Friday, September 24, 2010
ব্যবসায়ীদের শপথ!
পাঁচ রোভার স্কাউট
পায়ে হেঁটে ১০০ মাইল পাড়ি দেওয়ার এই দলে যেসব রোভার স্কাউট রয়েছে তারা হচ্ছে, সিনিয়র রোভারমেট সিদ্ধার্থ দেব মজুমদার, রোভারমেট মো. রেজওয়ানুর রহমান, মোহাম্মদ আবুল হাশেম, সহকারী রোভারমেট মোহাম্মদ ইব্রাহীম ও নাজমুল কবির আল মেহমুদ।
দুটি মেডিকেল কলেজকে আরও দেড় হাজার ফরম দেওয়া হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, সলিমুল্লাহ মেডিকেলের পরীক্ষা হবে ইডেন কলেজে আর সোহ্রাওয়ার্দী মেডিকেলের পরীক্ষা হবে তেজগাঁও কলেজে। কেন্দ্র দুটিতে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের ফরমের চাহিদা বেশি হওয়ায় এ দুটি কলেজকে অতিরিক্ত দেড় হাজার ফরম দেওয়া হয়েছে। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজে ৫০০ ফরম দেওয়ার সিদ্ধান্ত হলেও পরীক্ষা কেন্দ্র জটিলতার কারণে কর্তৃপক্ষ তা নিতে রাজি হয়নি।
প্রসঙ্গত, গত সোমবার দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হয়। কিন্তু মঙ্গলবারই রাজধানীর তিনটি কলেজের নির্ধারিত ফরম বিক্রি হয়ে যায়।
জানা যায়, সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ৫০০ ফরম সলিমুল্লাহ মেডিকেল কলেজে বিতরণ শুরু হলে দুপুরের মধ্যেই তা বিক্রি হয়ে যায়। দুপুরে অধিদপ্তরে কাছ থেকে আরও ৫০০ ফরম পেয়ে বিতরণ শুরু করে কর্তৃপক্ষ। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফরম বিতরণ করা হয়। অবশিষ্ট ফরম আজ বৃহস্পতিবার বিতরণ করা হবে।
কলেজের অধ্যক্ষ এম এ আজহার প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে দুই দফায় এক হাজার ফরম পাওয়া গেছে।
ঢাকা মেডিকেলে অনিয়মের তদন্ত: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ জানান, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ফরম বণ্টন নিয়ে একজন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই অভিযোগের সত্যতা তদন্ত করে জরুরি ভিত্তিতে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। দুই-এক দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি আশা করেন।
ডিভি-২০১২ লটারি ভিসার রেজিস্ট্রেশনের সময়সীমা ঘোষণা
সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন রেজিস্ট্রেশন-প্রক্রিয়ায় চাপ এড়াতে আগ্রহীদের অপেক্ষা না করে শুরু থেকেই রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ৩ নভেম্বর ২০১০ বুধবার মধ্যরাতের মধ্যে রেজিস্ট্রেশনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী কেবল অনলাইনেই ডিভি লটারির জন্য রেজিস্ট্রেশন করা যাবে। www.dvlottery.state.gov ওয়েবসাইটে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলিও ওয়েবসাইটে পাওয়া যাবে। মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে কম অভিবাসন হয়েছে, সেসব দেশের নাগরিকেরাই এ আবেদনের যোগ্য। বছরে এসব দেশের সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার নতুন অভিবাসীকে লটারির মাধ্যমে অভিবাসনের জন্য বাছাই করা হয়ে থাকে। বাংলাদেশের নাগরিকেরা ডিভি ২০১২ সালের লটারি ভিসার জন্য উপযুক্ত বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে।
Saturday, September 18, 2010
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বহুনির্বাচনী প্রশ্নোত্তর: সামাজিক বিজ্ঞান
(ক) ১৯৭১ সালের ২৫ মার্চ (খ) ১৯৭১ সালের ২৬ মার্চ (গ) ১৯৭১ সালের ২৭ মার্চ (ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
৫। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
(ক) সৈয়দ নজরুল ইসলাম (খ) শেখ মুজিবুর রহমান
(গ) খোন্দকার মোশতাক আহমদ
(ঘ) কর্নেল আতাউল গনি ওসমানী
৬। বাংলাদেশের আইনসভা মোট কতজন সদস্য নিয়ে গঠিত?
