Monday, May 2, 2011

ধারাবাহিক নির্মাণে

নির্মাতা পরিচয়ে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার আত্মপ্রকাশ হয়েছে আগেই। এরই মধ্যে বেশ কয়েকটি একক নাটক নির্মাণ করেছেন তিনি। এবার একটি ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। 'কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজ উদ দৌলা' নামের নাটকটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ ও হাসান শাহরিয়ার।
নাটকটিতে সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথ পরিচালক হিসেবে থাকবেন বদরুল আনাম সৌদ। এরই মধ্যে নাটকটির বেশ কিছু পর্বের শুটিং শেষ হয়েছে। নাটকটি শিগগিরই এটিএন বাংলায় প্রচারিত হওয়ার কথা রয়েছে।

আরেকটি স্টুডিও থিয়েটার

১ মে ঢাকায় আরেকটি স্টুডিও থিয়েটার চালু হচ্ছে। গতি থিয়েটার ঢাকার মোহাম্মদপুরে নিজস্ব মহড়াকক্ষকে স্টুডিও থিয়েটারে রূপ দিচ্ছে। নিজস্ব লাইট, সাউন্ড, পর্দা আর দর্শক আসনের ব্যবস্থা থাকবে এই স্টুডিওতে। গতির কর্মীরা তাঁদের সৃজনশীলতা দিয়ে মহড়াকক্ষের স্বল্প পরিসরের গভীরতা কিভাবে বাড়ানো যায়, এ সম্পর্কে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করছে। মে দিবস থেকে গতির স্টুডিও থিয়েটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এদিন সন্ধ্যায় বিশ্বের সব শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে গতি থিয়েটার মঞ্চায়ন করবে আশিক সুমনের নাট্যরূপ আর মণি পাহাড়ির নির্দেশনায় নাটক 'রুটি'। এতে অভিনয় করছেন তাহসিন রহমান ও আশিক সুমন। অন্যান্য মঞ্চে নাটক মঞ্চায়নের পাশাপাশি প্রতি শুক্রবার গতির বিভিন্ন প্রযোজনার প্রদর্শনী হবে এই স্টুডিও থিয়েটারে_এমনটি আশা করছেন গতির সব কর্মী।

চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় কর্মশালা

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) আয়োজনে ১৫ থেকে ২০ মে সপ্তাহব্যাপী চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় কর্মশালা অনুষ্ঠিত হবে। এফডিসির জহির রায়হান প্রজেকশন হলে ওই কর্মশালায় চলচ্চিত্র নির্মাণ (চিত্রনাট্য রচনা, পরিচালনা, সম্পাদনা, চিত্রগ্রহণ) ও অভিনয়ে তাত্তি্বক ও ব্যবহারিক বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে। পাশাপাশি এফডিসির শুটিং, ডাবিং, এডিটিং ফ্লোর, কালার ল্যাবসহ বিভিন্ন অংশে চলচ্চিত্র নির্মাণপ্রক্রিয়া সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা থাকবে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন চাষী নজরুল ইসলাম, কাজী হায়াৎ, মতিন রহমান, আবদুল লতিফ বাচ্চু, এস এম মহসিন, অনুপম হায়াৎ প্রমুখ।

স্বপ্নমাখা চোখে

অঙ্কিতা শোর ক্যামেরার সামনেই কাটাতে চান পুরো জীবন। মিস ইন্ডিয়া খেতাব জেতা এই ভারতীয় সুন্দরী আপাতত মডেলিং নিয়ে ব্যস্ত থাকলেও ভবিষ্যতে থিতু হতে চান বড় পর্দায়। মডেল নন, হতে চান অভিনেত্রী। বললেন, 'অভিনয় আমার প্রথম ভালোবাসা। মিস ইন্ডিয়া খেতাব জেতার আগে থেকেই আমি অভিনেত্রী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন সেই চেষ্টাকে সাফল্যে পরিণত করাটা একটু সহজ বলেই ভাবছি।'
ভাবনার কি আর শেষ আছে! সাবেক মিস ইন্ডিয়া প্রিয়াঙ্কা চোপড়ার দোর্দণ্ড প্রতাপ দেখে মনে মনে সাহস পাচ্ছেন অঙ্কিতা। স্বপ্ন বুনে চলেছেন দিনরাত। কেবল বড় পর্দায় কাদের সঙ্গে অভিনয় করার ইচ্ছা? 'বলিউডের সব নামি তারকার সঙ্গে কাজ করতে চাই। শাহরুখ ও আমিরের সঙ্গে তো অবশ্যই। কারণ এ দুজনই আমার খুব প্রিয় অভিনেতা। আমির সাহসী অভিনেতা, চরিত্র নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসেন। শাহরুখ সবার চেয়ে আলাদা।' শাহরুখের সঙ্গে সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন অঙ্কিতা। আংশিক পূরণ হয়েছে বৈকি!

