মেক্সিকোতে এক কনসার্টে গাওয়ার সময় পপতারকা শাকিরার হাতের আংটি চুরি করেছেন তারই এক ভক্ত। কনসার্টে গান গাওয়ার এক ফাঁকে শাকিরা তার ভক্তদের মাঝে হাঁটছিলেন। সে সময় ওই ভক্ত শাকিরার সঙ্গে করমর্দনের সুযোগে আংটিটি ছিনিয়ে নেন। প্রাথমিক অবস্থায় তিনি আংটি চুরির ঘটনাটি বুঝতে পারেননি। কনসার্ট শেষ হওয়ার পর আঙ্গুলে আংটি না দেখে বিচলিত হন তিনি। পরে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, এই আংটিটি আমার বয়ফ্রেন্ডের দেওয়া। অন্য সব অলঙ্কার হারিয়ে গেলে আমার কষ্ট হতো না। পরবর্তী সময়ে ইউটিউবে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা গেছে, আংটি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি। আর তা দেখে প্রচণ্ড অবাক হয়েছিলেন শাকিরা। তবে তারপরও পারফরমেন্স বন্ধ না করে গান চালিয়ে গেছেন তিনি। এই আংটিটি শাকিরাকে দিয়েছিলেন তারই বয়ফ্রেন্ড ও ফুটবল তারকা জেরার্ড পিক।
Tuesday, April 19, 2011
আংটি চুরি ( Pop singer Sakira )
কালো গোলাপ আছে, নাকি নাই?
রূপকথার রাজ্যে রাজা, রানী, দৈত্য, দানব, উড়ন্ত পক্সখীরাজ ঘোড়া আরও কত কি-ই না আছে! রূপকথার পৃথিবী শুধু শিশু নয় ছোট-বড় সবার কাছেই ভীষণ প্রিয়। সেই রূপকথার রাজ্যের আরেক রাজার নাম 'ব্লাক রোজ'। ব্লাক রোজ বা কালো গোলাপ কিংবদন্তি হয়ে আছে প্রায় শত বছর ধরে। আজও সে আমাদের মনোযোগ আকর্ষণ করছে। একটা সময় কালো গোলাপ নিয়ে মাতামাতির অন্ত ছিল না। উনিশ শতকের গোড়ার দিকে ফ্লাওয়ার্স ল্যাঙ্গুয়েজ সৃষ্টি হয়। এ সময় কালো গোলাপ মৃত্যু, ঘৃণা, বিদায় এবং ভয়ের প্রতীক হয়ে ওঠে। শুধু তাই নয়, জীবনের লম্বা সময় অতিবাহিত করাকেও কালো গোলাপ দিয়ে বোঝানো হতো। তবে কালো গোলাপ যে শুধু খারাপ অর্থেই ব্যবহার হতো, তা নয়। খুব প্রিয় বন্ধুকে বা যুদ্ধে গমনরত সৈনিককেও কালো গোলাপ দেওয়া হতো আগের দিনে। কিন্তু সত্য হলো, যে কালো গোলাপ নিয়ে এত মাতামাতি, প্রকৃতপক্ষে তার কোনো অস্তিত্ব আছে কি? সত্যিই নেই। অনেকটা 'মোল্লার গরু খাতায় আছে, গোয়ালে নেই' অবস্থা আর কি। তাই কালো গোলাপকে রূপকথার গোলাপ বলাই বোধ হয় ভালো। কালো গোলাপ নামে কোনো ফুলই নেই। কালো টিউলিপ নামে যে ফুলকে আমরা চিনি, সেটা আসলে খুব গাঢ় বেগুনি রংয়ের ফুল। আর যুগ যুগ ধরে মানুষ যেটাকে কালো গোলাপ বলে জানে, সেটা আসলে গাঢ় লাল রংয়ের গোলাপ। যুগে যুগে কালো গোলাপ ধ্বংস-রহস্যময়তা ও মোহিনীশক্তির প্রতীক হিসেবেও স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী সৈন্যরা কালো গোলাপকে কল্যাণের প্রতীক হিসেবে গণ্য করত। এছাড়া কালো গোলাপ নিয়ে রচিত হয়েছে রোমান্স ও