(ক) ৩১০ জন (খ) ৩১৫ জন (গ) ৩০০ জন (ঘ) ৩৩০ জন
৭। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কোনটি?
(ক) সমাজতন্ত্র (খ) ধর্মনিরপেক্ষতা
(গ) জাতীয়তাবাদ (ঘ) সংসদীয় গণতন্ত্র
৮। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?
(ক) ১৯৭১ সালের ২ মার্চ (খ) ১৯৭১ সালের ২৬ মার্চ (গ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর (ঘ) ১৯৭১ সালের ২৫ মার্চ
৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন সংবিধান রচনার জন্য গণপ্রতিনিধিদের নিয়ে একটি পরিষদ গঠিত হয়। এ পরিষদের প্রথম অধিবেশন বসে—
(ক) ১৯৭২ সালের ৯ এপ্রিল (খ) ১৯৭২ সালের ১০ এপ্রিল
(গ) ১৯৭২ সালের ১০ মার্চ (ঘ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
১০। খসড়া সংবিধানে উল্লেখ আছে সংসদীয় সরকার প্রতিষ্ঠার কথা। এখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা শাসনকার্য পরিচালনা করবে এবং মন্ত্রিসভা যৌথভাবে দায়ী থাকবে—
(ক) জনগণের নিকট (খ) সংসদের নিকট
(গ) প্রধানমন্ত্রীর নিকট (ঘ) রাষ্ট্রপতির নিকট
১১। বাংলাদেশের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে—
(ক) অনুমোদনের পদ্ধতি দ্বারা
(খ) ক্রমবিবর্তনের পদ্ধতি দ্বারা (গ) বিপ্লবের মাধ্যমে (ঘ) আলাপ-আলোচনার পদ্ধতি দ্বারা
১২। সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সেখানে উল্লেখ আছে। জীবনধারণের অধিকার আর আছে—
i. মত প্রকাশের স্বাধীনতা ii. অবাধে চলাফেরার স্বাধীনতা
iii. পেশা, বৃত্তি ও সম্পত্তি ভোগের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
১৩। গণতন্ত্রকে মূল সংবিধানে মৌলনীতি হিসেবে গ্রহণ করা হয়। প্রকৃতপক্ষে—
i. ব্যক্তিস্বাধীনতা রক্ষার জন্য ii. ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির জন্য
iii. নাগরিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে
নিচের কোনটি সঠিক
(ক) iii (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৪। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি উল্লেখ রয়েছে। এসব মূলনীতির প্রতিফলন লক্ষ করা যায়—
i. আইন প্রণয়নের ক্ষেত্রে ii. আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে iii. আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৫। ১৯৭২ সালের মূল সংবিধান অনুযায়ী বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় মূলনীতি গ্রহণ করে। মূলত মূলনীতি হচ্ছে নিচে উল্লিখিত-
i. জাতীয়তাবাদ ii. অর্থনৈতিক মুক্তি iii. ধর্মনিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i ও iii
১৬। খসড়া সংবিধান তৈরি করার পর গণপরিষদে সংবিধানের ওপর সাধারণ আলোচনা ও সংশোধনী শেষ করে—
