মডেল টেস্ট-২ অংশ-২
মেডিকেলে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্টের ২য় অংশ ছাপা হলো।
৫। পীততন্তুময় যোজক কলাকে ইংরেজিতে কী বলে? এই কলার কাজ কী?
(ক) Yellow dermoid tissue
এই কলার কাজ: রক্ত বাহিকাকে দুর্বল করে। দেহের ভেতরের কলাকে রক্ষা করে।
(খ) Yellow germinal tissue.
কাজ: রক্তের বাহিকাকে সতেজ করে। দেহকে সুষম আকৃতি দানে সাহায্য করে।
(গ) Black dermoid tissue.
কাজ: রক্তের বাহিকাকে পুষ্ট করে। দেহকে সুষম আকৃতি দান করে।
(ঘ) Yellow fibrous tissue. কাজ: রক্তবাহিকাকে স্থিতিস্থাপক করে। ফুসফুসের সংকোচন ও প্রসারণে সহায়তা করে। রক্তচাপের সাম্যাবস্থা ঠিক রাখে।
৬। ঘনত্ব ও দৃঢ়তার ওপর নির্ভর করে অস্থিকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী?
(ক) পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা: স্থিতিস্থাপক অস্থি, হিউমেরাস অস্থি, স্পঞ্জি অস্থি, হূৎপিণ্ড অস্থি, টেরাটোমা অস্থি।
(খ) চার ভাগে বিভক্ত। যথা: স্থিতিস্থাপক অস্থি, স্পঞ্জি অস্থি, হূৎপিণ্ড অস্থি, টেরাটোমা অস্থি। (গ) তিন ভাগে বিভক্ত। যথা: স্থিতিস্থাপক অস্থি, টেরাটোমা অস্থি, পীততন্তু অস্থি। (ঘ) দুই ভাগে বিভক্ত। যথা: দৃঢ় অস্থি, স্পঞ্জি অস্থি।
৭। ডাল্টনের পারমাণবিক মতবাদের সীমাবদ্ধতা কোনটি?
(ক) ডাল্টনের মতবাদে মৌলিক ও যৌগিক উভয় প্রকার পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মৌলের ও যৌগের স্বাধীন অস্তিত্বের ক্ষুদ্রতম অংশ হলো অণু।
(খ) একই মৌলের পরমাণুসমূহ একই ভরবিশিষ্ট হওয়া দরকার। কিন্তু আইসোটোপ আবিষ্কারের ফলে প্রমাণ হয় যে, একই মৌলের পরমাণুর ভর বিভিন্ন হতে পারে।
(গ) যেকোনো পরমাণু ক্ষুদ্রতর কতকগুলো কণিকার দ্বারা তৈরি এবং পরমাণুকে এই সব মূল কণিকায় বিভাজন করা সম্ভব। (ঘ) ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভর বিভিন্ন হবে।
৮। কোনো পরিবাহীর বৈদ্যুতিক বিভব পরিবাহীতে দেওয়া চার্জের ওপর নির্ভর করে। চার্জ এবং বিভব পরস্পরের সমানুপাতিক—এই তথ্যটি সত্য, না মিথ্যা?
(ক) আংশিক সত্য (খ) সম্পূর্ণ সত্য (গ) আংশিক মিথ্যা (ঘ) পুরোপুরি মিথ্যা
৯। অনৈচ্ছিক পেশির অবস্থান কোথায়?
(ক) পৌষ্টিকনালি, রক্তনালি, শ্বাসনালি, মূত্রথলি, জরায়ু
(খ) চোখ, নাক, কান, গলা, মুখ, মুখবিবর (গ) চোখ, যকৃৎ, রক্তপেশি, শ্বাসনালি, মূত্রথলি
(ঘ) চোখ, যকৃৎ, রক্তনালি, মুখ, মুখবিবর, বৃক্ক
১০। কোনটি সঠিক তথ্য?
