Monday, April 25, 2011

ফাঁসির সেল থেকে মুক্তি পেয়ে আকাশ দেখল শিশু সুমাইয়া

সুমাইয়া লোহার বিরাট গারদের বাইরে এসে দেখে কী সুন্দর আকাশ। সবাই মুক্ত। কারো পায়ে শেকল নেই। দীর্ঘ প্রায় সাড়ে চার বছর ফাঁসির সেলের বন্দিদশা থেকে মুক্তির স্বাদ পেয়ে সাত বছর বয়সের সুমাইয়া কেঁদে ফেলল। এ কান্না মায়ের জন্য। আবার মুক্ত নতুন জীবনের জন্য। সুমাইয়ার কোনো অপরাধ ছিল না। তার মা খুনের মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত। এ কারণে মায়ের সঙ্গেই তার জায়গা হয়েছিল ফাঁসির সেলে। গতকাল রবিবার সে সেল থেকে মুক্তি পেল।
যশোর কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক বজলুর রশিদ জানান, ২০০৭ সালের ৯ মার্চ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুতুবপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে উজালা খাতুন তার স্বামী রাজা হোসেনকে হত্যা করে। ওই বছর ১০ মার্চ এ ব্যাপারে থানায় মামলা হয়। আটক করা হয় উজালা খাতুনকে। তখন উজালার মেয়ের বয়স আড়াই বছর। সে মায়ের দুধ পান করে। এ কারণে মায়ের সঙ্গে তার ঠাঁই হয় কারাগারে। ২০০৮ সালের ২৪ জানুয়ারি চুয়াড়াঙ্গা জেলা ও দায়রা জজ উজালাকে মৃত্যুদণ্ড দেন। এর পর থেকে সে কারাগারের ফাঁসির সেলে মায়ের সঙ্গেই ছিল। সেখানেই সুমাইয়া পার করেছে চার বছর তিন মাস। এখন তার বয়স সাত বছর। এর মধ্যে সুমাইয়ার নানি মহিরুননেচ্ছা নাতনিকে জিম্মায় নেওয়ার জন্য জেল সুপারের কাছে আবেদন করেন।
গতকাল দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ সুমাইয়াকে তার নানির হাতে তুলে দেয়। কারাগারের ভেতর থেকে তখন মা উজালার কান্না শোনা যায়।

সবুজ ঘুঘু পরিবারে নতুন অতিথি

ঢাকা চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় সবুজ ঘুঘুর পরিবারে এসেছে নতুন অতিথি। দুটি ডিমের মধ্যে একটি থেকে ফুটেছে ফুটফুটে বাচ্চা। এ ঘটনাকে বিরল হিসেবেই দেখছে বিশ্ব জু অ্যাসোসিয়েশন। কারণ চিড়িয়াখানায় সবুজ ঘুঘুর ডিম পাড়া ও বাচ্চা ফোটার দ্বিতীয় ঘটনা এটি। ২০০৯ সালে তাইওয়ানের তাইপে চিড়িয়াখানায় এ জাতের ঘুঘু প্রথমবারের মতো ডিম পাড়ে। গত ২ এপ্রিল ঢাকা চিড়িয়াখানায় দুটি ডিম দেয় সবুজ ঘুঘু। ২০ দিন তা দেওয়ার পর শুক্রবার একটি বাচ্চা ফুটে। পাশাপাশি অস্ট্রেলিয়ান ইমু পাখিও ডিম পেড়েছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী, ডিমে তা দিচ্ছে পুরুষ ইমু। চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. এ কে এম শহিদুল্লাহ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সবুজ ঘুঘুর ডিম থেকে বাচ্চা ফুটেছে। কয়েকদিনের মধ্যে ইমুর ডিম ফুটেও বাচ্চা হবে। এর ফলে ঢাকা চিড়িয়াখানা ওয়ার্ল্ড জু অ্যাসোসিয়েশনের কাছে সম্মানজনক স্থান পেয়েছে। সচরাচর এসব পাখি আবদ্ধ অবস্থায় ডিম পাড়ে না। তিনি জানান, স্ত্রী ইমু শুধু ডিম পাড়ে। এরপর পুরুষ ইমু তা দিয়ে বাচ্চা ফোটায়, লালন-পালন করে। চিড়িয়াখানার কর্মকর্তা বেগম মনসুরা হাছিন জানান, এক সময় সবুজ ঘুঘু বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় পাওয়া যেত। এখন প্রায় বিলুপ্ত। তিনি বলেন, আমরা যত্মসহকারে লালন-পালন করে বাচ্চা ফুটিয়েছি। এখন দুধে তুলো ভিজিয়ে ছানাকে খাওয়ানো হচ্ছে। ১৭ প্রজাতির ঘুঘুর মধ্যে সবুজ ঘুঘু সবচেয়ে সুন্দর। এ পাখির ডানা এবং পিঠ সবুজ। দুধ ছাড়াও শস্যদানা ও সরিষা খায়। এরা এপ্রিল-মে মাসে বনাঞ্চল ও বাঁশ ঝাড়ে বাসা বাঁধে। বাঁচে ছয় থেকে সাত বছর। একটি সবুজ ঘুঘু একসঙ্গে দুটিই ডিম দেয়। চিড়িয়াখানার বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শাকিফ-উল-আজম জানান, বৈশিষ্ট্য ও স্বভাব অনুযায়ী ইমু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি। দাঁড়ানো অবস্থায় আড়াই ফুট উচ্চতার হয়। পূর্ণ বয়স্ক একটি পাখির ওজন ৫০ কেজি। শরীর অমসৃণ কেশরাজিতে আবৃত থাকে। মাথা ও ঘাড়ে কালো চুলের মতো পালক। এরা জঙ্গলে দলবদ্ধ হয়ে বাস করে। খাদ্য ঘাস ও পোকা-মাকড়। একটি স্ত্রী পাখি একসঙ্গে ৯ থেকে ১২টি ডিম দেয়। বাচ্চা ফুটতে সময় লাগে ৫৬ দিন।

