Monday, April 25, 2011

অভিনয়ে ফিরলেন তনিমা

'সরল সত্য' শিরোনামের একটি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে দুই বছর পর অভিনয়ে ফিরছেন তনিমা হামিদ। বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মাণাধীন নাটকটি রচনা করেছেন আবু আল-সাঈদ।
এ প্রসঙ্গে তনিমা জানিয়েছেন, 'শেষবার দুই বছর আগে 'লাইফ ইজ বিউটিফুল' নামের ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। মাঝখানের সময়টাতে মা হওয়ায় কোনো ধারাবাহিকে অভিনয় করিনি।'
তিনি আরও জানিয়েছেন, 'মূলত আবু আল-সাঈদের অনুরোধেই আবারও অভিনয় শুরু করলাম। তবে এ নাটক ছাড়া আপাতত আর কোনো কাজ করছি না।'
একাত্তর-পরবর্তী মুক্তিযোদ্ধাদের অবর্ণনীয় কষ্টই এ নাটকের উপজীব্য বিষয়। উল্লেখ্য, তনিমা অভিনীত 'লাইফ ইজ বিউটিফুল' নাটকটি বর্তমানে আরটিভিতে প্রচার হচ্ছে।

চলচ্চিত্র অভিনয়ে বাপ্পা

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার সমপ্রতি আবীর শ্রেষ্ঠ পরিচালিত ফেরারী ফানুস চলচ্চিত্রে নিজের চরিত্রে অভিনয় করেছেন। ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পী রওনক হাসানকে একজন পরিপূর্ণ মিউজিক কম্পোজার হয়ে ওঠার ক্ষেত্রে নানা রকম সাহায্য সহযোগিতা করতে দেখা যাবে তাকে। ফেরারী ফানুস চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তুষারের সুরে বহুদূরে শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

মোর্শেদের মফিজ মিডিয়া

মফিজ একজন গীতিকার কিন্তু এলাকায় তার গান কেউ তেমন পছন্দ করে না। অথচ সে পাঁচ বছর ধরে গান গায় এবং ইতোমধ্যেই ৯৮৩টা গান লিখেছে। মফিজের এই দুঃখে এক জন বুদ্ধি দেয় গানের সিডি বের করলে শিল্পীর কদর বাড়বে। এমতাবস্থায় পত্রিকার বিজ্ঞাপন মারফত যোগাযোগ ঘটে ভুয়া প্রতিষ্ঠান গোলাপী মিডিয়ার সঙ্গে। গোলাপী মিডিয়া মফিজকে শিল্পীর পরিচয়পত্র দেয়-এর পর শুরু হয় মফিজের কদর, এমন কি পছন্দের মেয়েটির ক্ষেত্রেও এক পর্যায়ে মা তার অলঙ্কার দিয়ে সাহায্য করেন মফিজকে, অলঙ্কার বিক্রির টাকা দিয়ে গোলাপী মিডিয়ার মারফতে গানের রেকর্ডিং শুরু হয়। মোবারক হোসেনের রচনায় এবং ম ম মোর্শেদের পরিচালনায় 'মফিজ মিডিয়া' শিরোনামের নাটকের গল্পটি এগিয়ে চলে এমনি করে। এতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সীমানা, সিদ্দিক, ম ম মোর্শেদ, হাসি আপা, পরশ প্রমুখ।

সজল-শখ জুটি

প্রায় এক বছর পর আবারও জুটি হয়ে অভিনয় করলেন সজল ও শখ। 'শেষ চিঠি' নামের নাটকটি ফরহাদ লিমনের রচনা ও যৌথভাবে পরিচালনা করেছেন জয়ন্ত মণ্ডল এবং সাজ্জাদ সনি। নাটকে সীমান্ত চরিত্রে অভিনয় করেছেন সজল এবং রায়া চরিত্রে শখ। এই নাটকে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, 'শখ অনেক ভালো অভিনয় শিল্পী। আমি তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রতিটা কাজকেই শখ খুব সহজেই গ্রহণযোগ্যতা দিতে পারে। আশা করি, দর্শকরা আমাদের জুটি আগের চেয়ে ভালো উপভোগ করবে।'