(ক) গোলকের অভ্যন্তরে বাস্তবে কোনো চার্জ বা বলরেখা না থাকার কারণে প্রাবল্য এক হবে (খ) গোলকের অভ্যন্তরে বাস্তবে কোনো চার্জ বা বলরেখা না থাকার কারণে প্রাবল্য শূন্য হবে (গ) গোলকের বাইরে বাস্তবে কোনো চার্জ বা বলরেখা না থাকার কারণে প্রাবল্য এক হবে (ঘ) গোলকের বাইরে বাস্তবে কোনো চার্জ বা বলরেখা না থাকার কারণে প্রাবল্য শূন্য হবে
১১। যোজক কলার কাজ কী?
(ক) শরীরের বিভিন্ন অঙ্গ বা কলার মধ্যে যোগসূত্র তৈরি করা
(খ) কাটাছেঁড়া-ক্ষত সারাতে সাহায্য করা (গ) বিভিন্ন পদার্থের পরিবহনে অংশ নেয়
(ঘ) শরীরের তাপ নিয়ন্ত্রণ করে
১২। মাইটোসিসের বৈশিষ্ট্য কোনটি?
(ক) মাইটোসিসের ফলে দুটি নিউক্লিয়াস থেকে একটি নিউক্লিয়াস তৈরি হয়
(খ) মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারকে বাদ দিয়ে লম্বালম্বিভাবে সমান দুই অংশে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার বিপরীতে হবে
(গ) মাইটোসিস বিভাজনের ফলে একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়
(ঘ) মাইক্রোসিসের ফলে একটি নিউক্লিয়াস থেকে তিনটি নিউক্লিয়াস তৈরি হয়।
১৩। কীভাবে ধারক গঠন করা হয়?
(ক) ধারক হলো এমন একটি যান্ত্রিক কৌশল যার সাহায্যে চার্জ জমানো যায়। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা একজোড়া পরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।
(খ) ধারক এমন একটি যান্ত্রিক কৌশল যার দ্বারা চার্জ জমানো যায় না। পরস্পর হতে অনির্দিষ্ট দূরত্বে রাখা একজোড়া পরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।
(গ) ধারক এমন একটি যান্ত্রিক কৌশল যার দ্বারা চার্জ, ত্বরণ ও মন্দন জমানো যায় না। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা একজোড়া অপরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।
(ঘ) ধারক এমন একটি যান্ত্রিক কৌশল যার দ্বারা ত্বরণ, মন্দন ও বেগের অনুপাত জানা যায়। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা দুইজোড়া পরিবাহী পদার্থ দ্বারা ধারক গঠন করা যায়।
মডেল টেস্ট-২: অংশ-২ সঠিক উত্তর: ৫। ঘ ৬। ঘ ৭। ক, খ, গ, ঘ ৮। খ ৯। ক ১০। খ ১১। ক, খ, গ, ঘ ১২। গ ১৩। ক।
Tuesday, August 31, 2010
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ১১ অক্টোবর থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার সব কার্যক্রম এবার অনলাইন ও বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের (ইএমটিএস) মাধ্যমে সম্পাদিত হবে। বর্তমানে সব জেলা শহর, উপজেলা, থানা ও বিশেষ কিছু ইউনিয়নের ৮০৬টি শাখায় ইএমটিএস পদ্ধতি চালু রয়েছে। এর যেকোনো শাখায় গিয়ে আবেদনকারীকে ভর্তি পরীক্ষার নির্দেশিকা ও ডাক বিভাগের নমুনা কপি অনুযায়ী এসএসসি ও এইচএসসির শিক্ষা বোর্ড, রোল নম্বর ও পাসের বছর উল্লেখ করে ইএমও ফরম পূরণ করতে হবে। এরপর প্রতি ইউনিটের একটি আবেদনপত্রের জন্য ৩০০ টাকা, বিশেষ কোটায় আবেদনকারীদের ৪০০ টাকা, পোস্ট বক্স নম্বর: ২২২২ ঠিকানায় পাঠাতে হবে। টাকা জমা হলে ডাক বিভাগ আবেদনকারীকে একটি