Poonam Pandey
প্রথমেই দেখা যাক, ছোট এক ঘোষণায় তিনি কী কী পেয়েছেন। ২০ বছর বয়সী এই অখ্যাত মডেল এক লাফে সবার পরিচিত মুখ হয়ে গেছেন। যাঁর ফেইসবুকে হাতে গোনা কয়েকজন বন্ধু ছিল, তাঁরই ফ্যান পেইজে এখন কয়েক লাখ ভক্ত! আর গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তাঁকেই। যেসব ফটোগ্রাফারের দরজায় গিয়ে বসে থাকতেন, তাঁরাই বিনা পয়সায় এঙ্ক্লুসিভ ফটোশুট করে দিয়েছেন। স্যাটেলাইট নিউজ চ্যানেলগুলো বিশেষ সাক্ষাৎকার প্রচার করেছে, তাও লাইভ! আর 'খাতরো কি খিলাড়ি-৪'-এর ১২ জন সেলিব্রিটি প্রতিযোগীর একজন হয়েছেন। মোদ্দাকথা, এক পলকে 'সেলিব্রিটি' হয়েছেন পুনম পাণ্ডে। কিন্তু যে প্রতিজ্ঞা করেছিলেন, ভারত বিশ্বকাপ জিতলে জন্মদিনের পোশাকে উপস্থিত হবেন স্টেডিয়ামে, সেই কথা তিনি শেষ পর্যন্ত রাখেননি। 'বিষয়টিকে আমি স্রেফ মজা হিসেবে নিয়েছিলাম। বিন্তু সবাই এটিকে বিরাট এক ইস্যু বানিয়ে দিল, যেন ভারতীয় মেয়েরা এটা করে না, করতে পারে না! আমি পরিচিতি চাচ্ছিলাম, বুদ্ধিটা হঠাৎই মাথায় আসে। আর এটা নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার সিদ্ধান্তও একান্তই আমার।' বললেন পুনম।