মুন্সীগঞ্জের চরাঞ্চলের বানিয়াল মহেশপুর গ্রামে গতকাল সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল মহেশপুর গ্রামের প্রতিবেশী জামাল ব্যাপারি ও হেলাল ব্যাপারির লোকজনের মধ্যে সকাল ৮টার দিকে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলাল ব্যাপারির নাতির জুতা চুরি গেলে প্রতিবেশীদের সন্দেহ করা হয়। এ নিয়ে হেলাল ব্যাপারি ও জামাল ব্যাপারির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, সামান্য কথা কাটাকাটি থেকে সংঘর্ষ হয়েছে।
Wednesday, April 27, 2011
মুন্সীগঞ্জে জুতা চুরি নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
মা হচ্ছেন ব্রুনি!
মা হতে যাচ্ছেন ফ্রান্সের ফার্স্টলেডি কার্লা ব্রুনি। খবরটি প্রকাশ করেছে সে দেশের বিখ্যাত সাপ্তাহিক 'ক্লোজার'। তাদের দাবি_ নিশ্চিত হয়েই তারা বিষয়টি প্রকাশ করেছে। তবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বা ব্রুনির কাছ থেকে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, প্রেসিডেন্টকে নতুন অতিথি উপহার দিতে ইচ্ছা পোষণ করেছেন ৪৪ বছর বয়সী সাবেক এই মডেল। সত্য মিথ্যা যাই হোক, ব্রুনির মা হওয়ার খবরটি বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে।
মিথ্যুক গেইল!
পাকিস্তানের সঙ্গে পর পর দুটি একদিনের ম্যাচে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছে তাদের ব্যাটিং লাইন-আপ। অভিজ্ঞ চন্দরপল, সারোয়ান, পোলার্ড, ব্রাভো ও গেইলকে বাদ দেওয়ায় তাই চাপেই আছে দেশটির ক্রিকেট বোর্ড। এ রকম সময়ে বোমা ফাটানোর মতোই কথা বলে বিতর্ক সৃষ্টি করেছেন ক্রিস গেইল। 'আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে দলে নেওয়া হয়নি'_ ক্রিকিনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই দাবি করেছেন ক্যারিবিয়ান অ্যাটাকিং ব্যাটসম্যান ক্রিস গেইল। তারই প্রেক্ষিতে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডবি্লউআইসিবি)। তাদের দাবি গেইল মিথ্যা কথা বলছেন।
ডবি্লউআইসিবি'র প্রধান আর্নেস্ট হিলারি 'লাইন অ্যান্ড লেন্থ নেটওয়ার্ক' নামক এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'ক্রিস গেইল আইপিএলের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আমরা তার সঙ্গে যোগাযোগের যথেষ্ট চেষ্টা করেছি। তাকে কোনোভাবেই দল থেকে বাদ দেওয়া হয়নি। বরং সে নিজেই খেলতে রাজি ছিল না। আমরা প্রমাণ করতে পারি যে সে অসত্য কথা বলেছে। প্রমাণ হিসেবে আমাদের কাছে রয়েছে চিঠি ও ইমেইল। কিন্তু আমরা তা করব না। আমরা প্রমাণ করতে চাই না যে সে মিথ্যা কথা বলেছে। তবে সে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে আমরা পুরোপুরি হতাশ। আমরা মনে হয় তাকে কেউ তাকে ভুল বুঝিয়েছে।' হিলারি দাবি করেন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে গেইলকে আইপিএলে খেলতে দিবে। তিনি বলেন, 'আমরা চাই ক্রিকেটাররা অর্থ উপার্জন করুক। তবে আমরা এটাও চাই যে তারা ওয়েস্ট ইন্ডিজের প্রতি তাদের কথার প্রতিফলন ঘটাক।' তিনি আরও দাবি করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড গেইল, ডোয়াইন ব্রাভো ও কেরন পোলার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। পোলার্ড ও ব্রাভো বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও গেইল করেননি। তাদের দাবি গেইলকে বোর্ড নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল এই কারণে যে সে বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং বোর্ড ভেবেছিল তার ইনজুরি থেকে পুনর্বাসনের জন্য বিশ্রামের দরকার।
