Friday, April 1, 2011

ফিলিস্তিনি অভ্যুত্থানের পেজ মুছে দিল ফেসবুক

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে নতুন অভ্যুত্থানের ডাক দিয়ে তৈরি করা একটি পেজ মুছে দিয়েছে। পেজটিতে সাড়ে তিন লাখের বেশি মানুষ যোগ দিয়েছিল(সাইন-আপ)। পেজটিকে থার্ড প্যালেস্টিনিয়ান ইনতিফাদা অর্থাৎ তৃতীয় ফিলিস্তিনি অভ্যুত্থান হিসেবে অভিহিত করা হয়েছিল। এর আগের দুটি অভ্যুত্থান হয়েছিল ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে।
ফেসবুকের একজন মুখপাত্র বলেন, সহিংসতার ডাক দেওয়ায় পেজটি ফেসবুক থেকে মুছে দেওয়া হয়েছে। পেজটির ব্যাপারে ইসরায়েলও উদ্বেগ প্রকাশ করেছিল। কেননা সম্প্রতি আরবদেশগুলোয় বিক্ষোভ ছড়িয়ে দিতে ফেসবুক ব্যাপক ভূমিকা রেখেছে।
থার্ড প্যালেস্টিনিয়ান ইনতিফাদা পেজে আগামী ১৫ মে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। তবে পেজটি মুছে ফেলার পর ওই পেজের মতো দেখতে তিনটি পেজ ফেসবুকে দেখা যায়। এসব পেজে সব মিলিয়ে সাত হাজার ফিলিস্তিনি সাইন-আপ করে। ইসরায়েলের পাবলিক ডিপ্লোমেসিবিষয়ক মন্ত্রী ইউলি এডেলস্টেইন গত সপ্তাহে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগকে একটি চিঠি পাঠান।
তাতে তিনি বলেছেন, ‘থার্ড প্যালেস্টিনিয়ান ইনতিফাদা পেজে ইহুদিদের হত্যার ডাক দেওয়া হয়েছে। আমরা এতে উদ্বেগের মধ্যে আছি। এ ব্যাপারে আমরা আপনার হস্তক্ষেপ কামনা করি।’
এই চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনি পেজটি মুছে ফেলা হয়। ফেসবুকের পাবলিক পলিসি কমিউনিকেশনস ম্যানেজার অ্যান্ড্রু নয়েস বলেন, ‘সহিংসতাকে উসকে দেয়—এমন কোনো কিছু আমরা আমাদের ওয়েবসাইটে রাখব না। আমরা এ ধরনের পেজ পেলেই তা মুছে ফেলি।

ফেসবুক ফেঁকড়া!

হু নোজ ইউ বেস্ট? আপনাকে কে সবচেয়ে ভালো জানে? খুব নির্দোষ ও নিরীহ একটি প্রশ্ন। উত্তর না দেওয়ার কোনো কারণ নেই। নিজেকে সামাজিক হিসেবে প্রমাণ করতে চাইলে যেকোনো জায়গায় এর উত্তর দিতে পারেন। কোনো সমস্যা নেই। তবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এই সামাজিকতা করেছেন তো নিজেকে জড়িয়েছেন ভীষণ এক ফেঁকড়ায়! এই ফেঁকড়ার নাম সাইবার ছিনতাই! আপনাকে কে ভালো জানে? এটা জানানোর মধ্য দিয়ে হ্যাকারদের গোপন পাসওয়ার্ড, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডের মতো গোপন বিষয়গুলো জানিয়ে দেবে নিজের অজান্তেই! কিন্তু এর থেকে সমাধান কী? এককথায় বললে—সাবধানতা।
ওয়েবসাইটের বিভিন্ন সমস্যা-আশঙ্কা নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে ‘ব্লু কোট’ নামের একটি প্রতিষ্ঠান। ইন্টারনেট নিরাপত্তাদাতা এই প্রতিষ্ঠানের পণ্য বিপণনের প্রধান টম ক্লেয়ার জানিয়েছেন, ওয়েবসাইটে ধোঁকাবাজির ভালো একটি ক্ষেত্র হয়ে উঠেছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। এত দিন ধরে পর্নো ও সফটওয়্যার-শেয়ারিং সাইটগুলোর মাধ্যমেই সবচেয়ে বেশি প্রবঞ্চনার শিকার হতো ইন্টারনেট ব্যবহারকারীরা। তবে ব্লু কোট জানাচ্ছে, গত বছর ওই সাইটগুলোকে পেছনে ফেলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোই বেশি ‘ছলনাময়’ হয়ে উঠেছে। উঠে এসেছে সবচেয়ে প্রবঞ্চনাকর সাইটগুলোর চার নম্বরে। বুঝতেই পারছেন, ফেসবুকই সবচেয়ে ভালো ক্ষেত্র হিসেবে পছন্দ করে সাইবার অপরাধীরা।
এখন প্রশ্ন: ১. কেমন করে এই সমস্যায় জড়িয়ে পড়ছি আমরা?
২. কী কী ক্ষতি হতে পারে এসব ক্ষেত্রে? এবং
৩. এর সমাধানই বা কী?
দুই নম্বর প্রশ্নের উত্তরটাই আগে জেনে নিই। ওয়েবসাইটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ওইসব ফাঁদে পা দিলে আপনি খোয়াতে পারেন আপনার ক্রেডিট কার্ড ও ব্যাংক সাইনইন-সম্পর্কিত যাবতীয় তথ্য।
ফেসবুকে কারও ওয়ালে কোনো একটি বার্তা দিয়ে রাখা।হয়তো সেখানে লেখা থাকল, হুজ নো ইউ বেস্ট। এখন কিছু না বুঝে না শুনে ওই লিঙ্কে ক্লিক করলেই বিপদ! একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হতে হবে আপনাকে। প্রশ্নগুলো হতে পারে এ রকম—মাই মিডল নেম, মাই এজ, মাই ফেবারিক সোডা, মাই বার্থ ডে, হুজ দ্য লাভ অব মাই লাইফ, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ফেবারিট কালার, মাই আই কালার, মাই হেয়ার কালার, মাই ফেবারিট ফুড ও মাই মমস নেম। শেষে হয়তো লেখা থাকে, পুট দিজ এস ইউর স্ট্যাটাস অ্যান্ড সি হু নোজ ইউ বেস্ট।
আপনি হয়তো সরল মনে প্রশ্নের উত্তরগুলো দিয়ে বসলেন। এখন প্রশ্ন, এই উত্তরগুলো থেকে হ্যাকাররা কী করে আপনার গোপন পাসওয়ার্ডগুলো বের করে ফেলে। দেখা গেছে, ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই একাধিক ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। আর এখানেই বিপদ। তা ছাড়া দেখা যায় পাসওয়ার্ড মনে রাখার জন্য চট করে মনে পড়ে এমন বিষয়, যেমন—নিজের নাম, বয়স, জন্মতারিখ, মুঠোফোন নম্বর, প্রিয় মানুষের নাম ইত্যাদি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি আমরা।
এ ছাড়া ফেসবুকে আরেকটি উপায়ে হ্যাকড হতে পারে আপনার পাসওয়ার্ড। অনেক সময় ইওর ফ্রেন্ড (বন্ধুর নাম) জাস্ট অ্যানসার্ড এ কোয়েশ্চেন অ্যাবাউট ইউ, এমন ধরনের কিছু পোস্ট আপনার চোখে পড়তে পারে। এ ধরনের প্রশ্নে বলা হয়, আপনার এক পুরোনো বন্ধু আপনাকে নিয়ে করা একটি প্রশ্নের জবাব দিয়েছে, যা কিনা কোনো কিছু আনলক করতে আপনার জানা প্রয়োজন। এ ক্ষেত্রে লিঙ্কে ক্লিক করলেই মুশকিল। পরবর্তী ধাপে কয়েকটি ব্যাপারে অনুমতি চাওয়া হবে আপনার কাছ থেকে। যেমন—ক. আপনার নাম, প্রোফাইল পিকচার, জেন্ডার, নেটওয়ার্কস, ইউজার আইডি, ফ্রেন্ডস ও অন্য যেকোনো তথ্য সবার সঙ্গে শেয়ার, খ. আপনাকে ই-মেইল ও আপনার ওয়ালে পোস্ট করার এবং গ. যখন তখন আপনার যেকোনো তথ্য পাওয়ার অনুমতি। এই তথ্যগুলো দিয়ে দিলে তো কথাই নেই। তবে না দিতে চাইলেও হ্যাকাররা আপনাকে ছাড়বে না। আরেকটি পথে এগোবে। সে ক্ষেত্রে আপনার পরিচিত ওই বন্ধুটির কিছু কিছু বিষয় জানাতে হবে আপনাকে। বন্ধু আপনার সম্পর্কে কী বলল, এটা জানার জন্য মুখিয়ে থাকলে ওই তথ্যগুলো হয়তো দিয়ে দিলেন। তাতে করে একদিকে বন্ধুর গোপনীয়তা তো আপনি ভাঙলেনই এবং বিপদে ফেললেন তাকেও। ওই তথ্যগুলো দিয়েই আপনার বন্ধুর বারোটা বাজাবে হ্যাকাররা।
ভিডিও লিঙ্ক পাঠিয়েও ঝামেলায় ফেলতে ওস্তাদ হ্যাকাররা। ব্লু কোটের মতে, হ্যাকারদের কাছে এই পথটি সবচেয়ে কার্যকর। এই লিঙ্ক বা মেসেজগুলো আসলে গুপ্তঘাতকের মতো কাজ করে। সতর্কতাই পারে এই ঝামেলাগুলো থেকে বাঁচাতে। একই পাসওয়ার্ড বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা ভীষণ বোকামি। বিশেষ করে ই-মেইল ও ফেসবুকের পাসওয়ার্ড একদম আলাদা হতে হবে। ফেসবুকের ওইসব উটকো মেসেজ বা পোস্টে ক্লিক করা যাবে না কোনোক্রমেই। ব্যবহার করতে হবে হালনাগাদ করা নিরাপত্তা সফটওয়্যার। এ ছাড়া ফেসবুকও তাদের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করছে। অ্যাকাউন্ট হ্যাকিং প্রতিরোধে শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের সিকিউরিটি পেজে হালনাগাদ পেয়ে যাবেন খুব সহজেই। সেখানে ছোট্ট সিকিউরিটি কুইজও থাকবে বলে জানা গেছে।

Thursday, March 31, 2011

Overhead Cables: Removal stops for World Cup

Internet and TV cables are tangled from pole to pole at Motijheel in the capital. There is a government move to rid the city of such cables, but downtown Dhaka is still out of the measure. Photo: Rashed Shumon
Although the 23-kilometre overhead data cables between Uttara and Shahbagh had been shifted to underground, steps to clean more parts of Dhaka city are yet to see any progress.
Under a project that seeks to remove overhead cables from Dhaka, data cables on the main streets between Shahbagh and Motijheel were supposed to be moved underground by the end of February.
According to power ministry officials, the equipment required for the shifting are not yet in place.
“We cannot remove the cables unless the underground duct is ready,” said Anwar Hossain, deputy secretary of the power ministry.
However, spokesperson of two National Telecommunication Transmission Network (NTTN) companies that are responsible for underground equipment claimed the duct ready.
Meanwhile, members of the supervising committee of the project said no work has been done on the scheme over the past month and the initiative is unlikely to make any headway till the cricket world cup ends.
“With the world cup going on, the city corporation would not allow digging the main roads,” said Emdadul Huq, member of the supervising committee.
As a result, large underground equipment for relocating overhead cables is resting above ground.
Apart from being an eyesore, haphazard overhead data cables also put an extra weight on electric poles creating chances of accidents. As a solution, NTTN companies Summit Communications Ltd and Fiber@home Ltd were awarded the responsibility to prepare a countrywide underground optical fibre network -- a subterranean common duct to move the cables.
Internet service providers and cable operators of the city were supposed to start moving their cables underground from this October, after the underground network had been ready. The NTTN companies would maintain the network in exchange for a monthly charge from the service providers.
But the service providers complained of technological challenges and costs rising with the shifting. They dawdled from moving their cables for long.
It was not until this January when the cables finally started to disappear from the city landscape following a crackdown on the data lines. The drive caused Dhaka dwellers lose internet and cable TV connectivity for hours.
But as the drive moved towards the city's commercial hub Motijheel, the authorities had to think twice.
“A minute of non-connectivity to internet in Motijheel area can cause a huge loss of money,” said power ministry officials, adding, “We are now waiting for the underground network to be ready.”
Meanwhile, the authorities are planning to expand the network towards Dhanmondi Russell Square, said the officials.
The underground network is a robust infrastructure that would provide uninterrupted service without being affected by any disasters.
NTTN officials said the network gives unlimited capacity for data transfer and would need no revamps or updates in ten years.
Meanwhile, urban experts have raised concerns that the underground network may not be able to handle the increasing number of internet users and cable TV viewers.
The authorities may have to dig the streets in regular intervals to increase the capacity of equipment so that it can meet public demand, added the experts.