রহস্যময় গল্প। তৈরি হয়েছে ইন দ্য ফরেস্ট অব দ্য নাইট, ডেমন ইন মাই ভিউ, কার্টারেড মিরর, মিডনাইট প্রিবেটরের মতো সায়েন্স ফিকশন। আমাদের দেশেও তৈরি হয়েছে 'কালো গোলাপ' নামে একটি বাংলা সিনেমা। ভিক্টোরিয়ান যুগে কালো গোলাপের প্রচলন ব্যাপকভাবে বেড়ে যায়। ফ্যাশন সচেতনদের তালিকায় ঠাঁই নেয় কালো গোলাপ। বিশ শতকে শৈল্পিক নিদর্শনের দৃষ্টান্ত হিসেবেও কালো গোলাপ বিশেষ মূল্য পায়। অনেকের মতে কালো গোলাপের অভাবনীয় ও অনৈসর্গিক রং আধ্যাতিক শক্তিসম্পন্ন হওয়ার প্রত্যাশায় মানুষকে উদ্বুদ্ধ করে। প্রাচীন যুগেও নাকি অভিজাত তরুণীদের স্নানঘরে সৌরভের জন্য রাখা হতো কালো গোলাপ। সম্প্রতি চীনের উদ্ভিদবিজ্ঞানীরা গবেষণা করে উৎপন্ন করেছেন নীল গোলাপ। অদূর ভবিষ্যতে হয়তো তারা সত্যি সত্যিই কালো গোলাপ উৎপন্ন করবেন।
পিন্টোর গোপন শুটিং (freida pinto)
'স্ল্যামডগ মিলিয়নিয়ার' খ্যাত অস্কারজয়ী অভিনয় শিল্পী ফ্রিদা পিন্টো এখন মুম্বাইয়ে তার পরবর্তী ছবি 'তৃষ্ণা'র শুটিং করছেন। তবে তিনি এ ছবির শুটিংয়ের খবরটা গোপন রাখতে চেয়েছিলেন। রাজস্থানের বিভিন্ন জায়গায় এবং মুম্বাইয়ে এক সপ্তাহ ধরে ছবিটির শুটিং চললেও, ব্যাপারটি গোপন রাখা হয়েছিল। এ প্রসঙ্গে ফ্রিদা বলেছেন, আসলে আমি খবরটি চাউর করতে চাইনি। জানা গেছে, টমাস হার্ডির বিখ্যাত উপন্যাস 'টেস অব দ্য আরবারভিলস' অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে।
গৃহ-নির্যাতনকারী নিকোলাস
গৃহ-নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা নিকোলাস কেইজ। যুক্তরাষ্ট্র সময় ১৬ এপ্রিল শনিবার নিউ অরলিন্স অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। গ্রেফতার হওয়ার পর ১১ হাজার ডলার মুচলেকায় জেলহাজত থেকে ছাড়া পান অভিনেতা।
শনিবার রাতে কেইজ দম্পতি তাদের ফরাসি কোয়ার্টারের বাড়ির সামনে এক তীব্র বাক-বিতণ্ডা শুরু করে। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। নিকোলাস কেইজ তার স্ত্রীকে টেনে বাড়ির ভেতর নিতে চাইলে স্ত্রী বাড়ির ভেতর প্রবেশ করতে অসম্মতি জানায়। এতে নিকোলাস কেইজ ক্ষিপ্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ক্যাবকে জোরে আঘাত করে।
শনিবার রাতে কেইজ দম্পতি তাদের ফরাসি কোয়ার্টারের বাড়ির সামনে এক তীব্র বাক-বিতণ্ডা শুরু করে। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। নিকোলাস কেইজ তার স্ত্রীকে টেনে বাড়ির ভেতর নিতে চাইলে স্ত্রী বাড়ির ভেতর প্রবেশ করতে অসম্মতি জানায়। এতে নিকোলাস কেইজ ক্ষিপ্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ক্যাবকে জোরে আঘাত করে।
এফডিসিতে হাসান মাসুদ!