ডবি্লউআইসিবি'র প্রধান আর্নেস্ট হিলারি 'লাইন অ্যান্ড লেন্থ নেটওয়ার্ক' নামক এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'ক্রিস গেইল আইপিএলের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আমরা তার সঙ্গে যোগাযোগের যথেষ্ট চেষ্টা করেছি। তাকে কোনোভাবেই দল থেকে বাদ দেওয়া হয়নি। বরং সে নিজেই খেলতে রাজি ছিল না। আমরা প্রমাণ করতে পারি যে সে অসত্য কথা বলেছে। প্রমাণ হিসেবে আমাদের কাছে রয়েছে চিঠি ও ইমেইল। কিন্তু আমরা তা করব না। আমরা প্রমাণ করতে চাই না যে সে মিথ্যা কথা বলেছে। তবে সে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে আমরা পুরোপুরি হতাশ। আমরা মনে হয় তাকে কেউ তাকে ভুল বুঝিয়েছে।' হিলারি দাবি করেন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে গেইলকে আইপিএলে খেলতে দিবে। তিনি বলেন, 'আমরা চাই ক্রিকেটাররা অর্থ উপার্জন করুক। তবে আমরা এটাও চাই যে তারা ওয়েস্ট ইন্ডিজের প্রতি তাদের কথার প্রতিফলন ঘটাক।' তিনি আরও দাবি করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড গেইল, ডোয়াইন ব্রাভো ও কেরন পোলার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। পোলার্ড ও ব্রাভো বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও গেইল করেননি। তাদের দাবি গেইলকে বোর্ড নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল এই কারণে যে সে বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং বোর্ড ভেবেছিল তার ইনজুরি থেকে পুনর্বাসনের জন্য বিশ্রামের দরকার।
ইচ্ছা নেই অহনার
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বড় মেয়ে এশা দেওল অনেক আগেই যোগ দিয়েছেন বলিউডে। অনেকের ধারণা ছিল এবার ছোট মেয়ে অহনার পালা। হয়তোবা খুব শীঘ্রই তাকেও দেখা যাবে ফিল্মপাড়ায়। এমনকি 'রোমিও অ্যান্ড জুলিয়েট' নামক একটি ছবিতে অহনার অভিনয় করা নিয়ে গুঞ্জনও শোনা যাচ্ছিল। বিষয়টিকে অস্বীকার করে ধর্মেন্দ্র বলেছেন, এগুলো মিডিয়ার বাড়াবাড়ি। অভিনয়ের কোনো ইচ্ছাই নেই অহনার। তাছাড়া পরিবার থেকেও এ ব্যাপারে তার প্রতি কোনো চাপ নেই
মার্বেল পাথরে গড়া ঐশ্বরিয়া
বেঙ্গালুরুতে শুরু হওয়া ইন্টারন্যাশনাল গ্রানাইট অ্যান্ড স্টোন ফেয়ারে ঐশ্বরিয়ার মার্বেল পাথরে গড়া একটি মূর্তি প্রদর্শিত হচ্ছে। ঐশ্বরিয়ার মার্বেল পাথরের মূর্তিটি তৈরি করেছে জয়পুর ফাইন আর্টস একাডেমীর কয়েকজন তরুণ শিক্ষার্থী। অনেক কম খরচে এটি তৈরি করা হয়েছে। তরুণ শিক্ষার্থীদের দেয়া তথ্য অনুযায়ী ঐশ্বরিয়ার এই মার্বেল-মূর্তিটি তৈরি করতে ব্যয় হয়েছে ১১ লাখ ভারতীয় রুপি। ইন্টারন্যাশনাল গ্রানাইট অ্যান্ড স্টোন ফেয়ারের শেষদিন মার্বেল পাথরের ঐশ্বরিয়াকে নিলামে তোলা হবে। সত্যিকারের নয়, এ হলো ঐশ্বরিয়া রাই বচ্চনের মূর্তি। তবু মার্বেল পাথরের ঐশ্বরিয়াকে ছুঁয়ে দেখতে উৎসাহের কমতি নেই।
রানীকে মনে পড়ে অভিষেকের