Dolphins stranded







This Ganges dolphin was found floating dead in the Arial Khan river. Locals believe the endangered species died.
One of a small pod of Ganges River dolphins that was stranded in the Arial Khan river allegedly died of starvation although the Department of Fisheries (DoF) and locals took initiative to save them.
The death of the dolphin came as a shock to the locals, especially to the school-goers. Hundreds of locals including children came to see it.
The dolphin weighed 32 kilograms and was found floating dead in the river near Dhaka-Khulna highway. It was buried at the river bank.
In February this year, a pod of around 10 to 15 Ganges dolphins were spotted stranded in a pool of half a kilometre stretch in the Arial Khan River near Hajji Shariatullah Bridge in Shibchar. The pool formed as water receded and a char emerged.
The locals with the help of the DoF declared the part of the river off-limits to fishermen. They even put up a banner cautioning people not to fish there or disturb the dolphins.
Locals believe the small pool has run out of food.
Zahir Chowdhury, a local who put effort to save the dolphins, urged the government to ensure food for the rest of the pod.
Md Manirul Mamun, upazila fisheries officer, said new water has started flowing in the river. So it appears the animal did not die for lack of food. "There could be some other reasons behind it," he suspected.

বিশ্ব রেকর্ড এবং হবু বিশ্বরেকর্ড

লঙ্গেস্ট লেগ

পা দিয়েও মাঝে মাঝে গড়া যায় বিশ্ব রেকর্ড। যা প্রমাণ করল ইংল্যান্ডের অধিবাসী লিসা। তার পা এত বড় যে, একটি কিশোর তার সঙ্গে দাঁড়ালে হাঁটুর সমান হবে। মজার ব্যাপার হলো বিয়ের জন্য তার পাত্র খুঁজতে বিপাকে পড়তে হয়েছিল তার বাবা-মাকে। যেসব পাত্র আসত সবাই ছিল তার কোমর পর্যন্ত। এই লিসাই বিশ্বের সবচেয়ে লম্বা পা-এর অধিকারী।

বৃহত্তম রোলার কোস্টার

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃক স্বীকৃত বিশ্বের সর্ববৃহৎ রোলার কোস্টারটি অবস্থিত চীনে। এটির টেস্ট রাইড যা সম্পন্ন হয়েছিল ২০০০ সালে। এর নাম স্টিল ড্রাগন।

পানিতে ড্যান্স

আমরা সবাই কিন্তু কম বেশি নাচ করি। আবার অনেক সময় অন্যকে নাচাই। অতএব বলতে পারি নাচপাগল মানুষ আমরা। আর এ নাচের কয়েকটি ব্যতিক্রমী ঘটনাও আছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার আশায় ১৯৯৮ সালে আফ্রিকার জোহানেসবার্গে দম্পতিরা বেছে নিয়েছিল পানি। পানিতেই তারা নেচেছিল জুটি নিয়ে সারাদিন।

পুরনোতম মোটর সাইকেলিস্ট

মোটরসাইকেল বা মোটরবাইক চালক ব্যক্তিটি ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। ১৯৯৭ সালের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠে। কারণ তিনি ছিলেন তখনকার সবচেয়ে পুরনোতম মোটরসাইকেলিস্ট, যার কাছে পুরনোতম মোটর বাইক চালানোর লাইসেন্স ছিল।

