প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে নিয়ে মেতেছে পুরো লন্ডন শহর। আর এ আনন্দের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করতে অনুষ্ঠানে গান গাইতে আসছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী বিওন্সি নোলস এবং তার স্বামী মার্কিন র্যাপশিল্পী জেজি। ইতোমধ্যেই ২৯ বছর বয়স্কা এই শিল্পী ও তার স্বামীকে প্রিন্স ও কেট তাদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তাদের রিদম অ্যান্ড ব্লুজ লাভ সং গাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রিন্স ও কেট। প্রিন্স এবং কেট দুজনই বিওন্সি ও জে-জির ভীষণ ভক্ত। তারা মনে-প্রাণে চাইছেন, এই আনন্দযজ্ঞে এই দুই শিল্পী তাদের পারফর্মেন্সে পুরো অনুষ্ঠানটি মাতিয়ে দিন।
Friday, April 29, 2011
লোহা ঘষলে সোনা!
মুন্সীগঞ্জের শ্রীনগরে বুধবার রাতে প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি মূর্তি উদ্ধার করা হয়। এরপর খবর ছড়িয়ে পড়ে ওই মূর্তিতে লোহা ঘষলেই তা সোনা হয়ে যাচ্ছে। কেউ কেউ সোনা বানিয়ে নিয়েছেন বলেও কথা রটে। লোহার টুকরো নিয়ে শুরু হয় লোকজনের ছোটাছুটি। অনেকে দূর-দূরান্ত থেকেও আসতে থাকেন। তবে মূর্তিতে লোহা ঘষার পর তাদের ভুল ভাঙে। শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান,স বুধবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর কোলাপাড়া গ্রামের আকরাম মিয়ার বাড়ির পুকুর থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। লোহা ঘষলে সোনা হওয়ার খবরটি সম্পূর্ণ গুজব বলে তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোশাররফ-সারিকা জুটি
টিভি নাটকে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম ও সারিকা। জিয়া উদ্দিন আলমের রচনা ও পরিচালনায় নাটকটির নাম 'আমরা সিনেমা আর বানাবো না'। নাটকের গল্প প্রসঙ্গে জিয়া জানান, নাটকটি সাজানো হয়েছে, সিনেমা জগতের নানা অনিয়ম, পাইরেসি, অশ্লীলতাসহ নানা দিক কেন্দ্র করে। নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশাবাদী জিয়া।
নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, 'আমার অভিনীত অনেক নাটকে সারিকা অভিনয় করেছে। আর এই প্রথম আমি আর সারিকা জুটিবদ্ধ হয়ে অভিনয় করব। নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। কারণ, নাটকটি সাজানো হয়েছে সমসাময়িক সিনেমা জগতের নানা সমস্যাকে কেন্দ্র করে।' সারিকা বলেন, 'মোশাররফ ভাইয়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি আমি'। আগামী ৪ ও ৫ মে গুলশান ও ধানমণ্ডিতে নাটকটির শুটিং হবে।
নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, 'আমার অভিনীত অনেক নাটকে সারিকা অভিনয় করেছে। আর এই প্রথম আমি আর সারিকা জুটিবদ্ধ হয়ে অভিনয় করব। নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। কারণ, নাটকটি সাজানো হয়েছে সমসাময়িক সিনেমা জগতের নানা সমস্যাকে কেন্দ্র করে।' সারিকা বলেন, 'মোশাররফ ভাইয়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি আমি'। আগামী ৪ ও ৫ মে গুলশান ও ধানমণ্ডিতে নাটকটির শুটিং হবে।
ফিরছেন লৌহমানব
হলিউডে ফিরছেন আর্নল্ড শোয়াজনেগার, এটি পুরনো খবর। নতুন খবর হলো, তার বহুদিনের 'টার্মিনেটর' ছবিতেই কামব্যাক করছেন এই লৌহমানব।
গত জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ করেন ৬৩ বছর বয়সী এই রাজনীতিক কাম অভিনেতা। তারপর জানিয়েছিলেন, তার পুরনো জায়গা হলিউডে আবার ফিরছেন। তবে কিভাবে ফিরছেন সেটা এখন পর্যন্ত অজানা ছিল। সর্বশেষ গত বছরের 'দি এক্সপেন্ডেবল' ছবিতে এক ঝাঁক অ্যাকশন হিরোর সঙ্গে আর্নল্ড শোয়ার্জনেগারকেও দেখা গিয়েছিল। তবে সেটি মাত্র কয়েক মিনিটের জন্য। এবার 'টার্মিনেটর' ছবির পঞ্চম পর্বে তিনি ফিরছেন। তবে সেটিও 'দি এক্সপেন্ডেবল'র মতো ক্যামিও হাজিরা কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তবে ভক্তদের আশা, এবার স্বরূপেই ফিরবেন এই অভিনেতা।
গত জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ করেন ৬৩ বছর বয়সী এই রাজনীতিক কাম অভিনেতা। তারপর জানিয়েছিলেন, তার পুরনো জায়গা হলিউডে আবার ফিরছেন। তবে কিভাবে ফিরছেন সেটা এখন পর্যন্ত অজানা ছিল। সর্বশেষ গত বছরের 'দি এক্সপেন্ডেবল' ছবিতে এক ঝাঁক অ্যাকশন হিরোর সঙ্গে আর্নল্ড শোয়ার্জনেগারকেও দেখা গিয়েছিল। তবে সেটি মাত্র কয়েক মিনিটের জন্য। এবার 'টার্মিনেটর' ছবির পঞ্চম পর্বে তিনি ফিরছেন। তবে সেটিও 'দি এক্সপেন্ডেবল'র মতো ক্যামিও হাজিরা কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তবে ভক্তদের আশা, এবার স্বরূপেই ফিরবেন এই অভিনেতা।
ক্রোড়পতিতে বাবা-মেয়ে
'কৌন বনেগা ক্রোড়পতি'র ভোজপুরির সংস্করণের উপস্থাপনার দায়িত্ব পালন করছেন শত্রুঘ্ন সিনহা। আর ওই অনুষ্ঠানের হট সিটে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোনাক্ষী সিনহা সময় বের করতে পারলে আগামী মাসের শুরুর দিকেই অনুষ্ঠানটির রেকর্ডিং হবে। এ প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেছেন, 'হ্যাঁ, সোনাক্ষী এবার হটসিটে বসছেন। এতে শেষ পর্যন্ত দর্শকরা পর্দায় বাবা-মেয়েকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন।' শত্রুঘ্ন আরও বলেছেন, 'এ অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে সোনাক্ষীই প্রথম আগ্রহ প্রকাশ করেছে। তখন আমি সানন্দেই রাজি হয়েছি। এমন নয় যে, আমার মেয়ে হওয়ার কারণে তাকে সহজ প্রশ্ন করা হবে। সে খুব মেধাবী। আমি নিশ্চিত, সে সহজেই তার জাত চেনাতে পারবে।' অন্যদিকে সোনাক্ষী জানিয়েছেন, 'এটা দারুণ একটা ব্যাপার! আমি এই শো'টি খুবই পছন্দ করি।'
মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় উইলিয়াম-কেট