'মেড ইন বাংলাদেশ' চলচ্চিত্রে হাসান মাসুদ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন। ছয় বছর পর সেই হাসান মাসুদই আর একটি ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত 'ছোট্ট সংসার' নামের এই ছবিটি 'এফডিসি ঘরানায় নির্মিত হাসান মাসুদের প্রথম ছবি। তিনি বলেন, 'আমি আগে কখনো এফডিসির নির্মাতাদের অধীনে কাজ করিনি। তাই এটি আমার জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। গত শনিবারই 'ছোট্ট সংসার' ছবির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এখন কেবল ডাবিংটাই বাকি।
অভিষেককে ছাড়াই ঐশ্বরিয়া
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের প্রায় চার বছর হতে চলল। এই চার বছরে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে এই তারকা দম্পতি একসঙ্গে উপস্থিত থাকার চেষ্টা করেছেন। তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ৮৩তম একাডেমী অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে। এবার তাদের আবারও সুযোগ এসেছে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটার। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে যাওয়া হচ্ছে না বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। তাই অনেকটা বাধ্য হয়ে একাই কান চলচ্চিত্র উৎসবে যাবেন ঐশ্বরিয়া।
অভিষেক জানান, কান চলচ্চিত্র উৎসবে এবার আমার যাওয়া হচ্ছে না। কারণ শুটিংয়ের জন্য রাশিয়াতে থাকতে হবে। রাবণ ছবির প্রচারণার কাজে গতবারও আমরা একসঙ্গে সেখানে অংশ নিয়েছিলাম। জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবে এ নিয়ে দশমবারের মতো অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর এ নিয়ে বেশ গর্বিতও অভিষেক।
বলিউড অভিনেতা অভিষেক আরও জানান, আমি খুবই গর্বিত অ্যাশের এ ধরনের অর্জনে। আমি মনে করি, এটা শুধু অ্যাশের পক্ষেই সম্ভব।
অভিষেক জানান, কান চলচ্চিত্র উৎসবে এবার আমার যাওয়া হচ্ছে না। কারণ শুটিংয়ের জন্য রাশিয়াতে থাকতে হবে। রাবণ ছবির প্রচারণার কাজে গতবারও আমরা একসঙ্গে সেখানে অংশ নিয়েছিলাম। জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবে এ নিয়ে দশমবারের মতো অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর এ নিয়ে বেশ গর্বিতও অভিষেক।
বলিউড অভিনেতা অভিষেক আরও জানান, আমি খুবই গর্বিত অ্যাশের এ ধরনের অর্জনে। আমি মনে করি, এটা শুধু অ্যাশের পক্ষেই সম্ভব।
ঘর বাঁধতে যাচ্ছেন কিম
পাঁচ মাস প্রেম করার পর প্রেমিক বাস্কেটবল খেলোয়াড় ক্রিসকেই বিয়ে করতে যাচ্ছেন
কিম কার্দাশিংয়ার। এর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই তিনি বিয়ের পোশাক তৈরি করতে দিয়েছেন। এমনকি বাগদান অনুষ্ঠানের জন্য তার বন্ধু লরেন শোয়ার্টজের নকশা করা ১০ ক্যারেট ওজনের ডায়মন্ডের আংটিও বানাতে দিয়েছেন। কিমের এসব প্রস্তুতি দেখে সবাই মন্তব্য করেছেন, শিগগিরই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। এ প্রসঙ্গে কিম এক সংবাদ সম্মেলনে জানান, আমার আর ক্রিসের মধ্যে পাঁচ মাসের সম্পর্ক। আর আমি মনে করি এ পাঁচ মাসে আমাদের মধ্যে যে সম্পর্ক হয়েছে তা বিয়ের জন্য যথেষ্ট। আর এখন প্রতীক্ষায় আছি শুভ দিনটির।
কিমের এক বন্ধু জানিয়েছেন, নিজের বিয়েকে কেন্দ্র করে বিস্তর প্রস্তুতি নিয়েছেন পাত্রী। অন্যান্য বিয়ের থেকে নিজের বিয়েকে কিভাবে আলাদা করা যায় এ নিয়ে ভাবছেন কিম।
কিম কার্দাশিংয়ার। এর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই তিনি বিয়ের পোশাক তৈরি করতে দিয়েছেন। এমনকি বাগদান অনুষ্ঠানের জন্য তার বন্ধু লরেন শোয়ার্টজের নকশা করা ১০ ক্যারেট ওজনের ডায়মন্ডের আংটিও বানাতে দিয়েছেন। কিমের এসব প্রস্তুতি দেখে সবাই মন্তব্য করেছেন, শিগগিরই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। এ প্রসঙ্গে কিম এক সংবাদ সম্মেলনে জানান, আমার আর ক্রিসের মধ্যে পাঁচ মাসের সম্পর্ক। আর আমি মনে করি এ পাঁচ মাসে আমাদের মধ্যে যে সম্পর্ক হয়েছে তা বিয়ের জন্য যথেষ্ট। আর এখন প্রতীক্ষায় আছি শুভ দিনটির।
