Sunday, July 21, 2013

Digital Generation . A Smarter way to earn money without any work

All of us want to earn in online by a easy way but we can't find this. Today I will share with all of you a easiest way of earning in online. You have nothing to do just sing up in the site and download the software and install it in your pc just it. In this way you can earn 30$ in one month. It is a 100% trusted site. You have to need one day to make one dollar in the site. After making one dollar you can make payment request. So to justify it you don't need so much time just justify it with in two day. Now I am describing the proses below. Click on below link to get the site.

http://coingeneration.com/auth/new/332393

After you click on the link you get a page which has like this
Fill all of the field and then click on send button. Your registration is get complete but you still have to do some step more.
Now you have to put your mouse pointer in personal tab then click on profile.
You will see this..

In here you have to fill only the phone and chat nickname field. You have to enter your phone number like this  +8801917749618 here +88 is the country code don't forget to add country code. After completing this two field click on save. When click on save, after some time a message will come in your phone which will contain a code. You have to send this code to this number +447937946882. Then your account will get verified. After that you have to send a message to admin of the site to get thread. Remember that your earning is start when you get the thread. You can send message by click on new ticket. When you will click on new ticket a pup up menu will open and there you can see two field on is for title of your message and another is for description.In your message titel you have to write this (Please help me for observation of Thread) and in the descriptin field you have to write this

[Hello,Good Day!I just registered in your site and my account has successfully been verified through SMS.I already installed 'Thread Manager V.2.2.0.0'( In thread Manager V give the number of your software version) But i didn't have the trail Thread.Please send my trail thread ASAP.Sincerely yours]

Then your task is get complete and your account is get verified.

This is the registration proses but now I will tell you how to earn.

To earn from this site you have nothing to do. Just go to the download tab and click on that. A software will download in you PC which size in only 3.7 MB. After completing download you have to install it in your PC. Just it. Every time when you start your PC the software is open automatically when you get connected to net it complete your log in in the site automatic. 


To give the message you have to log in your site and go to tickets tab and click on that. After click on that you have to click on New tickets. When you click on new tickets you will see a pou up window like this

Now I am telling you how to withdraw money from this site. To withdraw money from this site you have to need a paxum account or a Perfect Money account or you Payza account or a Egopay account .It will be easy for you to withdraw money by using a payza account.  

Monday, May 20, 2013

দুই দিনেই ৪.২৭ কোটি আয় !

`ইশকজাদে` ছবিটি দিয়ে বলিউডে অভিষেক ঘটে অভিনেতা অর্জুন কাপুরের। ১৭মে তার অভিনীত দ্বিতীয় ছবি ‘আওরঙ্গজেব’ মুক্তি পেয়েছে। অতুল সাভারওয়াল পরিচালিত নতুন এ ছবিটি মুক্তির প্রথম দুই দিনেই ৪.২৭ কোটি (ভারতীয়) টাকা ব্যবসা করেছে।

মাত্র ২৫ কোটি (ভারতীয়) টাকা বাজেটে নির্মিত এ ছবিটি দিল্লি, উত্তর প্রদেশ এবং পশ্চিম পাঞ্জাবে খুব ভাল ব্যবসা করছে বলে জানা গেছে।

এছাড়াও  দেশের বাইরে থেকেই আয় হয়েছে ৩৬.৭৮ লাখ(ভারতীয়) টাকা। ‘আওরঙ্গজেব’ ছবিটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস্ ।

ভূমি দস্যুতার কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটিতে আরো অভিনয় করেছেন-জ্যাকি শ্রুফ, ঋষি কাপুর, দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ শুকুমারান এবং অমৃতা সিং।

ইন্টারনেট আপলোডের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার

ইন্টারনেট আপলোডের গতি কমানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধের অজুহাতে ইন্টারনেট আপলোড গতি ৭৫ শতাংশ কমাতে গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছিল বিটিআরসি। এতে ই-মেইল অ্যাটাচমেন্ট, স্কাইপে কথা বলা, ইমেজ আপলোড বা ভিডিও আপলোডে সমস্যার মুখে পড়েন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা।
সামাজিক যোগাযোগের সাইট ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার পর সিদ্ধান্ত পাল্টায় বিটিআরসি।

