Friday, August 5, 2011

বন্ধ হচ্ছে টুইটারের পুরনো সাইট

মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটার কর্তৃপক্ষ সম্প্রতি সাইটটির পুরনো সংস্করণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। যারা টুইটারের পুরনো হোমপেজ ব্যবহার করেন তাদের গুলো নতুন হোমপেজে স্থানান্তর করবে তারা। গত বছর টুইটারের হোমপেজ নতুন করে ডিজাইন করা হয়। তখন থেকেই ব্যবহারকারী ইচ্ছা করলে নতুন ডিজাইন ব্যবহার করতে পারতেন অথবা পুরনো ডিজাইন রেখে দিতে পারতেন। কিন্তু আগামী সপ্তাহ থেকে এ দ্বৈত অপশন ব্যবহার বন্ধ করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

Wednesday, August 3, 2011

কেবিসি'তে সাইফ-দীপিকা

আবার শুরু হচ্ছে 'হু ওয়ান্ট টু বি এ মিলিয়নিয়ার'র ভারতীয় সংস্করণ কেবিসি [কৌন বনেগা ক্রোড়পতি]। ১৫ আগস্ট শুরু হচ্ছে শোটির পঞ্চম আসর। উপস্থাপক হিসেবে এবারও থাকছেন অমিতাভ বচ্চন। আর অতিথি হিসেবে আসছেন 'লাভ আজকাল' জুটি সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোন। এ প্রসঙ্গে অমিতাভ নিজের ব্লগে লিখেছেন, 'শোয়ের কাজ ঘিরে উত্তেজনা। সব মিলিয়ে পুরনো দিনে ফিরে যাচ্ছি। আজকের দিনটি আজই শেষ, আগামীকাল নতুন আরেকটি দিন শুরু। সবাই আমাদের জন্য শুভ কামনা করুন। আজ সন্ধ্যায় দ্বিতীয় পর্বে সাইফ ও দীপিকা আসছেন অতিথি হয়ে। তারা আসছেন তাদের এবং আমার নতুন ছবি আরাকষাণ-এর প্রচারণা করতেও।'
এর আগে কৌন বানেগা ক্রোড়পতির দ্বিতীয় পর্বে সাইফ অতিথি হয়েছিলেন প্রীতি জিনতার সঙ্গে। আর দীপিকা এসেছিলেন গত বছর।

এমির মৃত্যু নিয়েও বাণিজ্য

গত ২৩ জুলাই এমির মৃত্যুর পরপরই তাকে নিয়ে একটি টুইট করে টেকজায়ান্ট মাইক্রোসফট। এমির মৃত্যুর পর মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০পিআর টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে এমি ভক্তদের 'ব্যাক টু ব্যাক' অ্যালবামটি জুন স্টোর থেকে কিনতে বলা হয়। টুইটে বলা হয়, এ অ্যালবামটি কিনলে এমির প্রতি শ্রদ্ধা জানানো হবে। কিন্তু পরে, মাইক্রোসফটের পক্ষ থেকে এ টুইটটি উদ্দেশ্য প্রণোদিত বলেই স্বীকার করে নেওয়া হয়েছে এবং ভক্তদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

সিআইডি ঈশানা

প্রখ্যাত আবৃত্তিকার ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে 'রেড লাইন' শিরোনামের একটি ধারাবাহিক নাটকে সিআইডি অফিসারের ভূমিকায় দেখা যাবে লাক্স তারকা মৌমিতা খান ঈশানাকে। নাটকটি পরিচালনা করবেন অসীম গোমেজ।
শীঘ্রই ঢাকা ও এর আশপাশের এলাকায় নাটকটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে ঈশানা জানান, প্রথমবারের মতো সিআইডি অফিসারের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এরকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। এই নাটকে আমার চরিত্রটির নাম আদিবা।
গোয়েন্দা ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে আমাকে বেশ প্রস্তুতিও নিতে হচ্ছে। চরিত্রের প্রয়োজনে আমাকে মোটরসাইকেলও চালাতে হবে। তাই এখন থেকেই মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছি।