সুবর্ণার স্বামী সাজু

'কমল বিবির অতিথিশালা এবং কানা সিরাজউদ্দৌলা' নামের একটি ধারাবাহিকে সুবর্ণা মুস্তাফার স্বামীর চরিত্রে অভিনয় করছেন তরুণ অভিনেতা সাজু খাদেম। নাটকটি রচনা করেছেন মুনতাসির বিপন এবং পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা জানান, সাজু অনেক ভালো অভিনেতা। তার ভালো একটি গুণ আছে। আর তা হলো, সে যে কোনো অভিনয়ের সঙ্গে মিশে যেতে পারে। আশা করছি, নাটকটি ভালো লাগবে। কমেডিধর্মী এই ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে সাজু জানান, আমি সুবর্ণা আপার সঙ্গে এর আগেও অভিনয় করেছি। কিন্তু এ নাটকে আমার আর সুবর্ণা আপার চরিত্রটি একটু ভিন্ন। তার সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে পেরে ভালো লাগছে। তিনি আরও বলেন, 'নাটকটিতে আমি একজন অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছি। নাটকে অন্ধ ব্যক্তিটি নিজেকে নবাব সিরাজউদ্দৌলার মতো প্রতাপশালী মনে করেন। এ জন্য তার বাসায় যে কোনো অতিথি এলেই তাকে সাদরে অভ্যর্থনা জানান। তবে তার স্ত্রী কমল বিবি বিষয়টি ভালোভাবে নেন না। ফলে দু'জনের মধ্যে এক ধরনের রেষারেষি লেগেই থাকত। এমনি করে চলতে থাকে নাটকের গল্প। নাটকটির শুটিং চলছে। এটি প্রচার হবে এটিএন বাংলায়।

চলে গেলেন ভারতের আধ্যাত্মিক গুরু সাঁই বাবা জন্মদিনে বিমর্ষ শচীন

৩৮ তম জন্মদিনটিতে বিমর্ষ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার। আধ্যাতিক গুরু সত্য সাঁই বাবার মহাপ্রয়াণে জন্মদিনে বিষণ্ন, দারুণভাবে ব্যাথিত ভারতের এই ব্যাটিং জিনিয়াস। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন সাঁই বাবা। তাই বাবার আরগ্যের জন্য প্রর্থনা করতে টুইটারের বার্তা পাঠান ব্যাটিং জিনিয়াস। কিন্তু অবশেষে গতকাল সকাল ৭ টা ৪০ মিনিটে ৮৫ বছর বয়সে দেহ ত্যাগ করেন শচীনের আধ্যাতিক গুরু।
জন্মদিনকে জাকজমপূর্ণভাবেই পালন করার কথা ছিল হায়দ্রাবাদের কাকাতিয়া হোটেলে, যেখানে ম্যাচ খেলতে সপরিবারে উঠেছেন শচীন। ৩৮তম জন্মদিনে কাটা হবে ৩৮ কেজি ওজনের কেক। বড় একটা পার্টি দিবেন মুম্বাই ইন্ডিয়ানসের মালিক টিনা আম্বানি। যেখান উপস্থিত থাকার কথা ছিল বলিউড তারকাদের। কিন্তু মহাগুরু সত্য সাঁই বাবার প্রয়াণে সব আয়োজন বাতিল করা হয়েছে। সাঁই বাবার মৃত্যুতে শোকাভিভূত ভারতীয়রা। তবে শচীন যেন একটু বেশিই আঘাত পেয়েছেন। তাই কিনা গতকাল মাঠে নামার আগ পর্যন্ত কথা বলেননি কারও সঙ্গেই। জন্মদিনের উৎসব তো দূরের কথা, মাঠে নামার আগে টিমমেটদের সঙ্গেও কোনো কথা বলেননি। এমনকি গতকাল সকালে নাস্তাও করেননি বলে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে কাকাতিয়া হোটেলের ম্যানেজার
কথা ছিল জন্মদিনে পুনেতে যুদ্ধাহত সেনাদের সঙ্গে সময় কাটাবেন টেন্ডুলকার। কেননা একজন সৈনিক দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়ে লড়াই করেন। আর সেনাদের কাছ থেকেই তো শেষ পর্যন্ত লড়াই করার প্রেরণা পেয়েছেন তিনি। গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ থাকার কারণে ইচ্ছাপূরণ হয়নি শচীনের। তবে দুই দিন আগেই ভিডিও কলফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তার বার্তা। সেই বার্তায় শচীন যুদ্ধাহত সৈনিকদের অভিনন্দন জানিয়েছেন এবং সময় পেলেই তাদের সঙ্গে দেখা করারও প্রতিজ্ঞা করেছেন।
সত্য সাঁই বাবার মহাপ্রয়াণে জন্মদিনে অনুষ্ঠান না হলেও পুরীর সমুদ্র তীরে তৈরি করা হয়েছিল শচীনের বিশাল প্রতিকৃতি। আহমেদাবাদে রঙ এবং রেখায় চিত্রিত হয়েছে ১৫০০ ফুট দীর্ঘ শচীনের জীবন কাহিনী। প্রতি জন্মদিনই নানা পার্টি ও অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছেন লিটল মাস্টার। পেয়েছেন অজস পুরষ্কার। আর এবার জীবনের সেরা পুরুষ্কারটা পেয়ে গেলেন জন্মদিনের ২২ দিন আগেই। ভারতীয়দের এনে দিলেন বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা। ৩৮তম জন্মদিনে এর চেয়ে বড় পুরষ্কার আর কী হবে পারে! তবে সাঁই বাবার মৃত্যু যেন সব কিছুকে ম্লাণ করে দিয়ে গেছে। শচীন যখনই কোনো সফরে যেতেন তার আগে সময় পেলেই চলে যেতেন গুরুর কাছে। তাই আধ্যাতিক গুরুর মৃত্যু শচীনকে মনকে দারুনভাবে নাড়া দিয়ে গেছে। সারাদিন রুমের দরজায় লাগিয়ে রেখেছিলে 'ডোন্ট ডিস্টার্ব' লেখা প্লাকার্ড।

বাংলাদেশের বোলিং কোচ হতে পারেন আকরাম

জেমি সিডন্স চলে গেছেন। ক্রিকেটে নতুন কোচের জন্য বিসিবি খুব শীঘ্রই পত্রিকায় বিজ্ঞাপন দেবে বলে বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন। মূল কোচের পাশাপাশি ব্যাটিং ও বোলিং কোচও খোঁজা হচ্ছে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্যাটিং কোচ বানানোর চিন্তা বোর্ডের রয়েছে। বিশেষ করে সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকাতে সৌরভের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে বলে কেউ কেউ মনে করছেন। কিন্তু ক্রিকেটার হিসেবে সৌরভের যে অবস্থান তাতে তিনি বাংলাদেশের শুধু ব্যাটিং কোচ হতে চাইবেন কিনা তা দেখার বিষয়। যতই সম্পর্ক থাকুক বাংলাদেশের দায়িত্ব নিলে তিনি মূল কোচই হতে চাইবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সৌরভকে ব্যাটিং কোচ হওয়ার অফার আদৌ দেওয়া হবে কিনা তা বিসিবিরই অনেক পরিচালকই বলতে পারেননি।
এদিকে আবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে বল গুঞ্জনও শোনা যাচ্ছে। বোর্ড সভাপতির সঙ্গে আকরাম খানের বন্ধুত্বের কথা ক্রীড়াঙ্গনে সবারই জানা আছে। যে সময় আকরাম বোলার হিসেবে বিশ্ববিখ্যাত ছিলেন তখুনি মুস্তফা কামালের এক অনুরোধে আবাহনীতে খেলে যান। সেক্ষেত্রে আকরামকে যদি সত্যি অফার দেওয়া হয় তাহলে তার ঢাকায় উড়ে আসাটা অবিশ্বাসের কিছু হবে না। অবশ্য এর পেছনে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যাপারও জড়িত রয়েছে।