'অগ্নিপথে' অগ্নিকাণ্ড

এবার হৃতি্বক একা নন, দুর্ঘটনার শিকার হয়েছেন প্রিয়াঙ্কাও। 'অগ্নিপথ'-এর সেটে সত্যি সত্যি আগুন লেগে গেল। কারো কিছু হয়নি। তবে ছবির নায়ক হৃতি্বক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়াকে একটু ধকল পোহাতে হয়েছে। শুটিং চলছিল একটি পূজার দৃশ্যের। হাতে বিরাট এক থালায় কয়েকটি জ্বলন্ত দিয়া নিয়ে শুটিং করছিলেন হৃতি্বক, কিভাবে যেন কাত হয়ে পড়ল একটা দিয়া। গরম তেল ছিটকে পড়ল হৃতি্বকের হাতে। যন্ত্রণায় তিনি কাতরে ওঠার আগ পর্যন্ত অবশ্য কেউ বুঝতে পারেননি ঘটনা। খুব বেশি ক্ষতি হয়নি, একটু জ্বালাপোড়া আছে। একই দৃশ্যের শুটিংয়ে সেই দিয়া থেকেই আগুন লাফিয়ে উঠল প্রিয়াঙ্কার লেহেঙ্গায়। তিনি অবশ্য সঙ্গে সঙ্গেই দৌড় শুরু করেছিলেন বলে রক্ষা। সবাই ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। প্রিয়াঙ্কারও ক্ষতি হয়নি, তবে লেহেঙ্গাটা পাল্টাতে হয়েছে। আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে। হৃতি্বকের হাতের ব্যথা সারলেই আবার শুরু হবে কাজ। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই ছবির রিমেকে কাজ করতে গিয়ে কয়েক দিন আগে আরো একবার আহত হয়েছিলেন হৃতি্বক। শুটিংসেটে অভিনেতার আহত হওয়া নাকি ছবির জন্য সুফল বয়ে আনে_বলিউডের বহুল প্রচলিত কুসংস্কারের এটি একটি। হৃতি্বকের প্রথমবার আহত হওয়া নিয়ে ছবিটির প্রযোজক করন জোহর বেশ উৎফুল্ল ছিলেন। এবার তো তাহলে করনের খুশিতে রীতিমতো আট নয়, ষোলোখানা হয়ে যাওয়ার কথা!

সালমানের প্রতিদান

সালমান খান মানেই চমক। খেয়াল-খুশির রাজা কখন কী করবেন বোঝা মুশকিল। নতুন ছবি 'রেডি'-এর গান নিয়ে তো নিজেই নেমেছিলেন মাঠে। নিজের পছন্দমতো তৈরি করিয়েছিলেন প্রতিটি গান। ছবি মুক্তি পেতে দেরি আছে। তবে এর আগেই রেডি ছবির গানের অ্যালবাম বাজারে ছাড়ছেন সল্লুবাবা। এই অ্যালবামের প্রকাশনা উপলক্ষে একটু অন্য রকম কিছু করবেন বলে ভাবছিলেন। পাঁচতারকা হোটেলে অনুষ্ঠান কিংবা মুম্বাইয়ের ফিল্মসিটির ছোট্ট কর্মীদের বাইসাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে শেষবেলায় এসে বরাবরের মতো এবারও পরিকল্পনা পাল্টেছেন সালমান। প্রকাশনা অনুষ্ঠান কাল অনুষ্ঠিত হয়েছে ফিল্মসিটিতেই। রেডি ছবির তারকা এবং কলাকুশলীদের পাশাপাশি এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন মহারাষ্ট্র রান স্টুডিওর সব সরকারি কর্মচারী। কারণ? এই কর্মচারীদের শ্রম জড়িয়ে আছে প্রতিটি ছবির কাজে। কিন্তু তাঁদের কথাই মনে রাখে না কেউ। গত ২১ বছরে তাঁরা পাশে ছিলেন বলেই চলার পথটা অনেক মসৃণ হয়েছে বলে মনে করেন সালমান খান। এর প্রতিদান দিতেই সালমান তাঁদের এ সম্মান জানালেন। কেবল আমন্ত্রণই নয়, দেওয়া হয়েছে উপহারও। আর রাতে তো সবাই খাওয়াদাওয়া করেছেন সালমানের পাশে বসেই।

