Monday, April 18, 2011

ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে চায় পাকিস্তান

ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক নতুন করে শুরু করার জন্য যেন উন্মুখ হয়ে পড়েছে পাকিস্তান। কিছুদিন আগে তাদের অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছিলেন, পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে সুযোগ দেওয়া উচিত তাহলে দু'দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এবার ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ আয়োজনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা পাকিস্তান কিংবা অন্য যেকোন দেশে ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
পাকিস্তান চেয়েছিল টেস্ট সিরিজ আয়োজন করতে। তবে ভারতের ব্যস্ত ক্রিকেট শিডিউলের জন্য তা এ বছর কোনভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ অপারেটিং সুবহান আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, ' এ বছর যে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ আয়োজন সম্ভব নয় তা আমরাও বুঝি। কিন্তু পাক-ভারত ক্রিকেট বন্ধনকে আবারো জোড়া লাগাতে এ বছরের কোন এক সময় পাকিস্তানে বা অন্য কোথাও পাঁচটি কিংবা তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করতে আমরা খুবই আগ্রহী।' তিনি আরো বলেন, 'আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে ই-মেইলের মাধ্যমে আমাদের ইচ্ছার কথা জানিয়েছি। তারাও জবাব দিয়েছে। তবে এখন তারা আইপিএল নিয়ে ব্যস্ত। তাই আইপিএল শেষ হয়ে গেলে আমরা এ বিষয়ে আলোচনা শুরু করব।'

No comments: