Thursday, August 18, 2011

রেডিও নাটকের অভিনেত্রী তিশমা

রেডিও নাটকের অভিনেত্রী হলেন তিশমা। সংগীতশিল্পী মাহমুদ সানী এবং শফিক তুহিনের সঙ্গে রেডিও টুডের ঈদের বিশেষ নাটক 'ফর্মালিন প্রেম'-এ অভিনয় করেছেন তিনি। নাটকে প্রধান চরিত্র তিশমা। তার বিপরীতে অভিনয় করেছেন মাহমুদ সানী। আর শফিক তুহিন অভিনয় করেছেন বাবার ভূমিকায়। রচনা ও পরিচালনায় রয়েছেন জাহিদ বাবুল। রেডিও টুডেতে নাটকটি প্রচার হবে ঈদের দিন বেলা ১১টায়। তিশমা বলেন, 'এর আগে টিভি নাটকে আমি অভিনয় করেছিলাম। এছাড়াও স্কুলজীবনে স্টেজে শেক্সপিয়রের একাধিক নাটকে অভিনয় করেছি। কিন্তু রেডিওতে এই প্রথম। নাটকটির স্ক্রিপ্ট খুবই মজার। রের্কির্ডংয়ের পুরো সময় আমি বেশ উপভোগ করেছি। আমার ধারণা, শ্রোতাদের নাটকটি বেশ ভালো লাগবে।'

ঈদের 'ইত্যাদি'তে চার তারকা

'ইত্যাদি'র এবারের ঈদ স্পেশালে রয়েছে নৃত্যশিল্পীদের মাধ্যমে দলীয় সংগীত। আর এতে 'ইত্যাদি'র নিয়মিত নৃত্যশিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন চার জনপ্রিয় তারকা_ নোবেল, তারিন, মোনালিসা এবং ইমন। দলীয় সংগীতটিতেও ফোক এবং মর্ডান গানকে একত্রিত করে ফিউশন তৈরি করা হয়েছে। ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। এ প্রসঙ্গে ইমন বলেন, দারুণ উপভোগ করেছি আমি এ আয়োজনটি। 'ইত্যাদি' মানেই ব্যতিক্রম কিছু। আর এ ব্যতিক্রম আয়োজনে অংশ নিয়ে ভালো লাগছে। আমার ধারণা আমাদের দলীয় নৃত্য দর্শকের ভালো লাগবে।'
এবারের দলীয় সংগীতটিতে নেপথ্য কণ্ঠ দিয়েছেন কমল, রিয়াদ, অনিমা ডি কষ্টা ও তানজিনা রুমা। সংগীত আয়োজনে ছিলেন মেহেদী। এবারের এই দলীয় সংগীতটির ব্যতিক্রমী পরিবেশনা দর্শকদের আনন্দ দেবে বলে প্রত্যাশা করছেন 'ইত্যাদি' কর্তৃপক্ষ। এর আগে 'ইত্যাদি'র বিভিন্ন দলীয় নৃত্যে অংশ নিয়েছিলেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদী, জাহিদ হাসান, মীর সাবি্বর, মিলন, জয়, নিরব, সারিকা, সজল, মুনমুনসহ আরও অনেকে।

মোবাইলবিহীন ব্রিটনি

দীর্ঘদিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স নাকি মোবাইল ফোন ব্যবহার করেন না। কারণ অঘটন। তার হাতের নাগালে মোবাইল রাখলেই নাকি কোনো না কোনো অঘটন ঘটতেই থাকবে। সম্ভবত এ কারণেই আপাতত মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই তার। মোবাইল ফোন হাতে এলেই ব্রিটনির সমস্যা সৃষ্টি হয়। তাই তাকে নিয়ন্ত্রণে রাখতেই তার পরিচর্যাকারীরা মোবাইল ফোন থেকে তাকে দূরে সরিয়ে রাখছেন।
২০০৮ সালে ব্রিটনির সঙ্গে তার বাবার একটি মামলায় বেশকিছু আইনি শর্তের বেড়াজালে আটকা আছেন তিনি। তাকে নিয়ন্ত্রণে রাখতে বেশকিছু বিধি-নিষেধও আরোপ করা হয়েছে। আর এ তালিকায় রয়েছে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার বিষয়টিও। এছাড়া, মোবাইল ব্যবহার করে সাবেক বডিগার্ডকে নিজের নগ্নছবি পাঠানোর মতো অভিযোগও ব্রিটনির ঘাড়ে রয়েছে।

বিদ্যার রূপে দীপিকা!

