'সরল সত্য' শিরোনামের একটি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে দুই বছর পর অভিনয়ে ফিরছেন তনিমা হামিদ। বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মাণাধীন নাটকটি রচনা করেছেন আবু আল-সাঈদ।
এ প্রসঙ্গে তনিমা জানিয়েছেন, 'শেষবার দুই বছর আগে 'লাইফ ইজ বিউটিফুল' নামের ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। মাঝখানের সময়টাতে মা হওয়ায় কোনো ধারাবাহিকে অভিনয় করিনি।'
তিনি আরও জানিয়েছেন, 'মূলত আবু আল-সাঈদের অনুরোধেই আবারও অভিনয় শুরু করলাম। তবে এ নাটক ছাড়া আপাতত আর কোনো কাজ করছি না।'
একাত্তর-পরবর্তী মুক্তিযোদ্ধাদের অবর্ণনীয় কষ্টই এ নাটকের উপজীব্য বিষয়। উল্লেখ্য, তনিমা অভিনীত 'লাইফ ইজ বিউটিফুল' নাটকটি বর্তমানে আরটিভিতে প্রচার হচ্ছে।
এ প্রসঙ্গে তনিমা জানিয়েছেন, 'শেষবার দুই বছর আগে 'লাইফ ইজ বিউটিফুল' নামের ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। মাঝখানের সময়টাতে মা হওয়ায় কোনো ধারাবাহিকে অভিনয় করিনি।'
তিনি আরও জানিয়েছেন, 'মূলত আবু আল-সাঈদের অনুরোধেই আবারও অভিনয় শুরু করলাম। তবে এ নাটক ছাড়া আপাতত আর কোনো কাজ করছি না।'
একাত্তর-পরবর্তী মুক্তিযোদ্ধাদের অবর্ণনীয় কষ্টই এ নাটকের উপজীব্য বিষয়। উল্লেখ্য, তনিমা অভিনীত 'লাইফ ইজ বিউটিফুল' নাটকটি বর্তমানে আরটিভিতে প্রচার হচ্ছে।