Sunday, May 19, 2013

এভারেস্টে সৌদি আরবের প্রথম নারী

প্রথম সৌদি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চশৃঙ্গ এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন রাহা মোহাররাক (২৫)।

তিনি শুধুমাত্র সৌদির প্রথম নারী এভারেস্ট জয়ী নন, সবচেয়ে কম বয়সী আরব নারী হিসেবেও এভারেস্টে পা রাখলেন।

তার দু:সাহসিক এই অভিযানের সঙ্গী ছিলেন চারজন। এদের মধ্যে ছিলেন প্রথমবারের মতো এভারেস্ট শৃঙ্গে যাওয়া একজন কাতারি এবং ফিলিস্তিনি পুরুষ।

জেদ্দায় জন্ম নেওয়া রাহা মোহাররক সম্প্রতি দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন।

তার সম্পর্কে দলের ‍অন্য সদস্যরা জানান, সৌদি আরবের মত একটি রক্ষণশীল মুসলিম দেশ; যেখানে নারী অধিকার খুবই সীমিত সেখান থেকে অনেক বাঁধা ভেঙ্গে তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন।

জানা যায়, মা-বাবার কাছ থেকে এভারেস্ট অভিযানে অনুমতি পাওয়ার জন্য রাহাকে অনেক কষ্ট করতে হয়েছে। এটাকে রাহা এভারেস্ট চূড়ায় পৌছানোর মতোই চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন।

তবে ‌রাহার প্রতি এখন তার মা-বাবার পূর্ণ সমর্থন রয়েছে।

রাহা মোহাররক বলেন, “আমি প্রথম হয়েছি সেটা কোন বিষয় না, যদি না দ্বিতীয় কেউ এটি দেখে অনুপ্রাণিত হয়।”

Saturday, May 18, 2013

ফ্রান্সে সমকামী বিয়ে বৈধ হলো

বিশ্বের ১৪তম দেশ হিসেবে সমকামী বিয়ে বৈধতা পেয়েছে ফ্রান্সে। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে সমকামী বিয়ে বৈধ করার পক্ষে যে বিলটি উত্থাপন করা হয়েছিল, তাতে গতকাল স্বাক্ষর করেন। এর মাধ্যমে ফ্রান্সে সমলিঙ্গের বিয়ের পক্ষে নতুন আইন প্রণীত হলো। তবে কবে থেকে আইনটি কার্যকর হবে সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এর আগে ফ্রান্সের ডানপন্থি বিরোধী দল প্রস্তাবটির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও সেটি সাংবিধানিক কাউন্সিল থেকে প্রত্যাখ্যাত হয়। শেষ বাধাটি অতিক্রমের একদিন পরই প্রেসিডেন্ট ওঁলাদে বহুল বিতর্কিত বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে সেটি পাস করলেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। সমকামী দম্পতিদের জন্য সন্তান দত্তক নেয়ার বিষয়টিও বৈধতা পেলো আইনটি প্রণয়নের মাধ্যমে।

