পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব/বলেছে পাড়ার
দাদারা/অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই/রঞ্জনা, আমি আর আসবো না_ এমনি বহু গানের জন্মদাতা অঞ্জন দত্ত। গায়কের পরিচয়ের বাইরেও তার আরেকটি পরিচয় হলো তিনি একজন চলচ্চিত্র পরিচালক। রং কানেকশন, ম্যাডলি বাঙালির মতো বেশকিছু সফল সিনেমার নির্মাতা তিনি। এবার অঞ্জন দত্ত নিজের গানের 'রঞ্জনা আমি আর আসবো না' শিরোনামেই একটি ছবি নির্মাণ করেছেন। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। তার সঙ্গে ছবিতে রয়েছেন কবীর সুমন ও উষসী চক্রবর্তী। অন্য অভিনয় শিল্পীরা হলেন_ মমতা শংকর, পারনো মিত্র, অমিত দত্ত, লিউ হিল্ট, আবির চ্যাটার্জি, কৌশিক ঘোষ, সুমন দে, নন্দন বাগচি, কাঞ্চন মলি্লক প্রমুখ। ছবি পরিচালনা প্রসঙ্গে ভারতীয় এস সংবাদ মাধ্যমের কাছে অঞ্জন দত্ত বলেন, সংগীতনির্ভর এ ছবিটি অন্য ছবিগুলো থেকে একটু ভিন্নরকম হবে বলে আমি আশা করছি। অন্যদিকে এ ছবিটির সংগীত পরিচালনার কাজটি করেছেন অঞ্জনের ছেলে নীল দত্ত। ছবি সম্পর্কে নীল বলেন, বাবার অন্য ছবিগুলোর তুলনায় 'রঞ্জনা আমি আর আসব না'-এর সুর বাঁধা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং। ছবিতে গানের ব্যবহারকে করতে হয়েছে সহজবোধ্য ও সাবলীল। আশা করছি, ছবিটি ভালো লাগবে।