গোপন পিন নম্বর দেবে। নম্বর পাওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে আবেদনকারীকে www.iceiu.info/admission ওয়েবসাইটে যেতে হবে। এরপর একটি পিনকোড চাইলে ডাক বিভাগ থেকে দেওয়া পিন নম্বর দিতে হবে। তখন একটি স্বয়ংক্রিয় ভর্তি ফরম আসবে, যেখানে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সব প্রাতিষ্ঠানিক তথ্য থাকবে। পরে ছবি ডাউনলোডের অপশনে গিয়ে ৩০০x৩০০ পিক্সেল সাইজের ছবি ডাউনলোড করলে তাঁকে ভর্তি পরীক্ষার একটি রোল নম্বর দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে একটি প্রবেশপত্র তৈরি হয়ে যাবে। পরে সেই প্রবেশপত্র প্রিন্ট করে তাঁকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
ভর্তি পরীক্ষার সব তথ্য ওই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারী কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে atest1011@yahoo.com, admission@iceiu.info ই-মেইল এবং ০১৭২৭৩০০১১৯, ০১৭১৩০৯৭৩৬৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে আরও জানা যায়, আগের মতো এবারও পাঁচটি অনুষদের অধীনে সাতটি ইউনিটে ২২টি বিভাগের এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা হবে। এবারই প্রথমবারের মতো সব ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর উত্তরপত্র মূল্যায়ন করা হবে ওএমআর পদ্ধতির মাধ্যমে। আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iubd.net) থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে এবং ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।
ভর্তি পরীক্ষার সব তথ্য ওই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারী কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে atest1011@yahoo.com, admission@iceiu.info ই-মেইল এবং ০১৭২৭৩০০১১৯, ০১৭১৩০৯৭৩৬৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে আরও জানা যায়, আগের মতো এবারও পাঁচটি অনুষদের অধীনে সাতটি ইউনিটে ২২টি বিভাগের এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা হবে। এবারই প্রথমবারের মতো সব ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর উত্তরপত্র মূল্যায়ন করা হবে ওএমআর পদ্ধতির মাধ্যমে। আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iubd.net) থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে এবং ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।
ফায়ারফক্সের তথ্য সিংক্রোনাইজ করুন
ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স ব্যবহারকারীর বুকমার্ক, গোপন নম্বর, প্রেফারেন্স, হিস্ট্রি, ট্যাব ইত্যাদি ব্যাকআপ রাখা এবং সিংক্রোনাইজ করার সুবিধা দিয়েছে তাদের নতুন ৪.০ সংস্করণ থেকে। ফলে ফায়ারফক্স ব্যবহারকারীরা সহজেই এক কম্পিউটারের (ব্যবহারকারী) বুকমার্ক, পাসওয়ার্ড, প্রেফারেন্স, হিস্টোরি, ট্যাব ইত্যাদি অন্য কম্পিউটারে ব্যবহার এবং হালনাগাদ করতে পারবে। এ জন্য Tool মেনু থেকে Set Up Sync-এ ক্লিক করে I've never used Sync before-এ ক্লিক করতে হবে।