লতার ইচ্ছা

শচীনের ৩৮তম জন্মদিন উপলক্ষে গতকাল তার প্রতি শুভ কামনা জানিয়েছেন ভারতের নাইটিঙ্গেলখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর। সেই সঙ্গে পোষণ করেছেন নিজের একটি ইচ্ছাও। এই লিটল মাস্টারকে বরাবরই ছেলের মতো মনে করেন তিনি। লতা বলেছেন, বয়সের কাছে হার না মেনে এগিয়ে যাবে শচীন। ভক্তদের কথা মাথায় রেখে তার ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করা উচিত। ক্রিকেট বিশ্বকে উপহার দেওয়ার মতো এখনো অনেক প্রতিভা রয়েছে তার মধ্যে।

আনুশকার সুসময়

সময়টা ভালোই যাচ্ছে 'রাবনে বানাদি জোড়ি'খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মার। 'ব্যান্ড বাজা বারাত' ছবিটি হিট হওয়ার পর তার বৃহস্পতি এখন তুঙ্গে। এমনকি চুক্তিবদ্ধ করার পরও হালের সেনশেসন দীপিকা পাড়ুকোনের স্থলে আনুশকাকে নিয়েছেন পরিচালক অয়ন মুখার্জি। সবচাইতে বড় কথা এতে আনুশকার বিপরীতে অভিনয় করবেন দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুর। অনেকের ধারণা ছবিটিতে অভিনয় করতে গিয়ে বলিউডে নতুন কোনো প্রেমের সুর বেজে উঠবে।

নৃত্যের তালে তালে বিশ্ব আজ একসাথে

শনিবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় নৃত্য উৎসব। 'নৃত্যের তালে তালে বিশ্ব আজ একসাথে' স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন নৃত্য সংগঠন এখানে নৃত্য উপস্থাপন করবে। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে সপ্তাহব্যাপী এ উৎসব দেশের প্রতিটি বিভাগীয় শহরসহ বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর, শেরপুরে একযোগে চলবে। আয়োজকরা আশা করছেন, উৎসবে দেশের সহস্রাধিক শিল্পীরা অংশ নেবে। উৎসব উপলক্ষে শিল্পকলা একাডেমী চিত্রশালা প্লাজায় নৃত্যবিষয়ক আলোকচিত্র, নৃত্যের পোশাক, নূপুর প্রদর্শনী ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া প্রবীণ নৃত্যশিল্পী গোলাম মোস্তাফা খান, রওশন আরা বেগম, সালেহা চৌধুরী, কমলকান্তি পাল, তপন দাশগুপ্তকে বিশেষ সম্মাননা জানানো হবে। এদিকে ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসকে সামনে রেখে নৃত্যশিল্পী সংস্থা বিশেষ নৃত্যানুষ্ঠান ও আলোচনার আয়োজন করেছে। ওইদিন মূল অনুষ্ঠান হবে শিল্পকলার জাতীয় নাট্যশালা মঞ্চে।

যশ চোপড়াকে প্রাণনাশের হুমকি

বলিউডের পর্দায় মাফিয়া নেতাদের পেশি দেখানোর ঘটনা নতুন বিষয় নয়। দলবল নিয়ে তারা মুম্বাই শহর চষে বেড়ায়, সমাজের বিখ্যাত ও ধনী মানুষের কাছ থেকে মোটা টাকার 'চাঁদা' আদায় করে। খুব কুখ্যাত মাফিয়া নেতা হলে দুবাই বা করাচি থেকে মুম্বাইয়ে নিজের সাম্রাজ্যের কলকাঠি নাড়ে। মোটকথা, তাদের চটিয়ে কেউই পার পান না। এমন দুঃসাহস দেখালে খুঁজে পাওয়া যায় তাদের লাশ। কিন্তু এসব শুধু কাহিনী নয়, বাস্তবেও মাফিয়া নেতাদের প্রভাব প্রতিপত্তি কম নয়। মাঝে মাঝেই সেটা টের পাওয়া যায়। যেমনটি বলিউডের বিখ্যাত পরিচালক যশ চোপড়া এ মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। রবি পূজারী নামের এক গুণ্ডা নাকি তাকে ফোনে হুমকি দিয়েছে। যশ চোপড়ার নিরাপত্তার বিনিময়ে সে মোটা অঙ্কের টাকা দাবি করে। পুলিশ বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে। যশ চোপড়ার নিরাপত্তা বাড়িয়ে ফোন কলের উৎসের খোঁজ করছে তারা।