i. ১৯৭২ সালের ৩০ অক্টোবর ii. ১৯৭২ সালের ২৯ নভেম্বর iii. ১৯৭৩ সালের ২৯ নভেম্বর
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: অধ্যায়-১৩ (১ম পরিচ্ছেদ: ক): ৪। খ ৫। খ ৬। গ ৭। গ ৮। খ ৯। খ ১০। খ ১১। ঘ ১২। ঘ ১৩। গ ১৪। ঘ ১৫। ঘ ১৬। ক।
ফেসবুকে চ্যাটে নতুন স্পাম
হবিগঞ্জ শহরে লাখপতি ভিখারি
ভাবুকদের মস্তিষ্কে কোষ বেশি
মানুষের চিন্তাশক্তি তার মস্তিষ্কের আকার-প্রকৃতির ওপর নির্ভরশীল। মানুষ প্রায়ই চিন্তা করে, সে সঠিক কাজ করছে না ভুল করছে। যারা বেশি ভাবে বা এক সঙ্গে অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে, তাদের মস্তিষ্কের কোষের পরিমাণও বেশি। তবে মস্তিষ্কের নির্দিষ্ট একটি এলাকায় এর কার্যক্রম সীমাবদ্ধ। এলাকাটির নাম ফ্রন্টাল লোব। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, যাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোবের আকার বড় বা কোষের সংখ্যা বেশি তারা অনেক বেশি চিন্তাভাবনা করতে পারে। অর্থাত্ তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটাও জোরালো। তবে বেশি চিন্তাভাবনা করলে ক্ষতিও হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন চিকিত্সাবিজ্ঞানীরা। যেমন অনেকে আছে আজেবাজে চিন্তাভাবনা করতে করতে কোনো সঠিক সিদ্ধান্তই নিতে পারে না। ফলে একসময় সে বিষণ্নতা বা অবসাদে আক্রান্ত হয়ে পড়ে। তাদের স্মৃতিশক্তিও ক্ষীণ হয়ে যায়। বিজ্ঞানীরা একদল স্বেচ্ছাসেবককে কালো এবং ধূসর রঙের ছবি দেখিয়ে ত্রুটি-বিচ্যুতি আছে কিনা পরীক্ষা করে উত্তর দিতে বলে। দেখা গেছে, যাদের চিন্তাশক্তি বেশি ক্ষুরধার এবং ব্যাপক তারা ছবির পার্থক্য নিখুঁতভাবে শনাক্ত করতে পেরেছে এবং তাদের সিদ্ধান্তের ব্যাপারে অটল থেকেছে। অনেকে উত্তর দেয়ার সিদ্ধান্তে দোদুল্যমান থেকেছে। গবেষকরা তাদের মস্তিষ্ক পরীক্ষা করে দেখেন, যাদের ফ্রন্টাল লোবে অনেক বেশি ব্রেন সেল রয়েছে, আকারেও যাদের মস্তিষ্কের সেই এলাকাটি অন্যদের চেয়ে কিছুটা বড়, তারাই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে এবং তাদের সিদ্ধান্তে অটল থেকেছে। আর অটিজমসহ অনেক মানসিক ও মস্তিষ্কের রোগের সঙ্গে ফ্রন্টাল লোবের সম্পর্ক রয়েছে। তাই বিজ্ঞানীরা আশা করছেন, মস্তিষ্কের ফ্রন্টাল লোবের আকার-প্রকৃতি নিয়ে গবেষণার মধ্য দিয়ে অনেক রোগব্যাধির তত্ত্ব-তালাশ সম্ভব হবে।
ঈদের ছুটি শেষে আজ রাবি খুলছে
Sunday, September 5, 2010
সাপ্তাহিক বাজারদর (০২.০৯.২০১০)
বাবুবাজারের চালের দাম (পাইকারি)
| ২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি) | ২৬ আগস্টের দাম (কেজিপ্রতি) |
মিনিকেট | ৩৭.৫০-৩৮ টাকা | ৩৭.৫১-৩৮.৮৫ টাকা |