কমোড আর্ট

ঠিক কমোড নয়, কমোডের উপরের ঢাকনায় প্রায় ৩৫ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন নকশা ডিজাইন করে চলেছেন এক ব্যক্তি। তার তৈরি ডিজাইন এত সুন্দর হয় যে, তার নিজস্ব তৈরি টয়লেট-সিটের আর্ট মিউজিয়াম ভ্রমণের জন্য বিভিন্ন নামিদামি ওয়েবসাইটে রিকমেন্ড করা হয়। তিনি এ যাবৎ ৮০০টি কমোডের ঢাকনার ওপর বিভিন্ন ডিজাইন করেছেন। তার লক্ষ্য এ সংখ্যা ১০০০-এর ঘর ছাড়ানো।

ক্লাস থ্রির প্রবীণ ছাত্র!

নওগাঁর মান্দা উপজেলার চকচম্পক গ্রাম। ৮৫ বছর বয়সী অহির উদ্দীন সবেমাত্র ক্লাস থ্রির ছাত্র। সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রবীণ ছাত্রটি গত বছর স্কুলে বেশিদিন উপস্থিত থাকার কারণে পুরস্কৃতও হন। সেই প্রবীণ ছাত্র অহির উদ্দিনের গল্প জানাচ্ছেন_ নাজমুল হক ইমন



'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি।' স্কুলের মাঠে চলছে এসেমবি্ল। সেখানেই গাওয়া হচ্ছে বিবিসির জরিপে শ্রেষ্ঠ হওয়া আমাদের দেশের জাতীয় সংগীত। কিন্তু এ কি! ছোট ছোট ছেলেমেয়ের মধ্যে ওই প্রবীণ লোকটি কি করছেন? তিনিও ছোট ছোট ছেলেমেয়ের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আপন মনে তালে তাল মিলিয়ে গেয়ে চলেছেন জাতীয় সংগীত। এভাবেই স্কুলে ছোট্ট ছাত্রছাত্রীদের সঙ্গে এক হয়ে স্কুলের সব নিয়ম মেনেই শুরু হয় অহির উদ্দিন মণ্ডলের প্রতিদিনের স্কুল। সকালে নামাজ পড়েই বই নিয়ে বসেন। তারপর স্কুলের পড়া হয়ে গেলে খাওয়া সেরে স্কুলের উদ্দেশে রওনা হন। বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে প্রায় ১৫ মিনিট। এই পথটুকু হেঁটেই যান সহপাঠীদের সঙ্গে অহির উদ্দিন মণ্ডল। প্রথম শ্রেণী থেকেই প্রথম বেঞ্চে বসা অহির উদ্দিন ক্লাসে বই রেখেই স্কুলের পিটির ঘণ্টা বাজতেই লাইনে দাঁড়িয়ে যান। তারপর পিটি সেরে ক্লাসে এসে একজন বাধ্য ছাত্রের মতো পড়া শুরু করেন। ক্লাসে স্যার এলে অহির উদ্দিন তার পড়া বুঝিয়ে দেন। বয়সে নাতি বয়সী অথবা ছেলে বয়সী শিক্ষিকা হলেও অহির উদ্দিন তাদের শ্রদ্ধা ও সম্মান করেন। পড়া না পড়লে শিক্ষিকরাও তাকে শাসন করতে ভোলেন না। কিন্তু এটিই সত্য, অহির উদ্দিন সব পড়া পড়েই স্কুলে আসেন। বেশিদিন উপস্থিত থাকার কারণে এবার তিনি পুরস্কৃতও হয়েছেন। আর এ লেখাপড়া চালিয়ে যেতে চান তিনি মৃত্যু অবধি।