ঘাড়ে আঘাত পেলেন শিল্পা

মাঠে নিজের দলের খেলা হবে আর সে খেলায় শিল্পা উপস্থিত থাকবেন না, তা কি হতে পারে। আইপিএল'র মৌসুমে বরাবরই নিজের দলের প্রতিটি ম্যাচে মাঠে উপস্থিত থাকলেও সম্প্র্রতি মোহালিতে রাজস্থান রয়ালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচের সময় মাঠে উপস্থিত থাকতে পারেননি তিনি। জানা গেছে, ঘাড়ে আঘাতজনিত সমস্যাতেই তার এ অনুপস্থিতি।
এ প্রসঙ্গে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা বলেছেন, 'মাঠে গিয়ে নিজের দলকে উৎসাহ দেওয়ার জন্য উদগ্রীব ছিলেন শিল্পা। কিন্তু ঘাড়ে আঘাত পাওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি। তাকে এখন কার্ভিকাল কলার পরে থাকতে হচ্ছে। এক সপ্তাহের মধ্যে কোথাও বেড়াতেও যেতে পারবেন না তিনি।' তিনি জানিয়েছেন, 'অবশ্য আরও দশটি ম্যাচ বাকি আছে। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং খেলাগুলো মাঠে বসে উপভোগ করতে পারবেন।'

দীপিকার রুটি

অভিনয় আর নানা ব্যস্ততার কারণে অনেক সেলিব্রেটিই ঘরের কাজে হাত লাগাতে পারেন না। আর একজন ভারতীয় নারী হয়ে রুটি বানাতে না পারাটা একেবারে মেনে নিতে পারছেন না ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সমপ্রতি 'অলক্ষণ' ছবিতে রান্নার দৃশ্যে অভিনয় করতে গিয়ে রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন এ অভিনেত্রী। দৃশ্যটিতে রুটি বানাতে গিয়ে দীপিকা অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। কারণ কোনোভাবেই রুটির আকারটিকে গোল করতে পারছিলেন না।
বিচিত্রসব আকার ধারণ করছিল রুটিগুলো। এক পর্যায়ে দীপিকা হাল ছেড়ে দেন এবং ছবির পরিচালককে রুটির পরিবর্তে অন্য কোনো খাবার তৈরির দৃশ্য ধারণের অনুরোধ করেন। কিন্তু পরিচালক তার সিদ্ধান্তে অনড় এবং দীপিকার রুটি বানানোর যুদ্ধও চলতে থাকে।

পাপারাজ্জি ভাড়া

নানা কায়দায় চমক দেখাতে চান মলি্লকা শেরাওয়াত। এবার নিজের প্রচারণা বাড়ানোর জন্য পাপারাজ্জি ভাড়া করলেন তিনি। হলিউড তারকাদের পেছনে এমনিতেই সবসময় লেগে থাকে পাপারাজ্জিরা। যে যত বড় তারকা, তার পেছনে থাকে তত ক্যামেরা। এ অবস্থায় হলিউডে নিজের প্রচার বাড়াতে এক বন্ধুকেই পাপারাজ্জি হিসেবে ভাড়া করলেন মলি্লকা। জানা গেছে, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে এক ক্যামেরাম্যানের সঙ্গে দেখা গেছে মলি্লকাকে। একটু পর সেই ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে তাকে অনুসরণ করতে থাকে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, সেই ক্যামেরাম্যান কোনো পাপারাজ্জি নয়, মলি্লকার এক বন্ধুবর!

নতুন বিজ্ঞাপনে শম্পা

সুপার হিরোইন শম্পা নতুন একটি বিজ্ঞাপনের কাজ শুরু করলেন। টমি চাটনির এই বিজ্ঞাপনের কাজ শুরু হয়েছে বুধবার কক্সবাজারে। দুদিন চলবে এর নির্মাণকাজ। বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করছেন আজমান মাসুদ। শম্পার বিপরীতে মডেল হিসেবে রয়েছেন সুপার হিরো রোজ। এদিকে বোটানিক অ্যারোমা পণ্যের নতুন আরেকটি বিজ্ঞাপনচিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শম্পা। মে মাসের প্রথম সপ্তাহে এর শুটিং শুরু হবে। তার সঙ্গে থাকবেন সুপার হিরো সাগর। উল্লেখ্য, গত মার্চে শেষ হওয়া বোটানিক অ্যারোমার অন্য একটি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন শম্পা।