকি রূপসী বাংলা? হতে পারে সোনারগাঁও। কিন্তু এখনো ঠিক করা হলো না হোটেলই। অনুষ্ঠানের আর কি ঠিক থাকবে! যে বৃহৎ ঘটনাটি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে তার জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতই থাকা উচিত।

ঘনিষ্ঠতা বাড়ছে শহিদ-বিপাশার

শহিদ কাপুর ও বিপাশা বসুর প্রেমের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। তবে বিষয়টি বরাবরই অস্বীকার করেছেন এ জুটি। আবারও প্রমাণ মিললো শহিদ কাপুর-বিপাশা বসু জুটির ঘনিষ্ঠতার। সম্প্রতি এই জুটিকে বান্দ্রার একটি ক্যাফেতে একসঙ্গে নৈশভোজ সারতে দেখা গেছে। এটি আদৌ নৈশভোজ নাকি অভিসার_ তা নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে টিনসেলে। সাধারণ নৈশভোজের আড়ালে এই অভিসার আয়োজনের পেছনে ছিলেন বলিউড চিত্রপরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং তার স্ত্রী মমতা। তারা বান্দ্রার ঐ ক্যাফেতে শহিদ এবং বিপাশাকে নিয়ে বসেছিলেন। সেখানেই শহিদ-বিপাশা রাতের খাবারের পাশাপাশি একসঙ্গে মজার সময় কাটিয়েছেন। তাদের রোমান্টিক সম্পর্কের বিষয়টির মতোই কোনো রোমান্টিক ছবিতে অভিনয় করার পরিকল্পনাও এঁটেছেন ওই ক্যাফেতে বসে

স্কেটার হতে চাইতেন যুবরাজ

যুবরাজ সিংয়ের ক্রিকেটার হওয়ার পেছনে প্রধান ভূমিকা তার বাবা যোগরাজ সিংয়ের। কিন্তু ছোটবেলায় ক্রিকেটের জন্য বাবার এই তাগিদটাই অপছন্দ করতেন তিনি। যুবরাজের ইচ্ছা ছিল বড় হয়ে স্কেটার হবেন। তার এ ইচ্ছায় বাদ সাধেন বাবা। অনেকটা জোর করেই ছেলেকে ক্রিকেটের দিকে ঝোকান যোগরাজ। সম্প্রতি এক অনুষ্ঠানে কৈশোরের কথা বলতে গিয়ে এ কথা প্রকাশ করেন যুবরাজ।

রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

নাড়ির টানে এভাবেই পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ছবিটি গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা _বাংলাদেশ প্রতিদিন

ঘর ভাঙছে মনীষার

বিয়ের ছয় মাস পেরোতে না পেরোতেই দাম্পত্য কলহের ঝড়ে বিপর্যস্ত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সামাজিক যোগাযোগ সাইট টুইটারে এ কথা লিখেছেন তিনি। স্বামী নেপালি ব্যবসায়ী সম্রাট ঢালকে তার ক্যারিয়ারের প্রধান শত্রু বলে তিনি মনে করেন। মনীষা আরও লিখেছেন, 'বিয়ের পর থেকেই সম্রাটের আসল চেহারা প্রকাশ পায়। সব বিষয়ে তার সঙ্গে মতবিরোধ বাড়ছে। যে কোনো সময় সম্পর্কের ইতি টানতে পারি।'

Saturday, August 27, 2011

ঈদে হানিফ সংকেতের নাটক

প্রতি ঈদেই 'ইত্যাদি'র পাশাপাশি নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক 'কর্মফলের মর্মকথা'। প্রচার হবে ঈদের দিন এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে। একজন অসৎ ব্যক্তি অর্থ আয়ের জন্য নানান পন্থা অবলম্বন করেন এবং এই অবৈধ অর্থ দিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হতে চান এবং ভবিষ্যতে আরও ক্ষমতাবান হওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেন। এই কাজে তিনি তার পরিবারের সদস্যদেরও নিয়োজিত করেন কিন্তু বাধ সাধেন তার স্ত্রী। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। এ নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ফেরদৌসী মজুমদার, তানিয়া আহমেদ, মীর সাবি্বর, সাজু খাদেম, আরফান, মম প্রমুখ।

ঈদে ছোট পর্দায় পপি


ঈদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপিকে বড় পর্দায় দেখা না গেলেও ছোট পর্দার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। চ্যানেল আইতে একটি টেলিফিল্মে দেখা যাবে তাকে। নাট্যনির্মাতা সালমান হায়দারের রচনা ও পরিচালনায় 'মেঘে ঢাকা চাঁদ' শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে আছেন অভিনেতা হাসান মাসুদ। ভালোবাসার টানাপড়েনের গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। পপি বলেন, চমৎকার গল্পে নির্মিত এই টেলিফিল্মটিতে আমার চরিত্রটিও চমৎকার। দর্শক আগ্রহ ধরে রাখতে এ মুহূর্তে গল্প বা চরিত্র সম্পর্কে কোনো কিছু বলতে চাচ্ছি না। তবে টেলিফিল্মটি দেখে দর্শক যে আনন্দ পাবে, তা নিশ্চিত বলতে পারি। ঈদের চতুর্থ দিন বেলা ২টার খবরের পর চ্যানেল আইতে প্রচার হবে 'মেঘে ঢাকা চাঁদ' টেলিফিল্মটি।