Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

Sunday, March 10, 2013

ডাবল সেঞ্চুরির অপেক্ষা

আবারও অপেক্ষায় মোহাম্মদ আশরাফুল। গতকাল অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির। আজ অপেক্ষায় ডাবলের।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেতে আশরাফুলের প্রয়োজন মাত্র ১১ রান। গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক অপরাজিত আছেন ১৮৯ রানে।
এত দিন বাংলাদেশের হয়েছে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংসটি ছিল আশরাফুলের। নয় বছর পর আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি নিজেই। পুরো বাংলাদেশ এখন অপেক্ষায় তাঁর ডাবল সেঞ্চুরির।
৬৫ রান নিয়ে আজ মাঠে নামেন আশরাফুল। আগের দিনের মতোই দেখেশুনে খেলতে থাকেন তিনি। আশরাফুল শত রানে পৌঁছান ১৮১ বল খেলে। এতে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার। এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।
মাঠের পারফরম্যান্স প্রমাণ করে, আশরাফুলের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ছয়টি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই তিনি করেছেন লঙ্কানদের বিপক্ষে। ২০০১ সালে অভিষেকে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তাঁর টেস্ট সেঞ্চুরিটিও ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই।

আশরাফুলের পর মুশফিকুর

গল টেস্টে জ্বলে উঠেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। মোহাম্মদ আশরাফুলের পর সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এটি বাংলাদেশ দলপতির দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮১ রান। আশরাফুল ১৬০ ও মুশফিকুর ১২৬ রান নিয়ে অপরাজিত আছেন।
মুশফিকুরের শতরানের ইনিংসটি এসেছে ১৬২ বলে। সেঞ্চুরির পথে ১২টি চার হাঁকান তিনি। আর আশরাফুল শতরানে পৌঁছান ১৮১ বল খেলে। তিনি হাঁকেন ১০টি চার ও একটি ছয়ের মার।
এর আগে ৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলীয় সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন।