ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমার অভিষেক
ঘটল বড় পর্দায়। নারগিস আক্তার পরিচালিত 'পুত্র এখন পয়সাওয়ালা' চলচ্চিত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, 'অনেক দিন থেকেই বড় পর্দায় আসার চিন্তাভাবনা করছিলাম। কিন্তু ভালো চলচ্চিত্র ও চরিত্র না পাওয়ায় কাজ করতে পারছিলাম না। এ চলচ্চিত্রের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটিও চমৎকার। তাই স্ক্রিপ্ট পড়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বসুন্ধরা সিটিতে এরই মধ্যে শুটিং শুরু হয়েছে। আশা করছি, চলচ্চিত্রটি ভালো হবে।' সামাজিক অবক্ষয়ের নানা
দিক তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রের গল্পে। সোমবার বসুন্ধরা সিটিতে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এতে আরও অভিনয় করেছেন_ চঞ্চল চৌধুরী, ইমন, সায়লা, আমিন, মৌনতা প্রমুখ। এটি প্রযোজনা করছে মাল্টিমিডিয়া প্রোডাকশন।
দিক তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রের গল্পে। সোমবার বসুন্ধরা সিটিতে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এতে আরও অভিনয় করেছেন_ চঞ্চল চৌধুরী, ইমন, সায়লা, আমিন, মৌনতা প্রমুখ। এটি প্রযোজনা করছে মাল্টিমিডিয়া প্রোডাকশন।