বেঁচে থাকার জন্য সেক্স

সিরিয়ার শরণার্থী নারীদের জর্ডানে বিয়ের জন্য বিক্রি করা হচ্ছে।
যুদ্ধ শুরু হওযার আগে কাজল নামের এক নারী ভালবাসতো তার প্রতিবেশী এক ছেলেকে। কাজল জানায়, ‘তার বয়স ছিল ২০, এবং আমরা বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখতাম। আমি কখনও ভাবতে পারি নি যে আমাকে এমন কাউকে বিয়ে করতে হবে যাকে আমি ভালোবাসি না। কিন্তু আমি এবং আমার পরিবার আমানে আসার পর থেকেই কঠিন এক সময় পার করছি।’
কাজলের বয়স ১৮। তার সবে তালাক হয়েছে। ৫০ বছর বয়স্ক এক সৌদি তার পরিবারকে ৩,১০০ ডলার দিয়ে বিয়ে করে।
‘আমি স্বামীর সঙ্গে আমানে ছিলাম। সে আমার সাথে দাসীর মতো ব্যবহার করতো। আমি খুশি যে আমাকে তালাক দেওয়া হয়েছে।’ এসব কথা যখন কাজল বলছিলেন তখন তার নীল চোখ জলে ছলছল করছিল।
‘আমি পরিবারের স্বার্থে বিয়েতে রাজি হয়েছি। আমি আর টাকার জন্য বিয়ে করতে চাই না। এখন আমি সমবয়সী কোনও সিরিয়ার ছেলেকে বিয়ে করতে চাই।’
কাজলের মা জানান, ‘জীবন এখানে খুবই কঠিন। আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি না। আমাদের এক শিশু আছে যার জন্য প্রতিদিন দুধ কেনা দরকার। আমরা থাকার ভাড়াও দিতে পারছিলাম না। তাই কাজলকে পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছে।’
তিনি জানান যে বিবাহের যাবতীয় ব্যবস্থা করে আমানের কিতাবুল সু্ন্নাহ নামের এক এনজিও।
‘যখন আমি এনজিওটির কাছে গেলাম, তারা আমার মেয়েকে দেখতে চাইল। তারা বলল যে তার বিয়ের ব্যবস্থা করে দেবে।’ কাজলের মা জানান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক কর্মকর্তা এন্ড্রু হার্পার বলেন, ‘আমাদের পক্ষে এত এত শরণার্থীকে (সংখ্যায় ৫ লাখেরও বেশি) সাহায্য করার মতো ক্ষমতা নেই। শরণার্থীদের অধিকাংশ শিশু ও নারী। তাদের বেশিরভাগই বাড়ির বাইরে কাজ করতে অভ্যস্ত নয়। কাজেই টিকে থাকার জন্য সেক্স তাদের অপরিহার্য হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘সাহায্য করতে যারা আসছে তাদের লক্ষই হল কম বয়সী নারীরা। এর চেয়ে বিরক্তিকর আর কীইবা হতে পারে! আপনি এটাকে ধর্ষণ বলতে পারবেন না। এটাকে বেশ্যাবৃত্তিও বলতে পারবেন না। আপনি যা ইচ্ছা বলতে পারেন। এটা হল অতি দুর্বলের ওপর করুণা করার এক আশ্চর্য নমুনা!’

Friday, May 17, 2013

আজীবন নিষেধাজ্ঞার পক্ষে গাঙ্গুলী

দোষী সাব্যস্ত হলে স্পট ফিক্সিংয়ের দায়ে আটক হওয়া তিন ক্রিকেটারের আজীবন নিষেধাজ্ঞার পক্ষে বললেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বুধবার মধ্যরাতে মুম্বাই থেকে গ্রেফতার করা হয় রাজস্থান রয়্যালসের শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চৌহানকে।

স্পট ফিক্সিংয়ের এই ঘটনা আইপিএলকে সঙ্কটের মধ্যে ফেলবে মনে করেন গাঙ্গুলী। পুনে ওয়ারিয়র্স ও কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই তারকা ক্ষোভ প্রকাশ করলেন,‘আমি হতাশ। যা ঘটেছে তার জন্য ক্রুদ্ধ। দোষ প্রমাণ হলে তাদের আজীবন নিষিদ্ধ করা উচিত।’

এই কাজে শ্রীশান্তের জড়িত থাকায় মর্মাহত ভারতের সাবেক অধিনায়ক,‘শ্রীশান্ত জড়িত থাকায় আমি চমকে গেছি। একজন প্রতিভাকে হারাল দেশের ক্রিকেট। রাহুল দ্রাবিড়ের জন্য আমি সত্যিই দুঃখিত।’

নিজ প্রদেশের কেউ এমন কাজে জড়িত নয় বলে স্বস্তি প্রকাশ করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। বিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট বললেন,‘ভালো লাগছে, বাংলার কোনো ক্রিকেটার এর সঙ্গে জড়িত না। কিন্তু লজ্জার কথা হলো, এই ঘটনা ক্রিকেটে কালিমা ফেলল। চূড়ান্ত রিপোর্ট শেষে আমি এনিয়ে কথা বলব। এই বিপথগামীদের বিরুদ্ধে পুলিশ কঠিন পদক্ষেপ নিবে বলেই আমি জানি।’

বিরক্তিকর ইংলিশ ব্যাটিং

১৬০ রান করতে ৮০ ওভার লাগালো ইংল্যান্ড। লর্ডসে এমন ব্যাটিং সত্যিই বিরক্তিকর। একেবারে শম্ভুকের ন্যায় খোলসবন্দী হয়ে খেলেছে।

নিউজিল্যান্ড বোলারদের তোপ সামলাতে না পেরে স্লো ব্যাটিং কৌশল বেছে নেয় ইংলিশ শিবির। এরপরেও চার উইকেট তুলে নিয়েছে সফরকারী দল।

এলিস্টার কুক ৩২, নিক কম্পটন ১৬, জোনাথন ট্রট ৩৯ ও ইয়ান বেল ৩১ রানে সাজঘরে ফেরেন। দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট ২৫ ও জনি বিয়ারস্ট্রো ৩ রান করেছেন।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট দুটি, ওয়াগনার ও মার্টিন একটি করে উইকেট নেন।

Thursday, May 16, 2013

টেকনাফে শিশুসহ ২১ জনের লাশ উদ্ধার

টেকনাফ সদর ইউনিয়নের চর গাছছড়া, রাজারছড়া ও লম্বরি এলাকায় সাগরে ভেসে আসা ২১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন শিশু।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় জেলেরা তাদের লাশ দেখতে পান। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) দিদারুল ফেরদৌস জানান, শিশুদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে। তিনি আরও জানান, যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের পকেট থেকে মিয়ানমারের মুদ্রা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা মিয়ানমারের নাগরিক। তারা রোহিঙ্গা হতে পারে বলেও তিনি জানান।
দিদারুল ফেরদৌস আরও জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর কবলে পড়ে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। সৈকতের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।

আদালতে আত্মসমর্পণ করলেন সঞ্জয় দত্ত

জনপ্রিয় বলিউড তারকা সঞ্জয় দত্ত মুম্বাইয়ের একটি আদালতে আত্মসমর্পণ করেছেন। এসময় তিনি সাদা কুর্তা, জিন্স পরেছিলেন। কপালে ছিল লাল তিলক।

বৃহস্পতিবার বিকেলে আত্মসমর্পণের সময় শত শত লোক আদালতের বাইরে ছিল। এই ভিড় ঠেলে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে তাকে বেশ বেগ পেতে হয়েছে।

এদিন বিকেলে সঞ্জয় বান্দ্রার বাড়ি বের হন। সঙ্গে ছিলেন স্ত্রী মান্যতা, পরিচালক মহেশ ভাটসহ পারিবারিক বন্ধুরা। পথে তিনি সিদ্ধিবিনায়ক মন্দির ঘুরে আসেন।

সকাল থেকেই সঞ্জয়ের বাড়িতে চলচ্চিত্র শিল্পের অনেকেই তার সঙ্গে দেখা করেন।

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনিভাবে অস্ত্র রাখার দায়ে ভারতীয় আদালত ৫৩ বছর বয়সী তারকাকে পাঁচ বছর কারাদণ্ড দেন। এরই মধ্যে তিনি দেড় বছর কারাভোগ করেছেন। বাকি সাড়ে তিন বছর কারাদণ্ড ভোগ করতে আদালতে আত্মসমর্পণ করেন তিনি।