Sunday, August 28, 2011

স্কেটার হতে চাইতেন যুবরাজ

যুবরাজ সিংয়ের ক্রিকেটার হওয়ার পেছনে প্রধান ভূমিকা তার বাবা যোগরাজ সিংয়ের। কিন্তু ছোটবেলায় ক্রিকেটের জন্য বাবার এই তাগিদটাই অপছন্দ করতেন তিনি। যুবরাজের ইচ্ছা ছিল বড় হয়ে স্কেটার হবেন। তার এ ইচ্ছায় বাদ সাধেন বাবা। অনেকটা জোর করেই ছেলেকে ক্রিকেটের দিকে ঝোকান যোগরাজ। সম্প্রতি এক অনুষ্ঠানে কৈশোরের কথা বলতে গিয়ে এ কথা প্রকাশ করেন যুবরাজ।

রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

নাড়ির টানে এভাবেই পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ছবিটি গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা _বাংলাদেশ প্রতিদিন

ঘর ভাঙছে মনীষার

বিয়ের ছয় মাস পেরোতে না পেরোতেই দাম্পত্য কলহের ঝড়ে বিপর্যস্ত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সামাজিক যোগাযোগ সাইট টুইটারে এ কথা লিখেছেন তিনি। স্বামী নেপালি ব্যবসায়ী সম্রাট ঢালকে তার ক্যারিয়ারের প্রধান শত্রু বলে তিনি মনে করেন। মনীষা আরও লিখেছেন, 'বিয়ের পর থেকেই সম্রাটের আসল চেহারা প্রকাশ পায়। সব বিষয়ে তার সঙ্গে মতবিরোধ বাড়ছে। যে কোনো সময় সম্পর্কের ইতি টানতে পারি।'

Saturday, August 27, 2011

ঈদে হানিফ সংকেতের নাটক

প্রতি ঈদেই 'ইত্যাদি'র পাশাপাশি নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক 'কর্মফলের মর্মকথা'। প্রচার হবে ঈদের দিন এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে। একজন অসৎ ব্যক্তি অর্থ আয়ের জন্য নানান পন্থা অবলম্বন করেন এবং এই অবৈধ অর্থ দিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হতে চান এবং ভবিষ্যতে আরও ক্ষমতাবান হওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেন। এই কাজে তিনি তার পরিবারের সদস্যদেরও নিয়োজিত করেন কিন্তু বাধ সাধেন তার স্ত্রী। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। এ নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ফেরদৌসী মজুমদার, তানিয়া আহমেদ, মীর সাবি্বর, সাজু খাদেম, আরফান, মম প্রমুখ।

ঈদে ছোট পর্দায় পপি


ঈদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপিকে বড় পর্দায় দেখা না গেলেও ছোট পর্দার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। চ্যানেল আইতে একটি টেলিফিল্মে দেখা যাবে তাকে। নাট্যনির্মাতা সালমান হায়দারের রচনা ও পরিচালনায় 'মেঘে ঢাকা চাঁদ' শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে আছেন অভিনেতা হাসান মাসুদ। ভালোবাসার টানাপড়েনের গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। পপি বলেন, চমৎকার গল্পে নির্মিত এই টেলিফিল্মটিতে আমার চরিত্রটিও চমৎকার। দর্শক আগ্রহ ধরে রাখতে এ মুহূর্তে গল্প বা চরিত্র সম্পর্কে কোনো কিছু বলতে চাচ্ছি না। তবে টেলিফিল্মটি দেখে দর্শক যে আনন্দ পাবে, তা নিশ্চিত বলতে পারি। ঈদের চতুর্থ দিন বেলা ২টার খবরের পর চ্যানেল আইতে প্রচার হবে 'মেঘে ঢাকা চাঁদ' টেলিফিল্মটি।

নাটকে শাহনূর


ঈদের নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা শাহনূর। তার সঙ্গে জুটিবদ্ধ হলেন অভিনেতা শাহরিয়ার শুভ। নাটকের নাম 'আগে যদি জানতাম'। নাটকের গল্পে দেখা যাবে বাবা-মায়ের আদরের মেয়ে শাহনূর। সে ভালোবাসে বোকা ধরনের ছেলে শুভকে। কিন্তু প্রেম-ভালোবাসা বোঝে না সহজ-সরল শুভ। এমনি চলে নাটকের গল্প।

চোয়ালের ব্যথায় কাবু সালমান

চোয়ালের ব্যথায় কাবু হয়ে পড়েছেন বলিউড অভিনেতা সালমান খান। দুই-তিন মাস ধরে ব্যাথাটা তাকে রেহাই দিচ্ছে না। ব্যথার কারণে কিছু খেতেও পারছেন না ঠিকমতো। চিকিৎসা করাতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সালমান। সপ্তাহখানেক আগেই শোনা গিয়েছিল, তিনি অসুস্থ। হাসপাতালে ভর্তি হয়েছেন। গণমাধ্যমে এমন খবর প্রচারের পর তার পরিবারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। সালমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, চোয়ালের এই ব্যথা তার সাত বছরের পুরনো। কয়েক বছর ব্যথাটা ছিল না। তিন মাস ধরে এটা জ্বালাচ্ছে খুব। ব্যথা নিয়েই গত সপ্তাহে সালমান প্রথমে লীলাবতি হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে সাইফি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু পরিবারের সবাই বিষয়টি গোপন রাখেন।

ক্ষমতাধর লেডি গাগা

ক্ষমতাধর নারীদের তালিকায় উপরের দিকে উঠে এসেছেন বিতর্কিত শিল্পী লেডি গাগা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের এক জরিপে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় গাগার নাম রয়েছে একাদশ স্থানে। তার নিচে অবস্থান করছেন অপরাহ উইনফ্রে। গত বছর বিশ্বের তৃতীয় স্থান থেকে তিনি এবার চর্তুদশ স্থানে এসে দাঁড়িয়েছেন। বিনোদন জগতের কোনো তারকা নারীই এ বছর শীর্ষ দশে ঠাঁই পাননি। ১০০ জনের এই তালিকায় শীর্ষ স্থানগুলো অ্যাঙ্গেলা মার্কেল, হিলারি ক্লিনটনের মতো রাজনীতিবিদ
নারীদের দখলে।
বছরে শুধু ৯ কোটি ডলার আয় করেই গাগা ক্ষমতাধর নারীর উপাধি পাননি। বরং তার রয়েছে সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে চার কোটিরও বেশি ভক্ত ও অনুসারী। সব মিলিয়ে তিনি এ খ্যাতি পেয়েছেন।

'ভালোবাসি তাই, ভালোবেসে যাই'

ঈদে আসছে এক বহুমুখী ভালোবাসার গল্প, 'ভালোবাসি তাই, ভালোবেসে যাই'। নাটকে রয়েছে তিনটি ভালোবাসার গল্প। টেলিফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ৯০ মিনিটের টেলিফিল্মে অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, শুভ, প্রীতি, তিশা এবং অনি। বিগ বাজেটেরে এই টেলিফিল্মটির গল্প, চরিত্র বিন্যাস, সংগীত এবং অ্যানিমেশনে রয়েছে বৈচিত্র্য। টেলিফিল্মটিতে থাকছে বেশ কিছু নতুন গান। এয়ারটেল নিবেদিত এ টেলিফিল্মটি প্রচার হবে ঈদের চতুর্থ দিনে রাত ১১টা ৩০ মিনিটে এনটিভির পর্দায়।

আজ পবিত্র লাইলাতুল কদর


আজ পবিত্র লাইলাতুল কদর বা ভাগ্যরজনী। শবেবরাতে ভাগ্য নির্ধারণ হলেও এ রাতে চূড়ান্ত হয়। হাদিস অনুযায়ী ২০ রমজানের পর যে কোনো বেজোড় রাত 'লাইলাতুল কদর' হতে পারে। দীর্ঘদিন আগেই বেশিরভাগ ওলামা একমত হয়েছেন, ২৬ রমজান রাতেই লাইলাতুল কদর আসে। সেই থেকে এ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ এবাদত-বন্দেগি করেন। হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের এ রাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.)-এর ওপর পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়। আল্লাহর কাছে এ রাতের মর্যাদা অনেক বেশি। এ জন্য এ রাতে ধর্মপ্রাণ মুসলমান সারারাত জেগে এবাদত-বন্দেগি করেন। মসজিদে রাতব্যাপী দোয়া-দরূদ, ঝিকির-আজকার ও মোনাজাত করা হয়। এ জন্য সব মসজিদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।