হৃদয় খানের নতুন মিশন

হৃদয় খান এর আগে বেশ কয়েকজন নতুন শিল্পীকে দিতে গান করিয়েছিলেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান জনপ্রিয় এই শিল্পী। শীঘ্রই 'হৃদয় মিক্স- ৩' নিয়ে শ্রোতাদের সামনে আসছেন হৃদয়। আর এই অ্যালবামটি সাজানো হচ্ছে সম্ভাবনাময় নতুন কিছু শিল্পী নিয়ে। তাই নতুন প্রতিভাবান কিছু শিল্পীর খোঁজ করছেন হৃদয়। আনুষ্ঠানিকতার মাধ্যমেই এবার শিল্পী বাছাই প্রক্রিয়ায় নামছেন তিনি। বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডেতে আরজে প্রত্যয়ের সঙ্গে হৃদয় 'এইচ কে' শো নামের একটি অনু্ষ্ঠান করছেন হৃদয় প্রতি বৃহস্পতিবার রাতে। রেডিও টুডেতে এই শোর মাধ্যমেই রমজানের প্রথম সপ্তাহ থেকে চলবে এই অ্যালবামের শিল্পী বাছাই প্রক্রিয়া। ইতোমধ্যে এই শোতে মৌখিকভাবে এমন ঘোষণা দিয়েও ফেলেছেন হৃদয়। খুব শীঘ্রই একটি প্রতিযোগিতার মাধ্যমে 'হৃদয় মিক্স-৩'র জন্য শিল্পী বাছাই করা হবে। হৃদয় বলেন, 'অ্যালবামের কাজে হাত দিয়েছি। আমি এই অ্যালবামের জন্য ডিফরেন্ট কিছু কণ্ঠ খুঁজছি।'

গ্রেফতার হলেন পাচিনো কন্যা

সম্প্রতি গ্রেফতার করা হয়েছে প্রখ্যাত হলিউড অভিনেতা আল পাচিনোর কন্যা জুলি পাচিনোকে। জানা গেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন ২১ বছর বয়সী জুলি। সমপ্রতি ম্যানহাটনের একটি চেকপয়েন্টে আটক করা হয় জুলিকে। পরে তার রক্ত পরীক্ষার পর জানা যায়, অনুমিত মাত্রার চেয়ে বেশি পরিমাণ অ্যালকোহল রয়েছে তার রক্তে।
এদিকে জানা গেছে, কন্যার গ্রেফতারের খবর পেয়ে ম্যানহাটন ডিটেনশন কমপ্লেক্সে ছুটে গেছেন আল পাচিনো।

ঈদে ভিন্নরূপে বিন্দু

আসছে ঈদে অভিনেত্রী বিন্দুকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। 'সংখ্যা নয়, মান'_ এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিন্দু এবারের ঈদের নাটকে অভিনয় করছেন। সংখ্যায় কম হলেও ভালো গল্প এবং চরিত্রে অভিনয়ে ইচ্ছুক তিনি। যেমন এবারের ঈদে বিন্দুকে বই বিক্রেতা, ঝাড়ুদার, মেথর_ এমন সব ভিন্নধর্মী রূপে দেখা যাবে। পাশাপাশি দুটি ধারাবাহিকও প্রচার হবে। দেশটিভিতে প্রচার হবে সাত পর্বের ধারাবাহিক। এটি নির্মাণ করছেন আলভী আহমেদ। আর বৈশাখীতে প্রচার হবে আনিসুল হকের রচনায় হিমেল আশরাফের পাঁচ পর্বের ধারাবাহিক 'প্রেমের নাম বেদনা'।
ঈদে বিন্দুর উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরো থাকছে সুজন শাহরিয়ারের '১ হাজার টাকা', হাসান জাহাঙ্গীরের 'একটি সুন্দর স্বপ্ন', আশুতোষ সুজনের 'ঠগিনি' প্রভৃতি। বিন্দু বলেন, 'গত ঈদে প্রচুর প্রেশার নিয়ে কাজ করেছি। এটা আর সম্ভব না। তাই এবার সংখ্যা কম কাজ করছি, তবে ভালো মানের। শুধু শুধু নাটকের সংখ্যা বাড়িয়ে লাভ নেই। অল্প কিছু ভালো নাটকে দর্শক আমাকে দেখবে, এতেই আমি খুশি।'