প্রেম থেকে পরিণয় : গোটা লন্ডনই যেন বিয়ে বাড়ি
বিয়ের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি আছে। বর প্রিন্স উইলিয়াম ও কনে কেট মিডলটনের সময়টা সত্যি কেমন কাটছে তা শুধু তারাই বলতে পারবেন। তবে এ নিয়ে বিশ্বে হইচইয়ের কমতি নেই। বিশেষ করে ব্রিটেন যেন ভাসছে আনন্দের জোয়ারে। প্রিন্স উইলিয়ামের মা প্রয়াত প্রিন্সেস ডায়ানা হয়তো দূর থেকে ছেলের এই আনন্দের মুহূর্তগুলো দেখে তার সংসারজীবন নিয়ে আশীর্বাদই করছেন।
বিশ্বের সেরা বিয়েগুলোর মধ্যে অন্যতম উইলিয়াম-কেটের বিয়ে নিয়ে মুখরোচক গল্পের অভাব নেই। অনেকে বলছেন প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের চেয়েও মহা ধুমধামে হতে যাচ্ছে উইলিয়াম-কেটের বিয়ে। কিন্তু যে যা-ই বলুন, ব্রিটিশরা এ কথা কখনোই মানতে নারাজ, চার্লস-ডায়ানার বিয়েকে ছাড়িয়ে যাবে উইলিয়ামের বিয়ে। কারণ ডায়ানা যে আসন করে নিয়েছিলেন মানুষের হৃদয়ের মণিকোঠায়। দীর্ঘ এই সময়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে। এগিয়েছে প্রযুক্তি। মানুষ বেড়েছে। তাই মহা ধুমধামে হতেই পারে উইলিয়াম-কেটের বিয়ে। তাই বলে চার্লস-ডায়ানার বিয়েকে কখনোই ছাড়াতে পারবে না এ বিয়ে। কারণ পৃথিবী যে এখনো ডায়ানার শোকে শোকাচ্ছন্ন। প্রিন্সেসের কথা মনে হলেই এক আবেগ আচ্ছন্ন করে তোলে ব্রিটিশদের।
তবে এ কথা সত্য, উইলিয়াম-কেটের বিয়ের অপেক্ষায় বিশ্ব উন্মুখ। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে, ঠিক যেখানে অনুষ্ঠিত হয়েছিল প্রিন্সেস ডায়ানার শেষকৃত্য। বিশ্বের ৩০০ কোটি মানুষ টিভির পর্দায় সরাসরি দেখতে পাবে এ বিয়ের অনুষ্ঠান।
এরই মধ্যে বিয়ের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার রাতে উইলিয়াম ও মিডলটন কেট উভয়ের পরিবারের সদস্যরা হবু দম্পতিকে নিয়ে অংশ নিয়েছেন বিয়ের মহড়ায়। উপস্থিত ছিলেন উইলিয়ামের একমাত্র ভাই প্রিন্স হ্যারি। গাঁটছড়া বাঁধার আগে সর্বশেষ স্বাধীন মুহূর্তগুলো উপভোগ করে নিচ্ছেন বর-কনে। এর অংশ হিসেবে উইলিয়াম গত রাতটা কাটিয়েছেন বাবা প্রিন্স চার্লস ও ভাই হ্যারির সঙ্গে রাজপ্রাসাদ ক্ল্যারেন্স হাউসে। এ বিয়ে নিয়ে খুশি দাদি রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপও।
কেট মিডলটনের রাত কেটেছে পাঁচ তারকা গোরিং হোটেলে। এখানে তার সঙ্গে ছিলেন বাবা মাইকেল, মা ক্যারোল, বোন পিপা ও ভাই জেমস। এরই মধ্যে হোটেলে আনা হয়েছে কনের বিয়ের পোশাক। ফুলে ফুলে ছেয়ে গেছে হোটেল করিডর।
কনে কেটের বয়স ২৯ বছর, যেখানে বর উইলিয়ামের ২৮। বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছে উভয় পরিবার। আজ বাবার হাত ধরে কেট আসবেন উইলিয়ামের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে। বিয়ে পড়াবেন ক্যান্টারবেরির আর্চবিশপ ড. রোয়ান উইলিয়ামস।