নাজির শাইল | ৪০-৪৩ টাকা | ৪০.১৯-৪৪.২১ টাকা |
লতা (বিআর ২৮) | ৩৫-৩৫.৫০ টাকা | ৩০.৮১-৩৪.৮৩ টাকা |
পারিজা | ৩২-৩২.৫০ টাকা | ৩০.৮১-৩৪.৮৩ টাকা |
গুটি স্বর্ণা | ৩১.৬১-৩২.৬৯ টাকা | ৩১.৬১-৩২.৬৯ টাকা |
রহমতগঞ্জের বাজারদর (পাইকারি)
| ২ সেপ্টম্বরের দাম (কেজিপ্রতি) | ২৬ আগস্টের দাম (কেজিপ্রতি) |
মসুর ডাল | ৯০-১০৩ টাকা | ৮৫-৯২.৫০ টাকা |
বোল্ডার (মোটা) | ৬৭-৭৩ টাকা | ৬৩-৬৮ টাকা |
মুগ ডাল | ৮৮-১১০ টাকা | ৯০-১০০ টাকা |
খেসারি | ৩৪-৩৯ টাকা | ৩৭-৩৮ টাকা |
ডাবলি ডাল | ২৪.৫০ টাকা | ২৪.৫০ টাকা |
অ্যাংকর ডাল | ২৪.৫০ টাকা | ২৪ টাকা |
ছোলা | ৩৬-৩৯ টাকা | ৩৮ টাকা |
মটর ডাল | ৭৫-৭৮ টাকা | ৭৫-৭৮ টাকা |
মৌলভীবাজারের বাজারদর (পাইকারি)
| ২ সেপ্টম্বরের দাম (কেজিপ্রতি) | ২৬ আগস্টের দাম (কেজিপ্রতি) |
সয়াবিন তেল | ৭৯ টাকা ৮৫ পয়সা | ৭৬ টাকা ৯০ পয়সা |
সুপার পাম | ৭৬ টাকা ৯০ পয়সা | ৭৩ টাকা ৯৫ পয়সা |
পাম | ৭৬ টাকা ৩৬ পয়সা | ৭৩ টাকা ১৫ পয়সা |
চিনি | ৪২ টাকা ৬০ পয়সা | ৪২ টাকা ৬০ পয়সা |
আটা | ২৭ টাকা | ২৫ টাকা |
ময়দা | ৩১ টাকা | ২৯ টাকা ৬০ পয়সা |
শ্যামবাজারের বাজারদর (পাইকারি)
| ২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি) | ২৬ আগস্টের দাম (কেজিপ্রতি) |
আলু | ৯-৯.৫০ টাকা | ৮-১০ টাকা |
পেঁয়াজ (দেশি) | ১৯-২১ টাকা | ১৬-১৮ টাকা |
পেঁয়াজ (ভারতীয়) | ১৮-১৯ টাকা | ১৭ টাকা |
রসুন (দেশি) | ১৩০-১৩৩ টাকা | ১৩০-১৩২ টাকা |
রসুন (চীন) | ১৪০-১৪৫ টাকা | ১৪০-১৪৫ টাকা |
আদা (চীন) | ৯৫-৯৭ টাকা | ১০০ টাকা |
খাতুনগঞ্জের বাজারদর (পাইকারি)
| ২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি) | ২৬ আগস্টের দাম (কেজিপ্রতি) |
চিনি | ৪৪ টাকা ৪৮ পয়সা | ৪৬ টাকা ৩৫ পয়সা |
সয়াবিন | ৭৭ টাকা ৯৭ পয়সা | ৭৫ টাকা ৭০ পয়সা |
পাম | ৭৩ টাকা ৬৮ পয়সা | ৭১ টাকা ৫৪ পয়সা |
মসুর ডাল (দেশি) | ৮৮ টাকা | ৮৮ টাকা |
মসুর ডাল (নেপাল) | ৯৫ টাকা | ৯৫ টাকা |
মুগ ডাল (ভালো মানের) | ৯৭ টাকা | ৯৭ টাকা |
ছোলা | ৩৮.৮৫-৪০.১৯ টাকা | ৩৮.৮৫-৪০.১৯ টাকা |
মটর ডাল | ২২.৮০-২৩ টাকা | ২২.৮০-২৩ টাকা |
পাহাড়তলীর চালের বাজারদর (পাইকারি)
| ২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি) | ২৬ আগস্টের দাম (কেজিপ্রতি) |
মিনিকেট (সিদ্ধ) | ৩৪ টাকা ৪৩ পয়সা | ৩৪ টাকা ৪৩ পয়সা |
মিনিকেট (আতপ) | ৩৩ টাকা ৪৯ পয়সা | ৩৩ টাকা ৪৯ পয়সা |
জিরাশাইল | ৩৮ টাকা ১৮ পয়সা | ৩৮ টাকা ১৮ পয়সা |
পারিজা | ৩২ টাকা ৯৫ পয়সা | ৩২ টাকা ৯৫ পয়সা |
স্বর্ণা (আতপ) | ২৮ টাকা ১৩ পয়সা | ২৮ টাকা ১৩ পয়সা |
পাকিস্তানি আতপ | ২৭ টাকা ৬০ পয়সা | ২৭ টাকা ৬০ পয়সা |
মোটা সিদ্ধ | ২৯ টাকা | ২৯ টাকা |