রানী মুখার্জীকে মনে পড়ে অভিষেক বচ্চনের। এ পর্যন্ত অভিষেক ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে যতগুলো ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সবক'টি ফ্লপ হয়েছে। আর তাই সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী হিসেবে সম্প্রতি রানীর নাম উল্লেখ করেছেন বলিউডের এ তারকা। এ প্রসঙ্গে অভিষেক বলেছেন, আমি এ পর্যন্ত যাদের সঙ্গে অভিনয় করেছি, তাদের মধ্যে রানীই সেরা। তিনিই আমার সবচেয়ে প্রিয় সহ-তারকা। রানী শুধু সুন্দরীই নন, অসাধারণ একজন অভিনেত্রীও বটে। তিনি আরও বলেছেন, 'যুবা', 'বান্টি অউর বাবলি', 'লাগা চুনরি মে দাগ' এবং 'কাভি আল বিদা না কহনা' ছবিতে রানীর সঙ্গে অভিনয় করেছি। আমার বিশ্বাস, এই ছবিগুলোতেই সেরা অনস্ক্রিন কেমিস্ট্রি দেখাতে পেরেছি আমি।
পর্দার বাইরে বাস্তব জীবনেও রানীর সঙ্গে অভিষেকের প্রেমের সম্পর্কের গুজব রটেছিল মিডিয়াতে।
পর্দার বাইরে বাস্তব জীবনেও রানীর সঙ্গে অভিষেকের প্রেমের সম্পর্কের গুজব রটেছিল মিডিয়াতে।
আবারও হৃত্বিক-প্রিয়াংকার রোমান্স
আবারও পর্দায় আসছে হৃত্বিক-প্রিয়াংকার রোমান্স। 'কৃশ' ছবিতে তাদের রোমান্স এখনো ভোলার নয়। তাই তো এই জুটিকে নিয়ে করণ জোহর নির্মাণ করছেন 'অগ্নিপথ'। সম্প্রতি এ ছবির শুটিং করতে গিয়ে আগুনের কবলে পড়েছিলেন হৃত্বিক-প্রিয়াংকা। তবে হৃত্বিক আহত হলেও অক্ষত আছেন প্রিয়াংকা। জানা গেছে, প্রিয়াংকাকে বাঁচাতে গিয়েই আহত হয়েছেন হৃত্বিক। এ ঘটনা থেকে অনেকে মনে করছেন, হৃত্বিক-প্রিয়াংকার পর্দা রোমান্স আবার বাস্তবেও কি ঘটতে যাচ্ছে! দেখা যাক কি হয়।
Monday, April 25, 2011
নতুন অনলাইন রেডিও
পহেলা বৈশাখে 'রেডিও বেস্টওয়ে' নামে নতুন একটি অনলাইন রেডিও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। নতুন এ রেডিওর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান
বন্যদের আখড়া
চলনে-বলনে এক্কেবারে আধুনিক হলেও ব্যবসাটা যেহেতু মাদকের, তাই ভেতরে ভেতরে ওরা সবাই বন্য। ডন উইন্সলোর বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে মাদক পাচার ও মাদক ব্যবসায়ীদের নিয়ে অলিভার স্টোন নির্মাণ করছেন 'স্যাভেজেস'। ছবির কাহিনীতে দেখা যাবে মাদকের অতিরিক্ত দামের কারণে বন্ধুদের মধ্যে গাঁজা বিক্রি শুরু করে চন ও বেন নামের দুই তরুণ। ধীরে ধীরে তারা মায়ামির মাদক ব্যবসায় প্রবেশ করে গাঁজা নিয়ে। এ কাজে তাদের সাহায্য করে 'ও' নামের এক তরুণী। কিন্তু সমস্যা হয় তখনই, যখন নির্দয় এক ডিইএ এজেন্ট তাদের উৎখাত করতে উপস্থিত হয় এদিকে স্থানীয় মাদক মাফিয়া সর্দারনি তাদের হত্যার জন্য খুনি নিয়োগ করে। ছবিতে সর্বশেষ সংযোজন হয়েছেন ব্লেক লাইভলি। ও-এর চরিত্রে অভিনয় করবেন তিনি। এ চরিত্রে লিন্ডসে লোহানের অভিনয় করার কথা থাকলেও তাঁকে বাদ দেন অলিভার স্টোন। ছবির চন চরিত্রে আছেন টেইলর কিটশ, বেন চরিত্রে অ্যারন জনসন ও উমা থার্মান অভিনয় করবেন ব্লেকের মায়ের চরিত্রে। এ ছাড়া ডিইএ এজেন্টের চরিত্রে জন ট্রাভোল্টা, মেঙ্কিান মাদক রানি চরিত্রে সালমা হায়েক এবং ভাড়াটে খুনি চরিত্রে অভিনয় করছেন বেনিসিও দেল তরো।
সরাইলে লঞ্চডুবি
এইচএসসির নষ্ট হওয়া ৪০০ উত্তরপত্রে নম্বর পাবেন পরীক্ষার্থীরাব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রাজাপুরে গত ২০ এপ্রিল রাতে লঞ্চডুবিতে পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের ৪০০ উত্তরপত্র। এসব উত্তরপত্র আর মূল্যায়ন করা সম্ভব হবে না। ঢাকা শিক্ষা বোর্ড বলছে, নষ্ট হয়ে যাওয়া এসব উত্তরপত্রের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
Subscribe to:
Posts (Atom)