রাজদম্পতির বিয়ে অনুষ্ঠান এক ঝলক দেখতে শত শত পর্যটক জড়ো হচ্ছেন ব্রিটেনে। এরই মধ্যে শুধু লন্ডনেই এসেছেন প্রায় ছয় লাখ লোক।
এদিকে বিয়ের দিনটি অ্যাবে থাকবে তাজা ফুলের এক রাজ্য। এ জন্য ব্যস্ত সেখানকার মালীরা। বিয়েতে রাজকীয় গাড়িবহরে থাকছে ঘোড়ার গাড়িও।
বিয়ের দিনকে সবার কাছে উপভোগ্য করে তুলতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সূত্র : এএফপি, রয়টার্স, বিবিসি।
বিশ্বের সেরা বিয়েগুলোর মধ্যে অন্যতম উইলিয়াম-কেটের বিয়ে নিয়ে মুখরোচক গল্পের অভাব নেই। অনেকে বলছেন প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের চেয়েও মহা ধুমধামে হতে যাচ্ছে উইলিয়াম-কেটের বিয়ে। কিন্তু যে যা-ই বলুন, ব্রিটিশরা এ কথা কখনোই মানতে নারাজ, চার্লস-ডায়ানার বিয়েকে ছাড়িয়ে যাবে উইলিয়ামের বিয়ে। কারণ ডায়ানা যে আসন করে নিয়েছিলেন মানুষের হৃদয়ের মণিকোঠায়। দীর্ঘ এই সময়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে। এগিয়েছে প্রযুক্তি। মানুষ বেড়েছে। তাই মহা ধুমধামে হতেই পারে উইলিয়াম-কেটের বিয়ে। তাই বলে চার্লস-ডায়ানার বিয়েকে কখনোই ছাড়াতে পারবে না এ বিয়ে। কারণ পৃথিবী যে এখনো ডায়ানার শোকে শোকাচ্ছন্ন। প্রিন্সেসের কথা মনে হলেই এক আবেগ আচ্ছন্ন করে তোলে ব্রিটিশদের।
তবে এ কথা সত্য, উইলিয়াম-কেটের বিয়ের অপেক্ষায় বিশ্ব উন্মুখ। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে, ঠিক যেখানে অনুষ্ঠিত হয়েছিল প্রিন্সেস ডায়ানার শেষকৃত্য। বিশ্বের ৩০০ কোটি মানুষ টিভির পর্দায় সরাসরি দেখতে পাবে এ বিয়ের অনুষ্ঠান।
এরই মধ্যে বিয়ের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার রাতে উইলিয়াম ও মিডলটন কেট উভয়ের পরিবারের সদস্যরা হবু দম্পতিকে নিয়ে অংশ নিয়েছেন বিয়ের মহড়ায়। উপস্থিত ছিলেন উইলিয়ামের একমাত্র ভাই প্রিন্স হ্যারি। গাঁটছড়া বাঁধার আগে সর্বশেষ স্বাধীন মুহূর্তগুলো উপভোগ করে নিচ্ছেন বর-কনে। এর অংশ হিসেবে উইলিয়াম গত রাতটা কাটিয়েছেন বাবা প্রিন্স চার্লস ও ভাই হ্যারির সঙ্গে রাজপ্রাসাদ ক্ল্যারেন্স হাউসে। এ বিয়ে নিয়ে খুশি দাদি রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপও।
কেট মিডলটনের রাত কেটেছে পাঁচ তারকা গোরিং হোটেলে। এখানে তার সঙ্গে ছিলেন বাবা মাইকেল, মা ক্যারোল, বোন পিপা ও ভাই জেমস। এরই মধ্যে হোটেলে আনা হয়েছে কনের বিয়ের পোশাক। ফুলে ফুলে ছেয়ে গেছে হোটেল করিডর।
কনে কেটের বয়স ২৯ বছর, যেখানে বর উইলিয়ামের ২৮। বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছে উভয় পরিবার। আজ বাবার হাত ধরে কেট আসবেন উইলিয়ামের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে। বিয়ে পড়াবেন ক্যান্টারবেরির আর্চবিশপ ড. রোয়ান উইলিয়ামস।