এবার ডাক্তার

প্রথম থেকেই চরিত্রের ভিন্নতা খুঁজছেন অভিনেত্রী রেসী। আগে কাজের মেয়ে, কলেজছাত্রী, ধনীর দুলালী, এমনকি উকিলের চরিত্রেও অভিনয় করেছিলেন। এবারই প্রথম ডাক্তারের চরিত্রে অভিনয় করবেন তিনি। কাজী হায়াৎ পরিচালিত 'মানিক রতন দুই ভাই' ছবিতে একজন পোশাদার ডাক্তার হিসেবে দেখা যাবে রেসীকে।
রেসী বলেন, 'আমি সব সময় নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। দর্শকরা যেন একইভাবে আমাকে দেখতে দেখতে হাঁপিয়ে না ওঠেন।' 'মানিক রতন দুই ভাই'-এর মাধ্যমে কাজী হায়াতের ছবিতে প্রথম কাজ করতে যাচ্ছেন রেসী। তিনি বলেন, 'কাজী হায়াৎ আমার প্রিয় পরিচালকদের একজন। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। চেষ্টা করব তাঁর প্রত্যাশা অনুযায়ী অভিনয় করতে।'

এক নাটকে ১০ লাক্স সুন্দরী

২০১০-এর সেরা ১০ লাক্স সুন্দরীকে দেখা যাবে নতুন একটি ধারাবাহিক নাটকে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় 'জেনারেশন নেঙ্ট ডট' ধারাবাহিকে অভিনয় করবেন তাঁরা। পরিচালক জানিয়েছেন, লাক্স সুন্দরী রাখি, নিশা, মৌসুমী, মাসিয়াত, দীপালি, টয়া আর অরিনের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। অন্যরাও এ নাটকে অভিনয় করবেন। এ ছাড়া এ নাটকে ২০০৯-এর লাক্স সুন্দরী ইশানা ও তাসিনও অভিনয় করবেন। অন্যান্য চরিত্রে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, ওয়াসিম খান, রওনক হাসান, সাঈদ বাবু, টিনু করিম, আসাদ প্রমুখ। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুণীদের জীবনের নানা ঘটনা ও অঘটন নিয়েই এ নাটকের গল্প। ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হবে।
নাটকটি বাংলাভিশনে সপ্তাহে তিন দিন প্রচার করা হবে।

মনেপ্রাণে ভারতীয়

বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন ইস্যুতে নিজেকে বিতর্কিত করেছেন ইয়ানা গুপ্তা। সম্প্রতি নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হন ভারতীয় বংশোদ্ভূত চেক প্রজাতন্ত্রের আবেদনময়ী এই আইটেম গার্ল। এ প্রসঙ্গে ইয়ানা বলেছেন, জন্মসূত্রে না হলেও মনেপ্রাণে আমি ভারতীয়। এদেশের সংস্কৃতির সঙ্গে পুরোপুরি মিশে গেছি। তাছাড়া ক্যারিয়ারের স্বর্ণযুগটা পার করছি বলিউডেই।

আফ্রিদির জয়গান

নিজেদের মাটিতে খেলতে না পারা, অন্তর্কলহ এবং ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনায় সমালোচনার মুখে পড়ে পাকিস্তানের ক্রিকেট। তার পরও আফ্রিদির নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত লড়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের তিনটিতে জিতে ইতোমধ্যে সিরিজ জয়ও নিশ্চিত করেছে পাকিস্তান। এতে নতুন করে আশার আলো দেখছেন দেশটির ক্রিকেটবোদ্ধারা। পাশাপাশি মিডিয়ায় চলছে আফ্রিদির জয়গান।