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের সবার নিজস্ম স্টাইল আছে। কারও সঙ্গে কারও মিল সহসা চোখে পড়ে না। সম্প্রতি বিদ্যা বালান যে ধরনের পোশাক পরেন অনেকটা তেমন পোশাক পরতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি এক অনুষ্ঠানে যেন বিদ্যারূপেই হাজির হলেন দীপিকা। দীপিকা সব্যসাচি শাড়ি এবং ফুলস্লিভ ব্লাউজ পরে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে।
জানা গেছে, বিদ্যাকে নকলের অভিপ্রায়ে তিনি এভাবে পোশাক পরেননি। প্রচলিত পোশাকে নিজেকে কেমন মানায় তা পরখ করতেই দীপিকা এ পোশাক পরেছিলেন। দীপিকা বলেন, 'আমি কাউকে নকল করি না। কখনো করবও না। আমি একজন ভারতীয়। তাই ভারতীয় সাজে সাজতেই পারি। এতে কাউকে নকল বা অনুকরণ করা হয় না। যদি তাই হয়, তাহলে ভারতের সবাই সবাইকে নকল করেন।'

ঈদে জেমসের লাইভ কনসার্ট

এবারের ঈদে লাইভ কনসার্ট করবেন নগরবাউল খ্যাত জনপ্রিয় গায়ক জেমস। বাংলাভিশনে ঈদের দিন লাইভ গান করবেন তিনি। অনুষ্ঠানটি রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে। খবরটি নিশ্চিত করেছে জেমসের একজন মুখপাত্র। তিনি জানিয়েছেন, বাংলাভিশনে আমরা ঈদের দিন লাইভ করছি। ঈদে এটাই আমাদের একমাত্র অনুষ্ঠান। আশা করি দর্শক ঈদের দিনে আমাদের কনসার্ট এনজয় করবে। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ জানিয়েছেন, এবারের ঈদে মোট ৫টি লাইভ কনসার্ট প্রচার করা হবে। ঈদের দিন জেমসকে দিয়ে চ্যানেলটি কনসার্ট শুরু করবেন। দ্বিতীয় দিন লাইভ কনসার্টে অংশ নেবেন সাবিনা ইয়াসমিন। তৃতীয় দিন সুবীর নন্দী, চতুর্থ দিন মমতাজ এবং পঞ্চম দিন সোলস গান করবেন। শামীম শাহেদ বলেন, 'আশা করছি দর্শককে বাড়তি আনন্দ দিতে আমাদের এ আয়োজন।'

প্রিয়াঙ্কার নতুন গল্প

শাহরুখ খান এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে অনেক শোরগোল উঠেছিল মিডিয়ায়। শাহরুখ-গৌরির সুখের সংসার প্রায় ভাঙতে বসেছিল। সেই গল্পের রেশ কাটতে না কাটতেই নতুন গল্প শোনা যাচ্ছে। আর এবারের গল্পের নায়ক ব্রিটিশ গায়ক-প্রযোজক জে সিনে। সম্প্রতি দু'জনকে একটি নাইট ক্লাবে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। স্বাচ্ছন্দ্যেই নাইট ক্লাবে আড়াই ঘণ্টা কাটিয়েছেন তারা।
জে সিন এবং প্রিয়াঙ্কার পরিচয়টা বেশ পুরনো। তাদের দু'জনের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০৮ সালে জে সিনের এক কনসার্টে। এরপর তারা খুব বেশি ঘনিষ্ঠ ছিলেন না। ২০১০ সালে নিউইয়র্কে প্রিয়াঙ্কা অভিনীত 'আনজানা আনজানি' ছবির সেটে একবার হাজির হয়েছিলেন জে। সম্প্রতি জে সিন এবং প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। শাহরুখ কাহিনীর পর জে সিনেই এখন প্রিয়াঙ্কার নতুন মানুষ।

SITETALK ( GREAT MONEY INCOME WAY )

SIGN UP LINK : http://www.sitetalk.com/boundolast

www.sitetalk.com – it’s like face book, twitter. Also include site talk messenger.
www.sitetalkmail.com – it’s like yahoo, gmail.
www.sitetalkmall.com – it’s web shop / online shopping mall. Here 4000brand product
include worldwide.
www.sitetalktravel.com – it’s worldwide traveling way.
www.sitetalkcare.com – it’s link redcrient society.
www.oxfordprograme.co.uk – it’s online line based education way for worldwide.
Also searing sitetalk sim, sitetalk insurance and sitetalk real-estate.
www.presidentclub.biz – it’s our personal webenar here all information include
sitetalk and unaico.
www.unaico.com – it’s our main company website. When u sitetalk include in any link
then here open ur back office.
www.mysitecost.com – here uses every website value.
www.alexa.com – here u see every website ranking , so searching every website and
decision make. So that earn more money within 2 years million.
 