রাজদম্পতির বিয়ে অনুষ্ঠান এক ঝলক দেখতে শত শত পর্যটক জড়ো হচ্ছেন ব্রিটেনে। এরই মধ্যে শুধু লন্ডনেই এসেছেন প্রায় ছয় লাখ লোক।
এদিকে বিয়ের দিনটি অ্যাবে থাকবে তাজা ফুলের এক রাজ্য। এ জন্য ব্যস্ত সেখানকার মালীরা। বিয়েতে রাজকীয় গাড়িবহরে থাকছে ঘোড়ার গাড়িও।
বিয়ের দিনকে সবার কাছে উপভোগ্য করে তুলতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সূত্র : এএফপি, রয়টার্স, বিবিসি।
কারিশমার দ্বিতীয় ইনিংস
দীর্ঘ আট বছর বিরতির পর আবারও বলিউডে পা রাখতে যাচ্ছেন কারিশমা কাপুর। বিয়ের পর ঘর-সংসার নিয়ে পুরোপুরি ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু অভিনয় জগতে তার ফিরে আসা নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তিনি নিজেই এ বিষয়ে মুখ খুললেন। কারিশমা বলেছেন, ভক্তদের টানে ফিরে এলাম। নতুন করে নিজেকে প্রস্তুত করছি। ইতোমধ্যে কয়েকটি ছবির প্রস্তাবও পেয়েছি। অভিনয়ের দ্বিতীয় ইনিংসে দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করবেন সেটাই এখন দেখার অপেক্ষায়।
Thursday, April 28, 2011
অস্বীকার করলেন ইয়ানা গুপ্তা
ছয় মাসের বন্ধুত্বের অবসান ঘটালেন বলিউডের অন্যতম আবেদনময়ী আইটেম গার্ল ইয়ানা গুপ্তা। সম্প্রতি একটি রিয়ালেটি শোতে নৃত্য পরিচালক সালমানের সঙ্গে ঘনিষ্ঠ হন ভারতীয় বংশোদ্ভূত চেক প্রজাতন্ত্রের এই মডেল। শুটিংয়ের ফাঁকে চুটিয়ে প্রেম চলে। বিভিন্ন অনুষ্ঠানেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাদের। কিন্তু রিয়ালেটি শো শেষ হওয়ার পর ভেস্তে গেছে সে সম্পর্ক। খবরের সত্যতাও স্বীকার করেছেন ইয়ানা।
ক্যাটরিনার পথে বোন ইসাবেল
ক্যাটরিনা কাইফের পথে পা বাড়াচ্ছেন ছোট বোন ইসাবেল কাইফ। খুব শীঘ্রই তাকে বলিউডে দেখা যেতে পারে। সম্প্রতি একটি ছবি প্রযোজনায় হাত দিয়েছেন ক্যাট। ইতোমধ্যে এর প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে ইসাবেলকে নেওয়ার চিন্তা করছেন তিনি। অনেকের মতে, ছোট বোনকে ব্রেক দিতেই ক্যাটের এই ছবি। ইসাবেলকে দর্শকরা কিভাবে নেবেন সেটাই দেখার অপেক্ষা।
Wednesday, April 27, 2011
ক্যাটের নতুন চমক
'শিলা'র পর এবার নতুন আইটেম ধামাকা নিয়ে আসছেন ক্যাটরিনা কাইফ। 'মেরে ব্রাদার কি দুলহান' ছবির একটি আইটেম গানে আবার নিজের নাচের ঝলক দেখাবেন ক্যাট। 'শিলা কি জাওয়ানি'-এর মতো নয়, এবারের আইটেম গানটি তৈরি হচ্ছে 'তেজাব' ছবিতে করা মাধুরী দীক্ষিতের 'এক দো তিন' গানটির মতো। দেখা যাবে, আশপাশে হৈচৈ করতে থাকা মাতালদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নাচছেন ক্যাট। যশরাজ স্টুডিওতে চলছে চিত্রায়ণের কাজ। সোহেল খানের সংগীত পরিচালনায় এই গানের কোরিওগ্রাফি করেছেন বস্কো সিজার। ক্যাটরিনা বললেন, 'অন্য রকম একটা আইটেম গানে নাচছি। পথের পাশের মদের দোকানের মতো সেটে কাজ চলছে। আশা করছি, গানটি শিলার চেয়েও চমকদার হবে।
Subscribe to:
Posts (Atom)