কিমের এক বন্ধু জানিয়েছেন, নিজের বিয়েকে কেন্দ্র করে বিস্তর প্রস্তুতি নিয়েছেন পাত্রী। অন্যান্য বিয়ের থেকে নিজের বিয়েকে কিভাবে আলাদা করা যায় এ নিয়ে ভাবছেন কিম।
সালমান-রনবীরের দ্বন্দ্ব
বেশ জটিল আকার ধারণ করেছে বলিউড অভিনেতা সালমান খান আর রনবীর কাপুরের মধ্যকার সম্পর্কের। আর রনবীর-সালমানের সাম্প্রতিক এই দ্বন্দ্বের পেছনে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ক্যাট সম্পর্কে রনবীরের মন্তব্যের কারণে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন সালমান। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রনবীর বলেছেন, তিনি নাকি ক্যাটের সঙ্গে কখনোই ডেটিং করেননি। রনবীরের এহেন মিথ্যাচার হজম করতে পারেননি সালমান। কারণ প্রাক্তন প্রেমিকা ক্যাটের প্রতি তিনি সম্ভবত এখনো দুর্বল। আর তিনি চান না, ক্যাট কোনো কারণে কষ্টে থাকুক।
রনবীরের প্রতি সালমানের এই ক্ষোভ প্রকাশ পেয়েছে যখন তিনি তার বন্ধুস্থানীয় কয়েকজন প্রযোজককে অনুরোধ করেছেন রনবীরকে তাদের ছবিতে না নেওয়ার জন্য। প্রযোজকরা তখন সালমানকে আশ্বস্ত করেছেন।
রনবীরের প্রতি সালমানের এই ক্ষোভ প্রকাশ পেয়েছে যখন তিনি তার বন্ধুস্থানীয় কয়েকজন প্রযোজককে অনুরোধ করেছেন রনবীরকে তাদের ছবিতে না নেওয়ার জন্য। প্রযোজকরা তখন সালমানকে আশ্বস্ত করেছেন।
ফের বারবারা মোরি
কাইটস ছবির মাধ্যমে বলিউডে পা রেখে ছিলেন ম্যাক্সিকান অভিনেত্রী বারবারা মোরি। ছবিটি ব্যবসাসফল না হলেও আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। নিজ দেশে ফিরে গেলেও ভুলতে পারেননি ভারতীয় সংস্কৃতি ও আতিথেয়তা। তাই তো প্রযোজক রাজীব খান্ডারওয়ালের ছবিতে অভিনয়ের প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই বলিউডে প্রত্যাবর্তন করবেন বারবারা। এখন দেখার পালা এ ছবিতে দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করেন।
সৌরভের মুখে যুবরাজের প্রশংসা
বিশ্বকাপ থেকেই নিজেকে ফিরে পেয়েছেন যুবরাজ সিং। আর চলতি আইপিএলে যুবরাজের তাণ্ডব দেখ তো অবাক ক্রিকেটবিশ্বই। গত রবিবার তার দল পুনে ওয়ারিয়র্স শেবাগের দিলি্ল ডেয়ার ডেভিলসের কাছে হারলেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন। তা দেখে অভিভূত সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, 'যুবরাজ তো টি-২০ ক্রিকেট সব সময় ভয়ের কারণ। এত বিপজ্জনক ক্রিকেট আমি খুব কমই দেখেছি। দিনে দিনে ও নিজেকে আরও ধারালো করে তুলছে। আইপিএল সবে তো শুরু হয়েছে, কিন্তু এখনই সে সবার কাছে সতর্ক বার্তা পাঠিয়ে দিয়েছে। আমি মনে করি যুবরাজ এই মুহূর্তে অন্য দলগুলোর কাছে বিশাল এক ফ্যাক্টর।'
বিশ্বকাপে যুবরাজের দুর্দান্ত পারফরম্যান্সই তো ভারতের শিরোপা জয় অনেকটা সহজ করে দিয়েছে। তাছাড়া তার পারফরম্যান্সের ধারাবাহিকতাও অসাধারণ। গাঙ্গুলী বলেন, 'ফর্ম ধরে রাখা যে কোনো ক্রিকেটারের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু যুবরাজ এই কাজটি কত অনায়াসেই না করছে।' দাদা আরও বলেন, 'মাঝের সময়টা খুব বাজে গেছে ঠিকই, তবে সেটা ব্যাপার না। উত্থান-পতন তো থাকবেই। টেস্টে হয়তো তেমন ভালো কিছু করতে পারেনি ও। তবে টি-২০ সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে যুবরাজ। বিশ্বকাপই ওকে আবার আগের চেহেরায় নিয়ে গেছে।'
বিশ্বকাপে যুবরাজের দুর্দান্ত পারফরম্যান্সই তো ভারতের শিরোপা জয় অনেকটা সহজ করে দিয়েছে। তাছাড়া তার পারফরম্যান্সের ধারাবাহিকতাও অসাধারণ। গাঙ্গুলী বলেন, 'ফর্ম ধরে রাখা যে কোনো ক্রিকেটারের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু যুবরাজ এই কাজটি কত অনায়াসেই না করছে।' দাদা আরও বলেন, 'মাঝের সময়টা খুব বাজে গেছে ঠিকই, তবে সেটা ব্যাপার না। উত্থান-পতন তো থাকবেই। টেস্টে হয়তো তেমন ভালো কিছু করতে পারেনি ও। তবে টি-২০ সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে যুবরাজ। বিশ্বকাপই ওকে আবার আগের চেহেরায় নিয়ে গেছে।'
Subscribe to:
Posts (Atom)