এবার Create your Sync Account-এ অ্যাকাউন্ট তৈরির জন্য ফরম পূরণ করে Next করতে হবে। এবার Secret Phrase লিখে Next করতে হবে এবং Browser Sync Preferences-এ কম্পিউটারের নাম এবং সেটিংস নির্বাচন করে Next করে কনফার্ম কোড দিয়ে সমাপ্ত করুন, তাহলে সিংক্রোনাইজ হবে এবং ফায়ারফক্সের সার্ভারে সংরক্ষিত থাকবে। এবার নতুন আরেকটি কম্পিউটারের সিংক্রোনাইজ করতে Tool মেনু থেকে Set Up Sync-এ ক্লিক করে I'm already using Sync on another computer-এ ক্লিক করতে হবে। এখন User Name এবং Password দিয়ে Next করে পরবর্তী উইন্ডোতে Secret Phrase লিখে Next করুন। এরপর Merge নির্বাচন করে Next>Next করুন এবং কম্পিউটারের নাম এবং সেটিংস নির্বাচন করে Next এবং Finish করুন।
এবার দেখুন আগের কম্পিউটারের বুকমার্ক, পাসওয়ার্ড, প্রিফারেন্স, হিস্টোরি, ট্যাব ইত্যাদি চলে এসেছে।
পরবর্তী সময়ে কোনো পরিবর্তন করতে চাইলে Tool মেনু থেকে Options-এ ক্লিক করে Sync ট্যাবে গিয়ে অথবা Tool মেনু থেকে Sync-এ গিয়ে দরকারমতো পরিবর্তন করতে পারেন।
ফায়ারফক্সের নতুন সংস্করণটি (বিটা) www.mozilla.com/en-US/firefox/beta/ থেকে নামানো যাবে। এ ছাড়া সিংক প্রোগ্রামটি (অ্যাড-অনস) https://addons.mozilla.org/en-US/firefox/addon/10868/ থেকে ইনস্টল করে ৩.৫ এবং ৩.৬ সংস্করণে ব্যবহার করা যাবে।
এবার Create your Sync Account-এ অ্যাকাউন্ট তৈরির জন্য ফরম পূরণ করে Next করতে হবে। এবার Secret Phrase লিখে Next করতে হবে এবং Browser Sync Preferences-এ কম্পিউটারের নাম এবং সেটিংস নির্বাচন করে Next করে কনফার্ম কোড দিয়ে সমাপ্ত করুন, তাহলে সিংক্রোনাইজ হবে এবং ফায়ারফক্সের সার্ভারে সংরক্ষিত থাকবে। এবার নতুন আরেকটি কম্পিউটারের সিংক্রোনাইজ করতে Tool মেনু থেকে Set Up Sync-এ ক্লিক করে I'm already using Sync on another computer-এ ক্লিক করতে হবে। এখন User Name এবং Password দিয়ে Next করে পরবর্তী উইন্ডোতে Secret Phrase লিখে Next করুন। এরপর Merge নির্বাচন করে Next>Next করুন এবং কম্পিউটারের নাম এবং সেটিংস নির্বাচন করে Next এবং Finish করুন।
এবার দেখুন আগের কম্পিউটারের বুকমার্ক, পাসওয়ার্ড, প্রিফারেন্স, হিস্টোরি, ট্যাব ইত্যাদি চলে এসেছে।
পরবর্তী সময়ে কোনো পরিবর্তন করতে চাইলে Tool মেনু থেকে Options-এ ক্লিক করে Sync ট্যাবে গিয়ে অথবা Tool মেনু থেকে Sync-এ গিয়ে দরকারমতো পরিবর্তন করতে পারেন।
ফায়ারফক্সের নতুন সংস্করণটি (বিটা) www.mozilla.com/en-US/firefox/beta/ থেকে নামানো যাবে। এ ছাড়া সিংক প্রোগ্রামটি (অ্যাড-অনস) https://addons.mozilla.org/en-US/firefox/addon/10868/ থেকে ইনস্টল করে ৩.৫ এবং ৩.৬ সংস্করণে ব্যবহার করা যাবে।
গেম খেলার উপযোগী হার্ডডিস্ক
ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের কেভিয়ার ব্ল্যাক সিরিজের ১০০১এফএলএস গেমিং হার্ডডিস্ক বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ১ টেরাবাইটের এ হার্ডডিস্কে রয়েছে ভাইব্রেশন কন্ট্রোল প্রযুক্তি, যা প্রতি সেকেন্ডে ৩ গিগাবাইট ডেটা ট্রান্সফার করে থাকে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম সাত হাজার ৪০০ টাকা
মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স
জনপ্রিয় ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের মোবাইল ফোনে ব্যবহার-উপযোগী নতুন সংস্করণ বাজারে ছেড়েছে। ফেনেক নামের দ্বিতীয় এ সংস্করণে যুক্ত হয়েছে নতুন বৈশিষ্ট্য। নতুন এই সংস্করণটি নকিয়া এন ৯০০ এবং মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডের সর্বশেষ সংস্করণচালিত মোবাইল ফোনে কাজ করবে।
বাজারে আসা নতুন এ সংস্করণটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নতুন এ সংস্করণের নানা ধরনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর অবস্থানের ওপর ভিত্তি করে অবস্থান জানা, যেকোনো সাইটকে পিডিএফ আকারে সংরক্ষণসহ অনেক কিছুই। এ ছাড়া যেকোনো তথ্য সরাসরি সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটারে সহজে শেয়ার করা যাবে।
ফেনেকে নানা সুবিধার মধ্যে অন্যতম হচ্ছে, কম্পিউটারের ফায়ারফক্স ব্রাউজারের বুকমার্ক, সংরক্ষণ করা গোপন নম্বর ইত্যাদি সব কিছু মোবাইলে ব্যবহারের সময় ইমপোর্ট করে নেওয়া যায়। তবে সব মোবাইল ফোনে এ সফটওয়্যার ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কয়েকটি মোবাইল ফোনেই ফেনেক ব্যবহার করা যাচ্ছে। তবে শিগগির ইন্টারনেট ব্যবহার-উপযোগী মোবাইল ফোনেও এ সেবা পাওয়া যাবে বলে জানা গেছে।
বাজারে আসা নতুন এ সংস্করণটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নতুন এ সংস্করণের নানা ধরনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর অবস্থানের ওপর ভিত্তি করে অবস্থান জানা, যেকোনো সাইটকে পিডিএফ আকারে সংরক্ষণসহ অনেক কিছুই। এ ছাড়া যেকোনো তথ্য সরাসরি সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটারে সহজে শেয়ার করা যাবে।
ফেনেকে নানা সুবিধার মধ্যে অন্যতম হচ্ছে, কম্পিউটারের ফায়ারফক্স ব্রাউজারের বুকমার্ক, সংরক্ষণ করা গোপন নম্বর ইত্যাদি সব কিছু মোবাইলে ব্যবহারের সময় ইমপোর্ট করে নেওয়া যায়। তবে সব মোবাইল ফোনে এ সফটওয়্যার ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কয়েকটি মোবাইল ফোনেই ফেনেক ব্যবহার করা যাচ্ছে। তবে শিগগির ইন্টারনেট ব্যবহার-উপযোগী মোবাইল ফোনেও এ সেবা পাওয়া যাবে বলে জানা গেছে।
৬৪টি জেলাতে বিশ্বকাপের টিকিট
দেশজুড়ে ৬৪টি জেলাতে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ আসরের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি)। টুর্নামেন্টের পরিচালক আলী আহসান বাবু এ প্রসঙ্গে বলেন, আইসিসি’র অতিথি ও অফিসিয়ালদের জন্য আমরা কিছু টিকিট দিয়েছি। এছাড়া ৫ ভাগ টিকিট একটি পর্যটন কোম্পানি নিয়েছে আইসিসি’র মাধ্যমে।
