Wednesday, December 29, 2010

চোর ধরলে পুরস্কার

রংপুরের পুলিশ সুপার সালেহ্ মুহাম্মদ তানভীর গরুচোর ও ডাকাত ধরতে পুরস্কার ঘোষণা করেছেন। গতকাল সোমবার বিকেলে বদরগঞ্জ থানা চত্বরে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময়ের সময় এ ঘোষণা দেন তিনি। পুলিশ সুপার বলেন, গরু হচ্ছে কৃষকের সম্পদ। কৃষিকাজে গরুর অবদান রয়েছে। গরুচোর ও ডাকাতদের হাতেনাতে ধরতে পারলে তাৎক্ষণিক নগদ অর্থে পুরস্কৃত করা হবে। তিনি গ্রাম পুলিশের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

ইন্টারনেট সংযোগ: মাসিক মাত্র ৭০০ টাকায় ৫১২ কে বি পি এস তারবিহিন ওয়াইম্যাক্স ইন্টারনেট ঢাকা শহরে সরবরাহ করি। মডেম ১৩০০ টাকা। ৩৫৯ মুক্তবাংলা, মিরপুর -১।০১৭৩৩ ৯৯ ২৩ ৯৮