এক সময়ের দুর্দান্ত সেই দস্যি ছেলেটা, যে ঝোপঝাড় আর বনবাদাড় দাপিয়ে বেড়াত এককালের টগবগে অহির। কে জানত সেই অহির উদ্দিন শেষ বয়সে এসে হাতে তুলে নেবেন বই-স্লেট আর পা বাড়াবেন স্কুলের উদ্দেশে? বসবেন নাতি-নাতনির বয়সী ছোট ছোট ছেলেমেয়ের সঙ্গে। আর এটাও কে জানত তার শেষ বয়সে সহপাঠী হবে তারাই। কেউ জানুক আর না জানুক বয়সের ভার কিন্তু দমাতে পারেনি অহির উদ্দিনের শিক্ষার অদম্য বাসনাকে। তাই ছোটবেলায় স্কুলে যেতে না পারলেও ৮৩ বছর বয়সে নানা চড়াই-উৎরাই আর ঘাত-প্রতিঘাতের সঙ্গে যুদ্ধ করে জীবনের শেষ প্রান্তে এসে ২০০৮ সালে ছোট চকচম্পক দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণীতে ভর্তি হন অহির উদ্দিন। এক বছর পর শুরু হয় বার্ষিক পরীক্ষা। জীবনের প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করে অহির উদ্দিন ভালো ফলাফল করেন। তার জীবনপ্রদীপ দিন দিন ম্লান হয়ে এলেও পরীক্ষায় সফলতা অর্জনের স্বপ্ন তাকে তাড়া করে ফেরে প্রতিনিয়ত। আর তাই পরীক্ষাটাকে যুদ্ধ মনে করেন। নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে সাফল্যের মুকুট ঠিকই ছিনিয়ে নেন অহির। দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেন। যখন বয়সের কোঠা ৮৫; সেই হিসাবে অহির উদ্দিন এখন তৃতীয় শ্রেণীতে। নওগাঁর মান্দা উপজেলার ছোট চকচম্পক গ্রামে সেই প্রবীণ ছাত্র অহির উদ্দিন বসবাস করছেন দীর্ঘদিন ধরেই। বাবা শিয়ালা মণ্ডল আর মা তছিমন সুন্দরী। বাবা কৃষিকাজ করতেন। পরিবারের অভাব ছোটবেলা থেকেই ছিল। তাই সে সময় পড়াশোনা হয়নি। গায়ে এক রকম হাওয়া খেয়েই বেড়িয়েছেন। তাছাড়া গ্রামে সে সময় লেখাপড়া করার ভালো কোনো ব্যবস্থাও ছিল না। জীবনের শেষ প্রান্তে এসে তিনি স্কুলে ভর্তি হয়েছেন আর নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুলের শিক্ষকসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ।

'উনি শিক্ষক নাকি অন্য কিছু?'

খুলনার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন (৪৪) গল্প বলতে ভালোবাসেন। তিনি নিয়মিত তার বিদ্যালয়ের ছাত্রীদের পাঠ্য বইয়ের বাইরে নানা গল্প শোনান। বিশেষ করে অষ্টম, নবম ও দশম শ্রেণীতে তার গল্প বলার প্রবণতা বেশি। কিন্তু তার গল্পের বিষয়বস্তু কোমলমতি ছাত্রীদের জন্য যেমন অশালীন, তেমনি বিব্রতকর ও ভয়ঙ্কর!

এ নিয়ে বিব্রত শিক্ষার্থী, অভিভাবক ও অন্য শিক্ষকেরা। এ নিয়ে গত সোমবার ওই বিদ্যালয়ের ৪২ জন অভিভাবক প্রধান শিক্ষক ইমরান হোসেনের কার্যকলাপের বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে স্বারকলিপি দিয়েছেন। ওই স্বারকলিপিতে ছাত্রীদের সঙ্গে অশালিন কথাবার্তা ও আচরণ এবং দুর্ব্যবহারসহ কোচিং ব্যবসার বিষয়ে উল্লেখ রয়েছে। স্বারকলিপি প্রাপ্তির সত্যতা স্বীকার করে খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্বারকলিপিতে অভিভাবকরা অসংখ্য অভিযোগ করেছেন।

অভিভাবক ও ছাত্রীদের সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক ইমরান হোসেন শ্রেণীকক্ষে পাঠদানের সময় বলেছেন, 'আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন ম্যাডামরা টি শার্ট পরে ক্লাস নিত। আর আমার স্কুলের ম্যাডামরা আদি আমলের দাদি-নানিদের মতো ঢেকেঢুকে ক্লাসে আসে।'