বাকি টিকিট আমরা দেশজুড়ে ৬৪টি জেলাতেই বুথ বসিয়ে বিক্রির ব্যবস্থা করবো। মিরপুর স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৬ হাজার ৬শ’, চট্টগ্রামে ১৬ হাজার ৪শ’ আর ফতুল্লায় ১৮ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবে। এতো অল্প ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের আমরা এত দর্শক জায়গা দেবো কি করে? শুধু বাংলাদেশের দর্শকদের কথা ভাবলেই চলবে না, বিদেশীদের কথাও আমাদের ভাবতে হচ্ছে। ৬৪টি জেলাতে আমরা জেলার মূল শহরে একটি বুথ বসানোর কথা চূড়ান্ত হয়ে গেছে।
Monday, August 30, 2010
বিশেষ মূল্যে ল্যাপটপ
কোর আই৩ এবং কোর আই৫ সমৃদ্ধ নতুন মডেলের সনি ভায়ো ইএ-১৫ এফজি, ইবি২৫ এফজি এবং ইএ১৬ এফজি ল্যাপটপ পাওয়া যাচ্ছে রিশিত কম্পিউটার্সে। নতুন মডেলের এসব ল্যাপটপে রয়েছে ৩২০ এবং ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ পর্দা, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, কার্ডরিডার ইত্যাদি সুবিধা। রমজান উপলক্ষ্যে বিশেষ মূল্যে রিশিতের ঢাকা ও চট্টগ্রাম শো-রুমে ল্যাপটপ পাওয়া যাবে।
একাধিক সংযোগের মোবাইল ফোন
নকিয়া বাংলাদেশে সি১-০০ সেট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, যা প্রথম নকিয়া মোবাইল ফোন যেটিতে দুটি সিম ব্যবহার করা যাবে। এ মোবাইল ফোনে ছয় সপ্তাহ পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাটারি সুবিধা ছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড ফ্ল্যাশ লাইট, এফএম রেডিও, হেডফোন জ্যাক ইত্যাদি সুবিধা। নকিয়া এমার্জিং এশিয়ার অ্যাকটিং হেড অব মার্কেটিং সাজিদ রিজওয়ান মতিন বলেন, ‘পছন্দ করার অধিকারকে সম্মান জানিয়ে আমরা এই ফোনসেট বাজারে এনেছি। নতুন এ মোবাইল ফোনের দাম দুই হাজার ৭৯০ টাকা।
নতুন ল্যাপটপ বাজারে
স্যামসাংয়ের আর-৪৩৯ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এতে রয়েছে ইন্টেল কোর-আই-৩ প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর-৩ র্যাম, ১৪ ইঞ্চি এলইডি হাই ডেফিনেশন পর্দা, ইন্টেল জিএমএ হাই ডেফিনেশন ইন্টারনাল গ্রাফিক্স, ৫৪০০ আরপিএমের ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, সুপার মাল্টি ডুয়াল লেয়ার, মডেম, ১০/১০০ ল্যান, ৮০২.১.১ বিজি/এস, হেডফোন আউটপুট, ওয়েবক্যাম, থি-ইন-ওয়ান কার্ড রিডার, টাচ প্যাড, ৬ সেল স্মার্ট লিথিয়াম আয়ন ব্যাটারি, ব্যাকআপ চার ঘণ্টা, ফ্রি ডস, ক্যারিং কেস ইত্যাদি। দাম ৪৭ হাজার টাকা
বাজারে নতুন পেন ড্রাইভ
এ-ডেটা ব্র্যান্ডের ক্লাসিক সিরিজের সি-৮০২ মডেলের নতুন পেন ড্রাইভ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। হালকা ও সরু আকৃতির এই পেন ড্রাইভ দিয়ে ডকুমেন্ট, ফটো, প্রেজেন্টেশন, ভিডিও এবং মিউজিক ফাইল বা বিভিন্ন প্রয়োজনীয় ডেটা অনায়াসে আদান-প্রদান করা যায়। ক্যাপলেস ডিজাইনের এই পেন ড্রাইভে রয়েছে সুইচ, যার মাধ্যমে ইউএসবি কানেক্টরটিকে কভারের মধ্যে ঢুকিয়ে সুরক্ষিত রাখা যায়। এটি ইউএসবি ২.০ ইন্টারফেসের পাশাপাশি ইউএসবি ১.১ সমর্থন করে। বর্তমানে সি-৮০২ মডেলের ৪ গিগাবাইট এবং ৮ গিগাবাইট পেন ড্রাইভের দাম যথাক্রমে ৭০০ টাকা এবং এক হাজার ৩৫০ টাকা।
Subscribe to:
Posts (Atom)