'ইত্যাদি'র এবারের ঈদ স্পেশালে রয়েছে নৃত্যশিল্পীদের মাধ্যমে দলীয় সংগীত। আর এতে 'ইত্যাদি'র নিয়মিত নৃত্যশিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন চার জনপ্রিয় তারকা_ নোবেল, তারিন, মোনালিসা এবং ইমন। দলীয় সংগীতটিতেও ফোক এবং মর্ডান গানকে একত্রিত করে ফিউশন তৈরি করা হয়েছে। ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। এ প্রসঙ্গে ইমন বলেন, দারুণ উপভোগ করেছি আমি এ আয়োজনটি। 'ইত্যাদি' মানেই ব্যতিক্রম কিছু। আর এ ব্যতিক্রম আয়োজনে অংশ নিয়ে ভালো লাগছে। আমার ধারণা আমাদের দলীয় নৃত্য দর্শকের ভালো লাগবে।'
এবারের দলীয় সংগীতটিতে নেপথ্য কণ্ঠ দিয়েছেন কমল, রিয়াদ, অনিমা ডি কষ্টা ও তানজিনা রুমা। সংগীত আয়োজনে ছিলেন মেহেদী। এবারের এই দলীয় সংগীতটির ব্যতিক্রমী পরিবেশনা দর্শকদের আনন্দ দেবে বলে প্রত্যাশা করছেন 'ইত্যাদি' কর্তৃপক্ষ। এর আগে 'ইত্যাদি'র বিভিন্ন দলীয় নৃত্যে অংশ নিয়েছিলেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদী, জাহিদ হাসান, মীর সাবি্বর, মিলন, জয়, নিরব, সারিকা, সজল, মুনমুনসহ আরও অনেকে।
এবারের দলীয় সংগীতটিতে নেপথ্য কণ্ঠ দিয়েছেন কমল, রিয়াদ, অনিমা ডি কষ্টা ও তানজিনা রুমা। সংগীত আয়োজনে ছিলেন মেহেদী। এবারের এই দলীয় সংগীতটির ব্যতিক্রমী পরিবেশনা দর্শকদের আনন্দ দেবে বলে প্রত্যাশা করছেন 'ইত্যাদি' কর্তৃপক্ষ। এর আগে 'ইত্যাদি'র বিভিন্ন দলীয় নৃত্যে অংশ নিয়েছিলেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদী, জাহিদ হাসান, মীর সাবি্বর, মিলন, জয়, নিরব, সারিকা, সজল, মুনমুনসহ আরও অনেকে।