ঘটক মোশাররফ করিম

প্রেমের ঘটকের চরিত্রে অভিনয় করলেন মোশারফ করিম। ঈদের জন্য নির্মিত একঘণ্টার একটি নাটকে এ রকম ব্যতিক্রম একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটির নাম 'পিরিতের কাঙ্গাল'। নাটকের গল্পে নাজমা [নাসরিন আলম] সাত গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। তাকে পেতে চায় গ্রামের সকল যুবক। নাজমার সাথে ভালো সমপর্ক মোশারফের। এজন্য তাকেই নিজেদের প্রেমের ঘটক বানায় নাজমার প্রেম প্রত্যাশী গ্রামের যুবকরা। সবাই মোশারফের কাছে নাজমার জন্য উপহার পাঠায়। আর মোশারফ সেটা নিজের নামে নাজমাকে দেয়। ঘটনা মোড় নেয় যখন মোশারফ নিজেই নাজমাকে বিয়ে করে গ্রামে ফেরে। তখন সকল যুবক এক হয়ে ঘেরাও করে প্রতারক মোশারফ করিমকে। এরকমই হাস্যরসাত্মক ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। এরকম একটি চরিত্রে অভিনয় প্রসঙ্গে মোশারফ করিম বলেন, আমরা বিয়ের ঘটকের বিষয় জানি। কিন্তু প্রেমেরও যে ঘটক থাকে সে বিষয়টি অবগত নই। বিষয়টি খুবই মজার।'

মন্দাকিনির সেই ঝর্ণা দৃশ্যে

১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত রাজ কাপুরের 'রাম তেরি গঙ্গা মইলি' ছবিতে ভেজা সাদা শাড়ি পরিহিতা মন্দাকিনির ঝর্ণায় গোসলের দৃশ্যটি আজও হিন্দি ছবির ইতিহাসে মাইলফলক হয়ে আছে। জানা গেছে, ২৮ বছর পর এবার সেই ধরনের দৃশ্যে অভিনয় করবেন রাজ কাপুরের নাতনি কারিনা। একতা কাপুরের 'ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই' ছবির সিকুয়েলে এ ধরনের একটি দৃশ্যে দেখা যাবে কারিনাকে। ছবিতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। আর তার ভালোবাসার মানুষের চরিত্রে দেখা যাবে বেবোকে। বেবোর এই চরিত্রটি মন্দাকিনির চরিত্র থেকেই অনুপ্রাণিত। আশির দশকে বাস্তবেও মন্দাকিনির সঙ্গে দাউদ ইব্রাহিমের বিশেষ সম্পর্ক নিয়ে মিডিয়ায় মুখরোচক খবর প্রকাশ হয়েছিলো।

অল্পের জন্য রক্ষা পেল লন্ডনগামী ১৬৭ যাত্রী

বিমানের ইঞ্জিনে পাখি
সিলেটে বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন লন্ডনগামী ১৬৭ যাত্রী। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল ভোর ৬টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইটটি উড্ডয়নের সময় ইঞ্জিনে একটি পাখি ঢুকে পড়ে। এ সময় পাইলট নিয়ন্ত্রণ করতে গেলে এর বাম পাশের চাকা ভেঙে যায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত বিমানটিকে নিয়ন্ত্রণে সক্ষম হন পাইলট।
অবশ্য ওই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ওসমানী বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মোতাহার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বিমানটি সকাল ১০টায় রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে দুটি অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীদের সিলেট থেকে ঢাকায় নেওয়া হয়েছে। সেখান থেকে তাদের লন্ডনে পাঠানো হবে।
বিমানবন্দরের ম্যানেজার মো. হাফিজ আহমদ জানান, পাখির আঘাতে বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। সেটি মেরামতের কাজ চলছে। তিনি বলেন, দ্রুত পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।