তিনি নিজেকে ভারতের নায়কদের সঙ্গে তুলনা করে শিক্ষার্থীদের বলেন, তার বডিও নায়কদের মতো। তিনি মাঝে মাঝে ক্লাসেই পেশি দেখানোর চেষ্টা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকর্মী শিক্ষক বলেন, প্রধান শিক্ষকের এ ধরনের আচরণে তারা বিব্রত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক টিএম জাকির হোসেন বলেন, অভিভাবকদের অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলার জন্য গতকাল সকালে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ইমরান হোসেনকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

বাদ পড়লেন চৈতি

উপস্থাপিকা নাদিরা নাছিম চৈতি 'টাইম টু ক্রিকেট' অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন। হইচই ফেলে দেওয়া তার নগ্ন ভিডিও প্রকাশের কারণেই অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বৈশাখী টেলিভিশনের একটি সূত্র। ওই সূত্র জানিয়েছে, চৈতির নগ্ন ভিডিও প্রকাশ এবং খবরটি চারদিকে ছড়িয়ে পড়ায় বৈশাখী টেলিভিশনের কর্মকর্তারা অস্বস্তিতে পড়েছেন। তাদের কেউ কেউ চৈতিকে উপস্থাপনা থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেন। পরে সম্মিলিত সিদ্ধান্তে তাকে উপস্থাপনার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে চৈতি উপস্থাপিত বাংলাভিশনের লাইভ অনুষ্ঠান 'ওয়ালটন আমার পণ্য আমার দেশ' স্থগিত রাখা হয়েছে। আপাতত অনুষ্ঠানটি প্রচার হচ্ছে না। তবে অনুষ্ঠানটির উপস্থাপনা থেকে তাকে বাদ দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আপাতত তাকে সরিয়ে রাখা হয়েছে। তবে একটি সূত্র জানিয়েছে, উপস্থাপনা থেকে তাকে বাদ দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

এরই মাঝে চৈতির নগ্ন ভিডিওর ঘটনা নিয়ে মিডিয়া এবং সারাদেশে আলোচনার ঝড় বইছে। শোবিজ অঙ্গন সংশ্লিষ্টরা মনে করছেন, গ্ল্যামার গার্লদের নিয়ে যদি একের পর এক এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ মিডিয়ার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা এ প্রসঙ্গে বলেছেন, 'আমরা সাধারণ মানুষের জন্য আইডল। আমাদের মানুষ অনুকরণ করে। তাই আমাদের এমন কাজ শোভা পায় না। দিন দিন যদি এ অবস্থা চলতে থাকে, তাহলে দেশের বিনোদন এবং সংস্কৃতি জগৎ ধ্বংস হয়ে যাবে।' সম্প্রতি উপস্থাপিকা চৈতির ৮ মিনিট ১৩ সেকেন্ডের একটি নগ্ন ভিডিও প্রকাশ হয়েছে। ক্লিপসটিতে চৈতির সঙ্গে রয়েছে শ্যামলা বর্ণের এক পুরুষ। ভিডিও চিত্রে অনেকটাই সাবলীল চৈতি। তার পুরুষ সঙ্গী কে এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

Wednesday, December 29, 2010

চোর ধরলে পুরস্কার

রংপুরের পুলিশ সুপার সালেহ্ মুহাম্মদ তানভীর গরুচোর ও ডাকাত ধরতে পুরস্কার ঘোষণা করেছেন। গতকাল সোমবার বিকেলে বদরগঞ্জ থানা চত্বরে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময়ের সময় এ ঘোষণা দেন তিনি। পুলিশ সুপার বলেন, গরু হচ্ছে কৃষকের সম্পদ। কৃষিকাজে গরুর অবদান রয়েছে। গরুচোর ও ডাকাতদের হাতেনাতে ধরতে পারলে তাৎক্ষণিক নগদ অর্থে পুরস্কৃত করা হবে। তিনি গ্রাম পুলিশের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

ইন্টারনেট সংযোগ: মাসিক মাত্র ৭০০ টাকায় ৫১২ কে বি পি এস তারবিহিন ওয়াইম্যাক্স ইন্টারনেট ঢাকা শহরে সরবরাহ করি। মডেম ১৩০০ টাকা। ৩৫৯ মুক্তবাংলা, মিরপুর -১।০১৭৩৩ ৯৯ ২৩ ৯৮