Sunday, April 24, 2011

ছবি এডিটিং সফটওয়্যার

ছবি এডিট করার পাশাপাশি ছবিতে স্পেশাল ইফেক্টের জন্য ফটো ফিল্টার সফটওয়্যারটি খুবই জনপ্রিয়। সফটওয়্যারটির সাহায্যে ছবি এডিটিংসহ বিভিন্ন ধরনের ফিল্টারিংয়ের কাজও করা সম্ভব। সফটওয়্যারটি http://www.hongkiat.com/blog/11-free-alternatives-softwares-to-adobe-photoshop/ ঠিকানা থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।

এসার ও গেটওয়ে নোটবুকের সঙ্গে বিনা মূল্যে ওয়াইম্যাক্স সংযোগ

এসার ও গেটওয়ে নোটবুকের সঙ্গে বিনা মূল্যে ওয়াইম্যাক্স সংযোগ দিচ্ছে এঙ্িিকউটিভ টেকনোলজিস লিমিটেড (ইটিএল)। 'হিট ফর দ্য ম্যাঙ্মিাম উইথ এসার অ্যান্ড বাংলালায়ন ওয়াইম্যাঙ্' স্লোগানের এ অফার ৯ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও চলবে ১৫ মে পর্যন্ত। দেশব্যাপী এসার মল ও নির্বাচিত এসার-গেটওয়ে রিসেলারদের কাছ থেকে ক্রেতারা এ সুযোগ গ্রহণ করতে পারবেন। অফারের আওতায় ক্রেতারা এসার এবং গেটওয়ের নোটবুক কিনলেই বিনা মূল্যে ৬০ দিনের জন্য বাংলালায়ন ওয়াইম্যাঙ্ প্রিপেইড সংযোগ ব্যবহার করতে পারবেন।

তথ্য বিক্রি করছে ফেইসবুক!

ফেইসবুক ব্যবহারকারীদের প্রোফাইল, স্ট্যাটাস আপডেট, মেসেজসহ বিভিন্ন তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস। আর ফেইসবুক ব্যবহারকারীদের এই তথ্যাদি পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা তাঁদের পণ্যের বিপণন কৌশল নির্ধারণ করে ব্যবসায় সফলতা অর্জন করছেন। ফলে ফেইসবুক ব্যবহারকারীদের মনস্তাত্তি্বক চাওয়া, আগ্রহ এমনকি তারা বন্ধুদের সঙ্গে কী ধরনের তথ্য বিনিময় করে সে অনুযায়ী অনলাইনে বিজ্ঞাপন প্রচার করে থাকে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ যদি কোনো ফেইসবুক ব্যবহারকারী তার প্রোফাইলের রিলেশন স্ট্যাটাস পরিবর্তন করে 'এনগেজড' লেখে তবে তার ফেইসবুকের পর্দায় বেশিমাত্রায় স্থানীয় বিবাহ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন প্রচার করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। একই সঙ্গে যদি ফেইসবুক ব্যবহারকারীরা নিজের শখের তালিকায় লেখে 'মোটরসাইকেল' তবে তার ফেইসবুকের পর্দায় বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হয়। যদিও ফেইসবুকের অ্যাডভার্টাইজিং অ্যান্ড গ্লোবাল অপারেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ফিচার জানিয়েছেন, ফেইসবুক ব্যবহারকারীরা যেন সহজেই তাদের প্রয়োজনীয় পণ্যগুলো খুঁজে পায় সে জন্যই এ কার্যক্রম গ্রহণ করেছে ফেইসবুক। তবে বিজ্ঞাপনদাতাদের কাছে ফেইসবুক ব্যবহারকারীদের অজান্তে তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ অনুচিত বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ফেইসবুকের এ কার্যক্রম ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর নজরদারি বলে মনে করছেন তাঁরা।