 BY BOUNDOLA


Sitetalk as like facebook. Online social network service, but these two sites have big difference. The difference is sitetalk give us online money earning support to build up our won career. 
Granted earn money for this site.

So friends lets start earning on http://www.Sitetalk.com/boundolast

Detail: 

any question or information in sitetalk. Call Bengali leaders
Hot Line no-  +8801676408840
            boundola@gmail.com

Tuesday, August 9, 2011

প্রিয়াঙ্কার প্রশংসায় শাহরুখ

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখ খানের ঘনিষ্ঠতা বাড়ায় শাহরুখ-গৌরির ২০ বছরের সংসার হুমকির মুখে_ এমন খবর চাউর হওয়ার পরও কোনোরকম রাখঢাক ছাড়াই প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিং খান।
জানা গেছে, ইউনিভার্সাল মিউজিকের ব্যানারে প্রিয়াঙ্কার প্রথম আন্তর্জাতিক অডিও অ্যালবাম প্রকাশের খবর পেয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। ইতোমধ্যেই নিজের প্রথম আন্তর্জাতিক অ্যালবাম প্রকাশের জন্য ইউনিভার্সাল মিউজিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। এটা শোনার পর তাকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ টুইটার বার্তায় লিখেছেন, 'তুমি আমাদেরকে অনেক গর্বিত করেছ। এগিয়ে যাও এবং বিশ্বসংগীতকে নিয়ন্ত্রণ কর।'
উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, 'তুমি এবং তোমরা পাশে থাকলে আমার এগিয়ে যেতে সমস্যা হবে না।'

এশাকে নিয়ে গুজব

অনেকদিন ধরেই রুপালি পর্দায় অনুপস্থিত বলিউড অভিনেত্রী এশা দেওল। আর এ সুযোগে খবর রটেছে, যুক্তরাষ্ট্রের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তিনি চিকিৎসা নিচ্ছেন। শুধু তাই নয়, সেখানে তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলেও খবর চাউর হয়েছে। কিন্তু খবরগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এশা। এশা বলেন, 'আমি কখনো কোনো রিহ্যাব সেন্টারে চিকিৎসা নেইনি। আমি একজন ধ্রুপদী নৃত্যশিল্পী। আমার বাবা-মা সবসময়ই আমার খেয়াল রাখেন। তাই মাদক গ্রহণের কোনো সুযোগই নেই আমার।' চোয়াল এবং ঠোঁটে প্লাস্টিক সার্জারির খবর প্রসঙ্গে তিনি বলেছেন, 'এ খবরটিও সত্য নয়। সত্য হলে আমি স্বীকার করতাম। কারন আমি প্লাস্টিক সার্জারির বিপক্ষে নই।'

Saturday, August 6, 2011

শিরিনের নতুন অ্যালবাম প্রস্তুতি

'পাঞ্জাবিওয়ালা' খ্যাত কণ্ঠশিল্পী শিরিন নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। জানা গেছে, কেবল অ্যালবামের কাজ করতেই সম্প্রতি প্রবাসী এই গায়িকা দেশে ফিরেছেন। এ প্রসঙ্গে শিরিন জানিয়েছেন, 'এবার দেশে আসার একমাত্র উদ্দেশ্য অ্যালবামের কাজ করা। এর আগে যখন দেশে এসেছিলাম তখনই কয়েকটি গান সংগ্রহ করেছিলাম। ফিরে গিয়ে সেগুলোকে আমার মতো করে নতুনভাবে তৈরি করেছি। গানগুলোর সংগীতায়োজনের বিষয়টিও সেখান থেকেই পরিকল্পনা করে এসেছি।' তিনি আরও জানিয়েছেন, 'এবার আমার অ্যালবামের সংগীত পরিচালনা কে করবেন তা এখনো ঠিক হয়নি। তবে হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির এবং হৃদয় খানকে নিয়েই কাজ করার ইচ্ছা আছে। তাদের সঙ্গে আরও দু'একজনের নামও যুক্ত হতে পারে। অ্যালবামের কাজ পুরো শেষ করে তবেই দেশ ছাড়ব।'
শিরিনের প্রথম একক অ্যালবামের নাম ছিল 'পাঞ্জাবিওয়ালা'। সংগীতায়োজন করেছিলেন হাবিব। এর দুই বছর পর তিনি প্রকাশ করেন তার দ্বিতীয় একক 'মাতওয়ালী'।